পঞ্চগড়ে রেশম চাষ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে চাষির সংখ্যাও। রেশমী সুতা উৎপাদনে রেশম চাষিদের ভূমিকাও বাড়ছে দিন দিন।
শনিবার (২২ মার্চ) দুপুরে রেশম চাষি ও কৃষকদের সমাবেশে এ সব তথ্য জানানো হয়। বোদা উপজেলার সাকোয়া এলাকায় অবস্থিত রেশম সম্প্রসারণ কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বোদা, পঞ্চগড় সদর এবং দেবীগঞ্জ উপজেলার শতাধিক রেশম চাষি অংশ নেয়। এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সাকোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সম্প্রসারণ কেন্দ্রে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ড.
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মাহবুব উল হক। এ সময় রেশম চাষিরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
রেশম সম্প্রসারণ কেন্দ্র সূত্রে জানা যায়, পঞ্চগড়ে ৪৩টি ফার্মিং তুত বাগান রয়েছে। তুত গাছ রয়েছে ৭৯ হাজার ৬০০। পলু ঘর রয়েছে ২৫টি। ২০২৪-২৫ অর্থবছরে ৭৭ জনকে পলু পালন সরঞ্জামাদি দেওয়া হয়েছে। শতাধিক চাষি ১৭ হাজার ২০০ ডিম পালন করছেন। এ সব ডিম থেকে ১ হাজার ৩২৩ কেজি রেশমী সুতা উৎপাদন হবে। যার বাজার মুল্য প্রায় ৬৫ লাখ টাকা।
ঢাকা/নাঈম/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মে দিবসের ঢাকার শ্রমিক সমাবেশ ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশকে সফল করতে ১১নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।
এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু'র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।