বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদা নিতে গিয়ে পুলিশের কাছে আটক হয়েছেন আট যুবক। 

বুধবার (১৪ মে) রাত দশটার দিকে নগরীর খালিশপুর থানাধীন ৯নং ওয়ার্ডের বাস্তুহার কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা বাপ্পির কাছে চাঁদা নিতে গিয়ে তারা পুলিশের কাছে আটক হন। স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। 

স্থানীয়রা জানান, খুলনার দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়হান নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নগর যুগ্ম সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আরও ৯ জন যুবকসহ রাত সাড়ে ৯টার দিকে বাস্তুহারা কলোনীর ২নং রোডের বাসিন্দা বাপ্পির বাড়িতে প্রবেশ করেন। 

এসময়ে রায়হানসহ উপস্থিত আরও কয়েকজন যুবক তাকে পতিত সরকারের দোসর বলে দাবি করেন। তারা বাপ্পির কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও বাপ্পিকে হুমকি দেন তারা। 

এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে তাদের ধাওয়া দেয়। এসময় রায়হানের সাথে থাকা কয়েকজন যুবক পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থালে গিয়ে রায়হানসহ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়। 

রায়হান নিজেকে নগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম সম্পাদক পরিচয় দিলেও সেখানে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ডেকে আনা হলেও তারাও তাকে চেনেন না বলে উপস্থিত জনগণকে জানান।

খালিশপুর থানার এস আই সোবহান বলেন, “রাতে বাস্তহারা কলোনীর ২নং রোডের একটি বাড়িতে গণ্ডগোল হয়েছে জানতে পেরে সেখানে যান তিনি। সেখানে গিয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ৮ জনকে থানায় নিয়ে যান।” 

অভিযোগকারী মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঢাকা/নুরুজ্জামান/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শারদীয় দুর্গোৎসবের সফল সমাপ্তি ডিসি-এসপিকে পূজা পরিষদের শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সফল সমাপ্তি হওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। 

সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক ও  পুলিশ সুপারের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেন এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানান তারা। পরে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও জানান তারা। 

এসময়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার  শারদীয় দুর্গোৎসবের সফল সমাপ্তিতে জেলা প্রশাসনকে সহযোগিতা করায় জেলা এবং মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং আগামীতে যেকোনো উৎসবে সবাই ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে সফল করবো বলো আসা ব্যক্ত করেন। 

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ- সভাপতি লোকনাথ দত্ত, সহ- সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সহ- সভাপতি হিমাদ্রি সাহা হিমু, সহ- সভাপতি বিমল চৌধুরী, যুগ্ম সম্পাদক শংকর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, লাইব্রেরী সম্পাদক রতন সাহা, সহ- দপ্তর সম্পাদক সুমন দে, সদস্য দিলীপ সাহা, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক তপন ঘোপ সাধু, সহ- প্রচার সম্পাদক তারেক দাস, দপ্তর সম্পাদক অভিজিৎ সেন সজল, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রিপন রুদ্র, আড়াইহাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সুজন বিশ্বাসসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মুন্সীগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ
  • তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে খোরশেদের গণসংযোগ 
  • আড়াইহাজারে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
  • বন্দরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা 
  • শারদীয় দুর্গোৎসবের সফল সমাপ্তি ডিসি-এসপিকে পূজা পরিষদের শুভেচ্ছা