বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদা নিতে গিয়ে পুলিশের কাছে আটক হয়েছেন আট যুবক। 

বুধবার (১৪ মে) রাত দশটার দিকে নগরীর খালিশপুর থানাধীন ৯নং ওয়ার্ডের বাস্তুহার কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা বাপ্পির কাছে চাঁদা নিতে গিয়ে তারা পুলিশের কাছে আটক হন। স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। 

স্থানীয়রা জানান, খুলনার দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়হান নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নগর যুগ্ম সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আরও ৯ জন যুবকসহ রাত সাড়ে ৯টার দিকে বাস্তুহারা কলোনীর ২নং রোডের বাসিন্দা বাপ্পির বাড়িতে প্রবেশ করেন। 

এসময়ে রায়হানসহ উপস্থিত আরও কয়েকজন যুবক তাকে পতিত সরকারের দোসর বলে দাবি করেন। তারা বাপ্পির কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও বাপ্পিকে হুমকি দেন তারা। 

এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে তাদের ধাওয়া দেয়। এসময় রায়হানের সাথে থাকা কয়েকজন যুবক পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থালে গিয়ে রায়হানসহ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়। 

রায়হান নিজেকে নগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম সম্পাদক পরিচয় দিলেও সেখানে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ডেকে আনা হলেও তারাও তাকে চেনেন না বলে উপস্থিত জনগণকে জানান।

খালিশপুর থানার এস আই সোবহান বলেন, “রাতে বাস্তহারা কলোনীর ২নং রোডের একটি বাড়িতে গণ্ডগোল হয়েছে জানতে পেরে সেখানে যান তিনি। সেখানে গিয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ৮ জনকে থানায় নিয়ে যান।” 

অভিযোগকারী মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঢাকা/নুরুজ্জামান/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভালো পড়ালেখা করতে হবে, মানুষের মত মানুষ হতে হবে : ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এসএসসি পরীক্ষার্থীদের বলেন, ভালো পড়ালেখা করতে হবে এবং মানুষের মত মানুষ হতে হবে।  শিক্ষার কোন বিকল্প নেই।  

মঙ্গলবার (১৩ মে) দুপুরে হাজিগঞ্জের আইটি স্কুলে এসএসসি ২০২৫ সালের শেষ পরীক্ষার দিনে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে এসব কথা বলেন।  এসময় তিনি পরীক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন ও উৎসাহ উদ্দীপনা প্রদান করেন এবং সকল ছাত্র ছাত্রীদের চকলেট উপহার দেন।

এ সময় তিনি বলেন, পরীক্ষা শুরুতে আমরা এসেছিলাম আজ শেষের দিনও আসলাম ছাত্র-ছাত্রীরা যেন মনে করে আমরা তাদের পাশে আছি। এসময় তিনি পরবর্তী শ্রেণীতে ভর্তির ভালো প্রস্তুতির জন্য আহ্বান জানান। 

তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীর জন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি। আমাদের সকল উপজেলায় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছে তারা সকল ছাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উৎসাহ উদ্দীপনা প্রদান এবং পরবর্তী শ্রেণীতে ভর্তির প্রস্তুতি সম্পর্কে আলোচনা করবেন এবং সকল ছাত্র ছাত্রীদের চকলেট প্রদান করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অনান্য কর্মকর্তাগন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, উক্ত স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ এবং সাংবাদিকবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • রৌমারী সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্য নিহত, আহত ৪
  • সোনারগাঁও আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন ইসলামী আন্দোলনের
  • চট্টগ্রাম বন্দর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
  • আ.লীগ নেতাকে ছিনিয়ে নিতে গিয়ে ছাত্রদল নেতা আটক
  • ভালো পড়ালেখা করতে হবে, মানুষের মত মানুষ হতে হবে : ডিসি
  • আদালতে সাংবাদিকদের মারতে উদ্ধত আইনজীবীরা, দেখে নেওয়ার হুমকি
  • রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 
  • মিশরের সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর কবলে ব্যবসায়ী, নগদ অর্থ লুট