ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো গৃহবন্দী অবস্থায় পায়ের গোড়ালিতে লাগানো নজরদারির যন্ত্র (অ্যাঙ্কল মনিটর) একটি বিশেষ যন্ত্রের সাহায্যে নষ্ট করে ফেলেছেন। এতে পুলিশ আশঙ্কা করছিল, তিনি পালিয়ে যেতে পারেন। এ কারণেই গতকাল শনিবার দেশটির ফেডারেল পুলিশ তাঁকে আটক করে।

ব্রাজিলের সাবেক ডানপন্থী এই নেতা ২০২২ সালের নির্বাচনে বামপন্থী লুলা দ্য সিলভার কাছে পরাজিত হন। ক্ষমতায় থাকতে অভ্যুত্থানের পরিকল্পনায় জড়িত থাকার দায়ে গত সেপ্টেম্বরে তাঁকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় তাঁর আপিলের প্রক্রিয়া চলছে।

এখন ব্রাসিলিয়ায় ফেডারেল পুলিশ সদর দপ্তরের ১২ বর্গমিটারের একটি কক্ষে বলসোনারোকে রাখা হয়েছে। আটক হওয়ার আগপর্যন্ত পৃথক আরেকটি মামলায় ১০০ দিনের বেশি সময় ধরে গৃহবন্দী ছিলেন তিনি।

বলসোনারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদর্শিক মিত্র। তাঁকে রক্ষা করার জন্য ব্রাজিলের ওপর থেকে আরোপিত শুল্ক প্রত্যাহার করেছিলেন ট্রাম্প। কিন্তু এ পদক্ষেপ খুব একটা কাজে দেয়নি বলে মনে হচ্ছে।

ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস বলসোনারোকে আটকের নির্দেশ দেন।

বিচারপতি বলেন, বলসোনারোর সমর্থকেরা তাঁর বাড়ির বাইরে সমাবেশের পরিকল্পনা করেছিলেন। ফলে তাঁর গৃহবন্দী অবস্থার তদারকি কাজ ব্যাহত হতে পারে। এ কারণে তিনি বলসোনারোকে আটকের নির্দেশ দিয়েছেন।

বলসোনারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদর্শিক মিত্র। তাঁকে রক্ষা করার জন্য ব্রাজিলের ওপর থেকে আরোপিত শুল্ক প্রত্যাহার করেছিলেন ট্রাম্প। কিন্তু এ পদক্ষেপ খুব একটা কাজে দেয়নি বলে মনে হচ্ছে।

বিচারপতি নির্দেশনামায় লিখেছেন, ‘অবৈধভাবে অবস্থানের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা গৃহবন্দী দশা ও অন্যান্য সুরক্ষামূলক ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলতে পারে, যা বলসোনারোর পালানোর আশঙ্কা বাড়িয়ে দেবে।’

আরও পড়ুনব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো আটক২১ ঘণ্টা আগে

বলসোনারোর আইনজীবীরা তাঁর আটকের বিষয়টিকে ‘অত্যন্ত বিভ্রান্তিমূলক’ বলে মনে করছেন। এক বিবৃতিতে তাঁরা বলেন, বলসোনারোর জন্য প্রার্থনা সমাবেশের পরিকল্পনা করা হয়েছিল, যা সাংবিধানিক অধিকার। আইনজীবীরা তাঁর আটকের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন।

বিচারপতি মোরায়েস তাঁর আদেশে উল্লেখ করেছেন, বলসোনারো আগেও ব্রাসিলিয়ায় আর্জেন্টিনা দূতাবাসে আশ্রয় নেওয়ার বিষয়টি বিবেচনা করেছিলেন—এমন প্রমাণ আদালতের কাছে রয়েছে। বলসোনারোর ছেলে ফেডারেল আইনপ্রণেতা এদুয়ার্দো বলসোনারোসহ তাঁর ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী ইতিমধ্যে আদালতের হাত থেকে বাঁচতে ব্রাজিল ছেড়ে পালিয়েছেন।

সুপ্রিম কোর্টের একটি প্যানেল আগামীকাল সোমবার আটকের ওই নির্দেশ পর্যালোচনা করবেন।

আরও পড়ুনবলসোনারো ত্বকের ক্যানসারে আক্রান্ত১৭ সেপ্টেম্বর ২০২৫বলসোনারোর ছেলে ফেডারেল আইনপ্রণেতা এদুয়ার্দো বলসোনারোসহ তাঁর ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী ইতিমধ্যে আদালতের হাত থেকে বাঁচতে ব্রাজিল ছেড়ে পালিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গতকাল মধ্যরাতে বলসোনারোর গোড়ালিতে নজরদারি যন্ত্রে অনিয়ম ধরা পড়ে। পরে কর্মকর্তারা তাঁর বাড়িতে গিয়ে দেখেন, যন্ত্রটি স্পষ্ট ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পোড়া দাগও দেখতে পান তাঁরা। এক ভিডিওতে বলসোনারো স্বীকার করেছেন, ‘কৌতূহলবশত’ তিনি বিশেষ একটি যন্ত্র দিয়ে সেটি পোড়ানোর চেষ্টা করেছেন। পুলিশ যন্ত্রটি প্রতিস্থাপন করে এবং বিচারপতি তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ডানপন্থী সাবেক এই প্রেসিডেন্টকে আটকের ফলে ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও টানাপোড়েন তৈরির আশঙ্কা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বলসোনারোর দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় তিনি বিস্মিত ও খুবই অসন্তুষ্ট।

আরও পড়ুনব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছর কারাদণ্ড১১ সেপ্টেম্বর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বলস ন র র কর ছ ল ন ব চ রপত গ হবন দ আটক র

এছাড়াও পড়ুন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, ছাত্রীদের কাল সকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ

রাজধানী ঢাকাসহ সারাদেশে কয়েকবার ভূমিকম্পের কারণে উদ্ভূত পরিস্থিতিতে চারদিন পরীক্ষা ও ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের আগামীকাল সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে।

আরও পড়ুনভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস–পরীক্ষা বন্ধ৫ ঘণ্টা আগে

এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৩/১১/২০২৫ তারিখে অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার দিক বিবেচনা করে আগামী ২৪/১১/২০২৫ হতে ২৭/১১/২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ৩০/১১/২০২৫ তারিখ হতে ৪/১২/২০২৫ তারিখ পর্যন্ত শুধু অনলাইনে ক্লাস চলবে ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। তবে যে সকল বিভাগে মৌখিক পরীক্ষা চলমান সে সকল বিভাগ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের লিখিত সম্মতি সাপেক্ষে মৌখিক পরীক্ষা গ্রহন করতে পারবে। এ সময়ে কেন্দ্রীয় গ্রন্থাগার এবং উন্মুক্ত পাঠাগার বন্ধ থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল আগামী ২৪/১১/২০২৫ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষার্থীদের আগামী ২৪/১১/২০২৫ তারিখ সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে। ইতিমধ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটি'র মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল ভবন পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকি মূল্যায়ন করা হবে। কমিটি'র রিপোর্টসহ আগামী ০৪/১২/২০২৫ তারিখে পূনরায় সভা অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এ সময়ে অফিস কার্যক্রম যথারীতি চালু থাকবে।

আরও পড়ুনঢাকার সাত কলেজ: বিশ্ববিদ্যালয় শুরুর আগেই তীব্র সেশনজটে শিক্ষার্থীরা ৪ ঘণ্টা আগে

উল্লেখ্য, চলমান জকসু কার্যক্রমের বিষয়ে জকসু নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে।

এর আগে আজ রোববারের (২৩ নভেম্বর ২০২৫) সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছিল ভূমিকম্পজনিত উদ্বেগ ও আতঙ্কের কারণে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘আজ রোববারের সব ক্লাস পরীক্ষা স্থগিত থাকলেও বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারিদের বাস চালু থাকবে। জকসু নির্বাচনের কার্যক্রম পূর্বনির্ধারিতভাবেই চলবে। স্থগিতকৃত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ঘোষণা করবে।’

আরও পড়ুনআমেরিকার ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম, ইংরেজিতে দক্ষতায় করুন আবেদন৮ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ