প্যান ইন্ডিয়ান দাবি করা ‘দরদ’ ভারতে মুক্তিই পেল না, আসছে ওটিটিতে
Published: 15th, January 2025 GMT
‘দরদ’ সিনেমার শুটিং শুরুর সময় নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে একই দিনে হিন্দি, তেলুগুসহ পাঁচটি ভাষায় ভারতে মুক্তি পাবে ‘দরদ’। ফলে সিনেমাটিকে প্যান ইন্ডিয়ান ছবি দাবী করেছিলেন তিনি। সিনেমাটিতে নায়ক ছিলেন শাকিব খান। প্যান ইন্ডিয়ান দাবিতে নায়কেরও মৌন সম্মতি ছিল,সন্তুষ্টি চিত্তে মেনেও নিয়েছিলেন তিনি।
কিন্তু বাস্তবে প্যান ইন্ডিয়ান কেবল পরিচালকের দাবি করার মধ্যেই আটকে থেকেছে। বাস্তবে কোনো রুপ পায়নি। মুক্তির সময় কথা ও কাজের মিল দেখা যায়নি। গত বছরের ১৫ নভেম্বর বাংলাদেশে মুক্তি পেলেও ভারতে উপেক্ষিতই ‘দরদ’।
যদিও বাংলাদেশে মুক্তির সময় সাংবাদিকদের কাছে ভারতে মুক্তি এ প্রসঙ্গ নির্মাতা বলেছিলেন, বাংলাদেশে মুক্তির দুই সপ্তাহ পরে দরদ ভারতে মুক্তি পাবে। এর কারণ মূলত পাইরেসি। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য জায়গায় বাংলা, হিন্দি ও তামিলে দরদ মুক্তি পেয়েছে। কেবল একটা দেশেই মুক্তি পায়নি এটা বড় কোনো বিষয় নয়।
সেই দুই সপ্তাহ গিয়েছে কবেই ভারতে আর মুক্তি পায়নি। ফলে দরদের দরদের বেলায় প্যান ইন্ডিয়ান মুভি হয়ে ওঠা আর সম্ভব হয়নি!
প্যান ইন্ডিয়ান অর্থ:
‘প্যান-ইন্ডিয়ান ফিল্ম’ শব্দটি এমন একটি চলচ্চিত্রের জন্য ব্যবহৃত হয় যা একই সাথে সারা ভারত জুড়ে একাধিক ভাষায় বাজারজাত করা হয় এবং মুক্তি পায় - তেলেগু , হিন্দি , তামিল , কন্নড় এবং মালায়ালাম । এই ধরনের চলচ্চিত্র ভাষাগত, সামাজিক, আঞ্চলিক এবং সাংস্কৃতিক বাধা অতিক্রম করে ভারতের সব প্রদেশের সকল দর্শকদের কাছে পৌছানের চেষ্টা করে।
দরদ কি প্যান ইন্ডিয়ান?
যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কানাডাসহ প্রায় ২০ দেশে দরদ মুক্তি পেলেও ভারতে এখনো মুক্তি পায়নি দরদ। এবার জানা গেল, ভারতে মুক্তির আগেই ওটিটিতে দেখা যাবে সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে দরদ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তার মানে আদৌ দরদ ভারতে মুক্তি পাবে কি না, তা নিয়ে আছে সংশয়। পাকিস্তানেও দরদ মুক্তি দেওয়া সম্ভব হয়নি। সেখানকার একটি পরিবেশক প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা দরদের প্রিভিউ কপি দেখার পর সিনেমাটি পাকিস্তানে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলেও জানা গেছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শুটিং শুরুর পরই প্রভাসের সিনেমার আয় ২১৭ কোটি টাকা
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘অ্যানিমেল’খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাকে নিয়ে নির্মাণ করছেন ‘স্পিরিট’ সিনেমা। কয়েক দিন আগে হায়দরাবাদে বহুল আলোচিত সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেগাস্টার চিরঞ্জীবী।
গত সপ্তাহে ‘স্পিরিট’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু করেছেন নির্মাতারা। জোরালোভাবে শুটিং শুরুর আগেই ওটিটি বাজারে নতুন রেকর্ড গড়ে খবরের শিরোনামে এসেছে সিনেমাটি।
আরো পড়ুন:
গোপন বিয়ের ছবি প্রকাশ করলেন সামান্থা
সেই প্রেমিককে বিয়ে করলেন সামান্থা?
ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্পিরিট’ সিনেমার ডিজিটাল রাইটস ১৬০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ২১৭ কোটি ৪৮ লাখ টাকা) কিনে নিয়েছে। টিজার বা পোস্টার প্রকাশের আগেই সিনেমাটি এত বড় চুক্তি করে হইচই ফেলে দিয়েছে।
‘স্পিরিট’ সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে প্রভাসকে। প্রথমবারের মতো পাওয়ারফুল পুলিশের চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি দিমরি।
এর আগে ইন্ডিয়া টুডে-কে সাক্ষাৎকার দেন সিনেমাটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এ নির্মাতা জানান, ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের জন্য তৃপ্তি দিমরি নিয়েছেন ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৫৯ লাখ টাকা)। এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সিনেমা।
তাছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন—প্রকাশ রাজ, বিবেক ওবেরয়। গুঞ্জন রয়েছে, এ সিনেমায় যুক্ত হবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
‘ইয়ং রেবেল’ হিসেবে পরিচিত প্রভাস। ২০০২ সালে ‘ঈশ্বর’ সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর বেশ কিছু জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি’। গত বছরের ২৭ জুন মুক্তি পায় এটি। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে ছিলেন—অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।
‘স্পিরিট’সহ প্রভাসের ঝুলিতে এখন অর্ধডজন সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘রাজা সাব’ সিনেমার শুটিং শেষ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন—সঞ্জয় দত্ত, বোমান ইরানি, মালবিকা মোহনান, নিধি আগরওয়ালের মতো তারকারা। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে বড় বাজেটের এ সিনেমা আগামী বছরের ৯ জানুয়ারি মুক্তির কথা রয়েছে। তাছাড়াও ‘ফৌজি’, ‘বাহুবলি: দি ইটারনাল ওয়ার পার্ট-১’, ‘কল্কি টু’, ‘সালার টু’ সিনেমার কাজও এখন প্রভাসের হাতে রয়েছে।
ঢাকা/শান্ত