যশোরের শার্শায় বাগানের পরিপক্ব আম বাজারজাত করা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বাগুড়ী বেলতলা বাজারে শুরু হয়েছে বেচাকেনা। চাষিরা তাদের বাগানের ফল এনে বিক্রি করছেন। এবার শতাধিক আড়তদার পাইকারদের কাছে আম বিক্রি করবেন।
জানা গেছে, উপজেলা প্রশাসনের নির্দেশনায় চাষি, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হলো। প্রথমদিকে বাজারে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বায়সহ কয়েকটি আগাম জাতের আম এসেছে। আড়তদাররা প্রতিদিন বিভিন্ন জেলার পাইকারদের কাছে এসব আম সরবরাহ করছেন।
সরেজমিনে দেখা গেছে, বাগুড়ী বেলতলা বাজারে জমজমাট বেচাকেনা চলছে। বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এসেছেন আড়তে। শুরুতে দাম একটু কম হলেও পরে বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আড়তদার আক্তারুল কবির জুয়েল বলেন, এবার আমের ভালো ফলন হয়েছে। কোনো দুর্যোগ না হলে চাষি লাভবান হবেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় আমের বাজার বাগুড়ী বেলতলা। এখানে প্রতিদিন হাজার হাজার মণ ফল বেচাকেনা হয়।
বাজারের সভাপতি মাহামুদ আলী ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্না জানান, এবার শুরুতেই পর্যাপ্ত আম বাজারে এসেছে। পর্যায়ক্রমে আরও ফল বাজারজাত হবে। এ বাজারে পরিবহন ব্যবস্থা সহজ ও সুলভ হওয়ায় ব্যবসায়ীরা বাড়তি সুবিধা পান।
বাজারে কোনো অসাধু ব্যবসায়ী বা আড়তদার আমে কেমিক্যাল ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, বাজারে চাঁদাবাজদের কোনো ছাড় নেই। চাঁদাবাজির অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাগুড়ি বেলতলা বাজারে ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়ার অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান বলেন, গত ৪ মে উপজেলার চাষি, আড়তদার ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করা হয়। এর মাধ্যমে বাগুড়ী বেলতলা বাজারে এ মৌসুমের আম বাজারজাত শুরু হয়েছে। কোনো প্রকার অপরিপক্ব আমে কেমিক্যাল ব্যবহার করলে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: আম ব জ র ব যবস য় ব যবস থ আড়তদ র উপজ ল ব লতল
এছাড়াও পড়ুন:
মানিক মিয়া অ্যাভিনিউয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা
ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মানিক মিয়া অ্যাভিনিউতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ের উভয় পাশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। চার পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে একাধিক স্তরে তল্লাশি করা হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মানিক মিয়া অ্যাভিনিউয়ের এ অনুষ্ঠানে বড় জমায়েত হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক লোক আসবে। সেখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব না হয়, সেজন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
বিকেল ৫টায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ অন্যান্য গণমাধ্যম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
* সকাল ১১টায় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
* বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।
* সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে বিশেষ ড্রোন শো।
* রাত ৮টায় জনপ্রিয় ব্যান্ডদলের পরিবেশনার মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটবে।
ঢাকা/এমআর/রফিক