কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গাসহ দুইজনকে মৃত্যুদণ্ড এবং দুই রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর একজনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন। 

আরো পড়ুন:

টেকনাফে ঘরের দরজা ভেঙে স্থানীয় বাসিন্দাকে অপহরণ করেছে রোহিঙ্গারা

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার (পিপি) সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) এবং মৃত মোহাম্মদ আলমের ছেলে মো.

আইয়ুব ওরফে তৈয়ব। একই মামলায় রামুর রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস দেওয়া হয়েছে।

পিপি সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ২ মার্চ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করে এবং পাঁচজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ডিবির তৎকালীন পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মামলা করেন। পরবর্তীতে একই বছরের সেপ্টেম্বরে অভিযোগপত্র আদালতে দাখিল করা হলে বিচার শুরু হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে মঙ্গলবার রায় দেওয়া হয়।

তিনি আরও জানান, মামলার বিচার চলাকালে পাঁচ আসামিই বিভিন্ন সময়ে জামিনে ছিলেন। পরে চারজন পলাতক হয়ে যায়। রায় ঘোষণার সময় কেবল খালাসপ্রাপ্ত আবদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। 

ঢাকা/তারেকুর/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র রহম ন

এছাড়াও পড়ুন:

নাসিক ২নং ওয়ার্ডে ৩১ দফার প্রচার পত্র বিলি

সিদ্ধিরগঞ্জ থানার ২ নং ওয়ার্ডের মিজমিজি এলাকায় ধানের শীষের প্রচারণা এবং ৩১ দফার প্রচার পত্র বিলি করা হয়েছে।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর পক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার এই প্রচারপত্র বিলি করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল। 

এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গুলজার হোসেন, রাজা মিয়া, হবুল মিয়া  সাধারণ সম্পাদক মুক্তার হোসেন  মুক্তুল, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, বিএনপি নেতা স্বপন আলী বেপারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ,  যুব বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি, দপ্তর সম্পাদক আরিফুল হক জিমিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ