লক্ষ্মীপুর জেলায় সুহৃদ সমাবেশের কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১০ এপ্রিল বিকেলে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ কমিটি গঠন করা হয়। সমকালের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটি গঠন সভায় সুহৃদরা বলেন, সুহৃদ সমাবেশ আমাদের সামাজিক-সাংস্কৃতিক কাজের পথ দেখায়। একই সঙ্গে মানবিক কর্মকাণ্ডে উৎসাহিত করে। ফলে মানুষের কল্যাণে কাজের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিকভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে।
নতুন কমিটিতে লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন সভাপতি এবং লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের প্রভাষক কেএম মাহবুবুল রশিদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন– জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক কার্তিক সেনগুপ্ত, আবু নুর আরিফ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর আজম, মহিলাবিষয়ক সম্পাদক ফাতেমা নুসরাত। সদস্য হিসেবে রয়েছেন প্রভাষক আজাদ উদ্দিন, লামিয়া ইসরাত ইলমা, জাহিদুল ইসলাম, জাকির হোসেন শিবলু, মন্টি সাহা, স্বর্ণা দেবনাথ, ফাতেমা নুসরাত নফসা ও কাজী রাহেন শামীম। সভায় বক্তারা সুহৃদ সমাবেশের কার্যক্রম আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সুহৃদ লক্ষ্মীপুর
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ সম ব শ লক ষ ম প র গঠন ক
এছাড়াও পড়ুন:
হেফাজতে থেকে আসামিকে গণমাধ্যমে কথা বলতে দেওয়ায় পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নির্দেশ
রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় রাজশাহীর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত এই নির্দেশ দিয়েছেন। আগামী বুধবারের মধ্যে মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
আরও পড়ুনরাজশাহীতে বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে: ময়নাতদন্ত শেষে চিকিৎসক১৪ নভেম্বর ২০২৫নির্দেশনায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ভিকটিমকে দোষারোপ করে গণমাধ্যমের সামনে বক্তব্যে দেওয়ার সুযোগ দেওয়ায় কেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।
আরও পড়ুনরাজশাহীতে বিচারকের ছেলেকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে: পুলিশ১৩ নভেম্বর ২০২৫গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হয় নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ। হামলাকারী লিমন মিয়া (৩৫) তাদের পূর্বপরিচিত। তাঁর হামলায় জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাওসিফের মা তাসমিন নাহার (৪৪)। এ ছাড়া ধস্তাধস্তিতে হামলাকারী লিমন আহত হয়ে হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।
আরও পড়ুনহত্যার হুমকি পেয়ে এক সপ্তাহ আগে জিডি করেন বিচারকের স্ত্রী১৩ নভেম্বর ২০২৫