দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশে প্রত্যাবর্তন করেছেন।

বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে যাওয়ার পথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে অভ্যর্থনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (৬ মে ) সকাল থেকেই জেলা বিএনপি'র বিভিন্ন ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত কুড়িল বিশ্বরোডের সামনে সমবেত হয়।

পরে দুপুর দিকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর আসলে তাকে অভ্যর্থনা জানান মামুন মাহমুদের নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জুয়েল আহমেদ, শহীদুল ইসলাম টিটু, মোশারফ হোসেন, এড.

মাহফুজুর রহমান হুমায়ূন, রহিমা শরীফ মায়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব,জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ জেলা বিএনপি'র আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র র রহম ন

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে পাখিদের নিরাপদ আশ্রয়ে গাছে গাছে মাটির হাঁড়ি

সোনারগাঁয়ে পাখিদের নিরাপদ আশ্রয় তৈরিতে ‘গাছে-গাছে মাটির হাঁড়ি’ স্থাপন করে বাসা তৈরির মাধ্যমে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে যৌথভাবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি ও বিসমিল্লাহ এন এম জুলফিকার  ফাউন্ডেশন।

‘পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এদের রক্ষায় এগিয়ে আসুন’ এ স্লোগানকে সামনে রেখে সোমবার (০৪ আগষ্ট) দুপুরে সোনারগাঁ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন(সোনারগাঁ জাদুঘর) এর ভিতরে বিভিন্ন প্রজাতির গাছে শতাধিক মাটির হাঁড়ি স্থাপন করা হয়।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক(উপসচিব) কাজী মাহবুবুর আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক এ কে আজাদ সরকার,মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান।

কাজী মাহবুবুর আলম বলেন,পাখিরা আমাদের পরিবেশের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের নিরাপদ ঘর ও বসবাস নিশ্চিত করা সবার কর্তব্যের মধ্যে পড়ে। পাখিরা প্রকৃতির অপরিহার্য সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের একটি উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব করে থাকে।

তিনি আরও জানান, পাখিদের জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে এসব মাটির হাঁড়ি ঝড়-বৃষ্টি ও শীত থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রজননে পাখিদের সহায়ক ভূমিকা পালন করবে। এ উদ্যোগ ধীরে ধীরে উপজেলায় ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

এই সময় উপস্থিত ছিলেন,প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মহিন, বাংলাদেশ তথ্য ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মো. শামীম হোসেন ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, বিজয় টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দ্বীন ইসলাম অনিক, এনটিভির অনলাইন প্রতিনিধি কামরুল হাসান,জাতীয় নাগরিক পার্টির সোনারগাঁয়ের সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার পনির,নয়া শতাব্দী পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফয়সাল আহমেদ,পরিবেশকর্মী আল আমিন, সিফাত সহ প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকায় বিএনপির বিজয় র‍্যালিতে মহানগর ছাত্রদলের অংশগ্রহণ 
  • ঢাকায় বিজয় র‌্যালিতে মহানগর বিএনপির শোডাউন 
  • কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে ১৩ প্রতিষ্ঠানের স্মারকলিপি 
  • ঢাকার বিজয় র‌্যালিতে জেলা বিএনপির বিশাল শোডাউন
  • নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা দাইয়ান
  • নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আব্দুদ দাইয়ান
  • কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে ১৩ প্রতিষ্ঠানের স্মারক লিপি 
  • ধামগড় ইউপি চেয়ারম্যান ও জাপা নেতা কামাল গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জ-৫ আসনে মুফতি মাসুম বিল্লাহকে হাতপাখার প্রার্থী ঘোষণা
  • সোনারগাঁয়ে পাখিদের নিরাপদ আশ্রয়ে গাছে গাছে মাটির হাঁড়ি