চাঁদপুরে পাসপোর্ট তৈরি করতে এসে আটক দুই রোহিঙ্গা নারী
Published: 5th, November 2025 GMT
চাঁদপুরে ভুয়া এনআইডি ব্যবহার করে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক দুই নারী কক্সবাজারের কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাঁদের আজ বুধবার ভোরে পুলিশ পাহারায় ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মকর্তা জানান, গতকাল দুপুর ১২টার দিকে ওই দুই নারী পাসপোর্ট তৈরির জন্য আসেন। পরে তাঁদের ভুয়া এনআইডির বিষয়টি ধরা পড়ে। একপর্যায়ে তাঁরা জালিয়াতির কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে ওই দুই নারী জানান, তাঁদের সৌদি আরবে নেবেন বলে এক লোক যোগাযোগ করেছিলেন। সেই লোকের মাধ্যমেই পাসপোর্ট তৈরির জন্য এসব কাগজপত্র জোগাড় করেন। তবে তাঁরা ওই লোককে চেনেন না বলে দাবি করেছেন।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মাহবুবুর রহমান বলেন, ‘পুলিশ ক্লিয়ারেন্স বন্ধ হওয়ায় আমরা আরও সাবধান হয়েছি। তারপরেও আতঙ্কের মধ্যে থাকতে হয়। কারণ ফাঁক-ফোকর দিয়ে রোহিঙ্গারা পাসপোর্ট নিয়ে যেতে পারে। আমরা আরও সতর্ক হওয়ার চেষ্টা করছি।’
চাঁদপুর মডেল থানার ওসি বলেন, যেহেতু আটক দুই নারী বৈধভাবে ওই ক্যাম্পে থাকেন। এ কারণে তাঁদের থানার কর্মকর্তা ও ফোর্সসহ ওই ক্যাম্পে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বয়স সংশোধনে কঠোর হচ্ছে ইসি
মাঠ পর্যায়ে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স সংশোধনের কাজ না করানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধনের অপব্যবহার ও অনিয়ম ঠেকাতে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করা হচ্ছে, যেখানে কেন্দ্রীয়ভাবে এসব আবেদনের নিষ্পত্তি হবে।
সোমবার (১০ নভেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর জানান, এনআইডি সংশোধনের বর্তমান প্রক্রিয়ায় অনিয়ম ও অসৎ উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের প্রবণতা দেখা দেওয়ায় কমিশন বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে চায়।
তিনি বলেন, “বয়স সংশোধনের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়গুলো এখন থেকে মাঠ পর্যায়ের অফিসে না রেখে কমিশনের প্রধান কার্যালয়ে নিষ্পত্তি করা হবে। এতে ডাটাবেজের সুরক্ষা বাড়বে এবং অনাকাঙ্ক্ষিত অপব্যবহার রোধ করা সম্ভব হবে।”
ডিজি আরো জানান, এনআইডি সংশোধনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে ভুয়া তথ্য দিয়ে জন্মতারিখ পরিবর্তনের ঘটনাও ধরা পড়েছে। এসব প্রতিরোধেই নতুন এসওপি প্রণয়নের কাজ চলছে।
হুমায়ুন কবীর বলেন, “আমরা দেখেছি, কিছু মানুষ প্রকৃত প্রয়োজনে নয় বরং অসৎ উদ্দেশ্যে তথ্য বদলাতে চায়। এতে ডাটাবেজের সঠিকতা নষ্ট হচ্ছে। তাই সংশোধন প্রক্রিয়াকে আরো নিয়ন্ত্রিত ও সময়সীমাবদ্ধ করতে হবে।”
নতুন এসওপিতে শুধু বয়স নয়, অন্যান্য সংশোধনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা আনা হচ্ছে। আবেদন ফেলে রাখা, অসম্পূর্ণ তথ্য প্রদান, দালিলিক প্রমাণ দাখিলে বিলম্ব— এসব সমস্যা মোকাবিলায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন নিষ্পত্তির প্রস্তাব করা হয়েছে বলেও জানা গেছে।
রবিবার (৯ নভেম্বর) জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচনে তথ্যপ্রযুক্তির ব্যবহার সংক্রান্ত কমিটির সভায় এসব প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ও কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সভায় এনআইডি সংশোধন, বিদেশে বসবাসরত নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া, এবং ডাটাবেজ ব্যবস্থাপনার সামগ্রিক নিরাপত্তা ইস্যুতেও আলোচনা হয়। প্রস্তাবগুলো কমিশনের অনুমোদন পেলে দ্রুত কার্যকর করা হবে বলে জানা গেছে।
ঢাকা/এএএম/ইভা