প্রযুক্তির উৎকর্ষ এমন জায়গায় পৌঁছেছে যে মানুষের মতো বুদ্ধিমত্তা খাটিয়ে অনেক কাজ করে দিচ্ছে মেশিন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ে শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে এআইয়ের ব্যবহার নিয়ে সতর্ক করেছেন পোপ লিও চতুর্দশ। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু বলেছেন, এমন এআই তৈরি করতে হবে, যাতে মানবজাতির কোনো সম্মানহানি না হয়।

শুক্রবার বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের এক সম্মেলনে এই বার্তা পাঠিয়েছেন পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, এআই তৈরির ক্ষেত্রে মানবজাতির কল্যাণের বিষয়টি অবশ্যই বিবেচনা করতে হবে। এটা শুধু বস্তুগত নয়; বরং বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক দিক থেকেও হতে হবে।

পোপ লিও চতুর্দশ বলেছেন, কোনো প্রজন্মই আগে কখনো দ্রুত বিপুল সংখ্যক তথ্যের নাগাল পায়নি, যেমনটা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পাওয়া যাচ্ছে। তবে তথ্যপ্রাপ্তির এই সুযোগ যতই বিস্তৃত হোক না কেন, এটাকে মানবজাতির বুদ্ধিমত্তার সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না।

শিশুদের বুদ্ধিবৃত্তিক ও স্নায়বিক বিকাশের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। শীর্ষ প্রযুক্তি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘শিশুরা ঈশ্বর প্রদত্ত যে প্রতিভা ও সক্ষমতা পায়, তা বিকাশের সুযোগ দেওয়ার ওপর সমাজের সামগ্রিক কল্যাণ নির্ভর করে।’

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শুক্রবার ইতালির রোমে দ্বিতীয়বারের মতো বার্ষিক এই সম্মেলন শুরু হয়। গুগল, ওপেনএআই, আইবিএম ও মেটার মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীদের পাশাপাশি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরাও দুই দিনের এই সম্মেলনে অংশ নেন।

পোপ সেই সম্মেলনে পাঠানো বার্তায় আরও বলেছেন, কিছু ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার থাকলেও এটাকে আত্মস্বার্থে ও অন্যদের ক্ষতি করার জন্য অপব্যবহারের ঝুঁকিও রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ত র ম ব দ ধ মত ত র ম নবজ ত র ব যবহ র বল ছ ন

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২

বন্দরে বিভিন্ন মামলার  ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 গ্রেপ্তারকৃতরা ওয়ারেন্টভূক্ত আসামীরা  হলো বন্দর থানার লক্ষনখোলা এলাকার হোসেন মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আমিনুল ইসলাম (৪৫) ও বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকার হাসান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মামুন (৩২)।

ধৃতদের বুধবার (৫ নভেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৪ নভেম্বর)  রাতে উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।  
 

সম্পর্কিত নিবন্ধ