Samakal:
2025-05-01@05:14:07 GMT

লক্ষ্মীপুর সুহৃদের নবযাত্রা

Published: 21st, April 2025 GMT

লক্ষ্মীপুর সুহৃদের নবযাত্রা

লক্ষ্মীপুর জেলায় সুহৃদ সমাবেশের কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১০ এপ্রিল বিকেলে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ কমিটি গঠন করা হয়। সমকালের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটি গঠন সভায় সুহৃদরা বলেন, সুহৃদ সমাবেশ আমাদের সামাজিক-সাংস্কৃতিক কাজের পথ দেখায়। একই সঙ্গে মানবিক কর্মকাণ্ডে উৎসাহিত করে। ফলে মানুষের কল্যাণে কাজের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিকভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে।
নতুন কমিটিতে লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন সভাপতি এবং লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের প্রভাষক কেএম মাহবুবুল রশিদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন– জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক কার্তিক সেনগুপ্ত, আবু নুর আরিফ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর আজম, মহিলাবিষয়ক সম্পাদক ফাতেমা নুসরাত। সদস্য হিসেবে রয়েছেন প্রভাষক আজাদ উদ্দিন, লামিয়া ইসরাত ইলমা, জাহিদুল ইসলাম, জাকির হোসেন শিবলু, মন্টি সাহা, স্বর্ণা দেবনাথ, ফাতেমা নুসরাত নফসা ও কাজী রাহেন শামীম। সভায় বক্তারা সুহৃদ সমাবেশের কার্যক্রম আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 
সুহৃদ লক্ষ্মীপুর 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স হ দ সম ব শ লক ষ ম প র গঠন ক

এছাড়াও পড়ুন:

জব্দ করা জাটকা এতিমখানায় বিতরণ, সেই মাছ লুট করলেন আড়তদারেরা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জব্দ করা ৭০ কেজি জাটকা দুটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছিল। তবে সেই মাছ লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন আড়তদারের বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মৎস্য কার্যালয়ের উদ্যোগে পরিচালিত জাটকা রক্ষার অভিযানে আমিরাবাদ ও দশানী বাজার থেকে ৭০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। পরে আমিরাবাদ এলাকায় জব্দ করা জাটকা উপজেলার হাজীপুর ও ফরাজীকান্দি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় কিছু দুস্থ মানুষকেও কিছু জাটকা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই জাটকা নিয়ে ওই দুই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কমিটির লোকজন সন্ধ্যায় আমিরাবাদের বেড়িবাঁধ এলাকায় পৌঁছান। তখন আমিরাবাদ বাজারের মাছের আড়তদার আবুল প্রধান, আরিফ গাজী, সেরু প্রধানিয়া, দেলু বেপারীসহ আরও কয়েকজন তাঁদের পথরোধ করেন এবং জাটকাগুলো লুট করে নিয়ে যান।

হাজীপুর মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও ফরাজীকান্দি মাদ্রাসার শিক্ষক মো. আল আমিন অভিযোগ করেন, মাছের ওই আড়তদারেরা তাঁদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাঁদের কাছ থেকে জাটকা লুট করে নিয়ে যান। বাধা দিয়েও কাজ হয়নি। বিষয়টি মৎস্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।

এ অভিযোগের বিষয়ে আবুল প্রধান, আরিফ গাজী ও সেরু প্রধানিয়ার মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে দেলু ব্যাপারী মুঠোফোনে বলেন, জাটকা লুট করা তাঁদের উচিত হয়নি। ওই জাটকা আজ (বৃহস্পতিবার) তাঁরা ফেরত দেবেন। এটি তাঁদের বড় ভুল হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছেন। জাটকা উদ্ধারে ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে।

ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, অভিযোগ পাওয়ার পর জাটকা উদ্ধারে তিনি থানার ওসি ও মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বিষয়টির তদন্ত চলছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতিমদের জাটকা লুট হওয়ার বিষয়টি খুব দুঃখজনক।

সম্পর্কিত নিবন্ধ