দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশে প্রত্যাবর্তন করেছেন।

বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে যাওয়ার পথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে অভ্যর্থনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (৬ মে ) সকাল থেকেই জেলা বিএনপি'র বিভিন্ন ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত কুড়িল বিশ্বরোডের সামনে সমবেত হয়।

পরে দুপুর দিকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর আসলে তাকে অভ্যর্থনা জানান মামুন মাহমুদের নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জুয়েল আহমেদ, শহীদুল ইসলাম টিটু, মোশারফ হোসেন, এড.

মাহফুজুর রহমান হুমায়ূন, রহিমা শরীফ মায়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব,জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ জেলা বিএনপি'র আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র র রহম ন

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাসের মিটার বিস্ফোরণে দগ্ধ দুই প্রহরীর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে তিতাস গ্যাসের মিটার বিস্ফোরণে লাগা আগুনে দগ্ধ চার প্রহরীর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ও আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আবদুল হান্নান (৫০) এবং রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার কবির হোসেন (৪৫)। তাঁরা রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার জৈনপুরী আশরাফিয়া টেক্সটাইল মিলসের প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আবদুল হান্নানের শরীরের ৪০ শতাংশ ও কবির হোসেনের শরীরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দগ্ধ চারজনকে গত বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিনই ছেড়ে দেওয়া হয়। আর গুরুতর দগ্ধ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে অবস্থার অবনতি হলে আবদুল হান্নানকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া আইসিইউতে থাকা অবস্থায় আজ সকাল সাড়ে ৯টার দিকে কবির হোসেনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় দগ্ধ সাইফুল ইসলাম (৩২) এখনো চিকিৎসাধীন। তাঁর শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হলেও এখন অবস্থা উন্নতির দিকে।

বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার আশরাফিয়া টেক্সটাইল মিলসে (মঞ্জু টেক্সটাইল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ১ মে শ্রমিক দিবসে রূপগঞ্জের কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। ফলে তিতাস গ্যাসের সরবরাহ লাইনে গ্যাসের উচ্চ চাপ সৃষ্টি হয়ে টেক্সটাইল মিলটির গ্যাসের মিটার বিস্ফোরিত হয়। এতে দগ্ধ হন প্রতিষ্ঠানটির চার নিরাপত্তাপ্রহরী।

ওই দুর্ঘটনায় আজ দুপুর ১২টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী। তিনি বলেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • সাংবাদিক মিলনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের শোক
  • ফতুল্লায় স্টেডিয়ামের শোভাবর্ধণের স্বার্থে ট্রাকস্ট্যান্ড অন্যত্র নির্মাণের দাবি  
  • সজল-সাহেদের নেতৃত্বে খালেদা জিয়াকে মহানগর যুবদলের অভ্যর্থনা 
  • সাখাওয়াত-টিপুর নেতৃত্বে খালেদা জিয়াকে মহানগর বিএনপির অভ্যর্থনা
  • নারায়ণগঞ্জে হকার জুবায়ের হত্যায় চারজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
  • রুপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু 
  • রুপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দ্বগ্ধ ২ জনের মৃত্যু 
  • রুপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দ্বন্ধ ২ জনের মৃত্যু 
  • রূপগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাসের মিটার বিস্ফোরণে দগ্ধ দুই প্রহরীর মৃত্যু