ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীর কেওড়াবুনিয়া এলাকায় ইকরা পরিবহনের সাথে অটোরিকশার মুখোমুখি ধাক্কায় এক নবজাতকসহ চার জন নিহত হয়েছেন। 

শনিবার (২১ জুন) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুইজন নিহতের পর শনিবার রাতে এক নবজাতক ও এক নারী চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান।

নিহতরা হলেন- উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদরাসার ইবতেদায়ী শাখার সিনিয়র শিক্ষক মৌলভি আব্দুল আজিজ (৫৫), তার মেয়ে মোছাদ্দিকা (২৫), খালেদা (৪৫) ও এক দিনের নবজাতক। তাদের বাড়ি আমতলীর সোনাখালী গ্রামে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

আরিফুল ইসলাম জানান, শনিবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা ইকরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে আমতলীর কেওড়াবুনিয়া এলাকার যাত্রীবোঝাই একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বাবা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠালে প্রথমে খালেদা নামে এক নারী ও রাত সাড়ে আটটার দিকে এক দিনের এক নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। বাসটি জব্দ করে পুলিশ। এই ঘটনায় বাস চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঢাকা/ইমরান/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ছয় ম্যাচে ছয় জয় রিয়ালের, বার্নাব্যুতে উৎসব হলো অন্য কারণেও

রিয়াল মাদ্রিদ ২-০ এস্পানিওল

ছয় ম্যাচ, ছয় জয়। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ এখনো অপরাজিত।
রিয়ালের সর্বশেষ জয়টা এসেছে আজ, সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে জাবি আলোনসোর দল। লা লিগায় এটি রিয়াল মাদ্রিদের পাঁচ ম্যাচে পঞ্চম জয়।

ম্যাচে রিয়াল কোচ আলোনসোর একাদশ কিছুটা চমকে দেয় ফুটবলপ্রেমীদের। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আক্রমণভাগে জুটি গড়তে তিনি দলে নেন গঞ্জালো গার্সিয়াকে। তবে ম্যাচের প্রথম গোলটা এই দুজনের কেউ করতে পারেননি। করেছেন অপ্রত্যাশিত একজন—এদের মিলিতাও!

প্রথম ২৩ মিনিট রিয়াল মাদ্রিদ গোলের পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। প্রথম গোলটাকেও হয়তো তেমন পরিষ্কার সুযোগ বলা যাবে না। ৩০ গজ দূর থেকে বল নিয়ে এদের মিলিতাও এগিয়ে যান, মনে হচ্ছিল যেকোনো সময় আক্রমণটা রুখে দেবে এস্পানিওল। কিন্তু সেটা হয়নি, মিলিতাওয়ের বুলেট গতির এক শট ঠেকানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ।

এদের মিলিতাওয়ের গোল উদযাপন

সম্পর্কিত নিবন্ধ