কুকুরকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ভ্যানচালকের
Published: 15th, April 2025 GMT
পাবনার চাটমোহরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাকিবুল ইসলাম (১২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। ভ্যানের সামনে একটি কুকুর এলে দ্রুতগতির ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সাকিবুল।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহরমখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি একই ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
জানা গেছে.
সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, দুর্ঘটনায় নিহত ওই কিশোরের মরদেহ তার পরিবার নিয়ে গেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
হংকংয়ে আবাসিক এলাকায় আগুন, নিহত ৪
হংকংয়ের একটি আবাসিক এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার এই ঘটনায় তাৎক্ষণিকভাবে চার জনের মৃত্যুর খবর জানা গেছে বলে জানিয়েছে বিবিসি।
বুধবার হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্টে আগুনের সূত্রপাত। এটি আটটি ব্লক নিয়ে গঠিত দুই হাজার ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স।
স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দমকল বিভাগ প্রথমে সাড়া দেয়। স্থানীয় সময় বিকাল ৩টা ৩৪ মিনিটে অগ্নিকাণ্ডের ভয়াবহতা ৪ নম্বর স্তরে উন্নীত করা হয়।
হংকং সরকার জানিয়েছে, সাতজনকে দুটি হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে চারজন মারা গেছেন, দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনের অবস্থা স্থিতিশীল।
দমকল বিভাগ রয়টার্সকে জানিয়েছে, কমপ্লেক্সের ভিতরে কতজন আটকা পড়ে আছে তা এখনো জানা যায়নি।
ঢাকা/শাহেদ