সরকার ভালো কাজ করছে, আমাদেরকে পথ দেখাচ্ছে: মির্জা ফখরুল
Published: 21st, June 2025 GMT
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে, নিঃসন্দেহে তারা ইতোমধ্যে অনেক ভালো কাজ করেছেন। আমাদেরকে পথ দেখাচ্ছেন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লন্ডন বৈঠকে আগে ও পরের ঘটনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা আশ্বস্ত হচ্ছি যে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। তার মাধ্যমে আমাদের আশাগুলো কিছুটা হলেও পূরণ করার সুযোগ হবে। আশা করব, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদবিরোধী আমরা সবাই একজোট হয়ে একসঙ্গে তাদেরকে সহযোগিতা করব। আমাদের যে লক্ষ্য, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় পৌঁছাতে পারবো।
বিএনপি মহাসচিব বলেন, দেশে বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ দল সম্ভবত কাল (রোববার) নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে যাবেন। আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা প্রত্যাশা করি, এই তরুণেরা, এই নবীনেরা যারা বিগত আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব নিঃসন্দেহে কাঙ্ক্ষিত সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে।
সংস্কার বিষয়ে তিনি বলেন, কতগুলো বিষয়ে একমত হয়েছে, কতগুলো বিষয়ে একমত হচ্ছি না। যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে, সেগুলো আমরা বাস্তবায়ন করব। যেগুলোতে একমত হবে না, নির্বাচনের পরে সেগুলো নিয়ে সংসদে আলোচনা করব, ওই বিষয়গুলো আমরা একমত হবো।
গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের এই সংগ্রাম প্রাথমিকভাবে সফল হয়েছে। নতুন করে আমরা জনগণকে একটা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি যে, বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব। এটা ছিল জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি।
বিএনপি মহাসচিব বলেন, এই বছরের মধ্যে সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে। আমি জানি না এই টাকাগুলো কাদের, কবে কীভাবে জমা হয়েছে। এই সংবাদটা দেখলেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে, তাহলে কি কোনো পরিবর্তন হয়নি? এটা ফ্যাসিস্ট আমলে হয়েছে। আরেকটা প্রমাণ হয়েছে, তারা কি পরিমাণ লুটপাট করেছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ এনস ব আম দ র ব এনপ
এছাড়াও পড়ুন:
পিআর পদ্ধতি চাইলে জনগণের কাছে যান: ডা. জাহিদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোটগ্রহণ চাচ্ছেন, তাদের জনগণের রায়ের জন্য যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘‘পিআর চান, খুব ভালো কথা। পিআরের কথা বলে জনগণের কাছে যান। জনগণকে বুঝান, জনগণ মেনে নিলে আলহামদুলিল্লাহ। জনগণ যে রায় দিবে, সবাই মেনে নেবে।’’
আরো পড়ুন:
আ.লীগ ১৫ বছরে অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা বানিয়েছে: মঈন খান
নাহিদ ইসলামের সাফ কথা, ‘নিম্নকক্ষে আমরা পিআর চাই না’
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার শিল্পকলা একাডেমীতে পৌর বিএনপির সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘স্বৈরাচার যদি রুখতে হয়, রাজনৈতিক যে মানসিকতা, রাজনৈতিক যে কালচার; সেটার মধ্যে পরিবর্তন আনতে হবে।’’
রাষ্ট্র সংস্কারের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পাশাপাশি পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ইসলামি কয়েকটি দল মাঠে আন্দোলন শুরু করেছে।
তাদের আন্দোলনের বিষয়ে ইঙ্গিত করে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘আজকে অনেকে বলছেন পিআর ছাড়া নাকি নির্বাচন হবে না এবং পিআর ছাড়া নাকি শাসক স্বৈরাচার হয়ে যাবে। আমার জানতে ইচ্ছে করে, দেশের সংবিধানে কোথাও কি স্বৈরাচার হওয়ার কথা লেখা ছিল? সংবিধানের তো দোষ নেই। দোষ হচ্ছে, যারা রাতের ভোট দিনে করেছেন; যারা বিনা ভোটের নির্বাচন করেছেন।’
মৌলভীবাজার পৌর বিএনিপর আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ- সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
সম্মেলনে জেলা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা/আজিজ/বকুল