আল্লাহর ভালোবাসা পাওয়ার ১০ উপায়
Published: 5th, November 2025 GMT
দুনিয়ায় মানুষ অধিকাংশ সময় কাটায় অন্যকে ভালোবাসার চেষ্টায় ও মানুষের ভালোবাসা পাওয়ার আশায়। কিন্তু অধিকাংশ সময় এই ভালোবাসা পাওয়া হয় না, পেলেও সেটা হয় অস্থায়ী ভালোবাসা।
যারা কেবল মানুষের সন্তুষ্টি, মানুষের ভালোবাসা ও দুনিয়ার সম্মান পাওয়ার জন্য জীবন ব্যয় করে, তারা একসময় উপলব্ধি করে এই ভালোবাসা ছিল মরীচিকার মতোই।
একজন মানুষের মৃত্যু হলে খুব কম মানুষই তাকে মনে রাখে বা তার জন্য দোয়া করে। স্মরণীয় হয়ে থাকেন সেই মানুষরাই, যারা ইলম, আমল ও তাদের কাজের মাধ্যমে কল্যাণকর ছিলেন। যারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পেরেছিলেন।
তাই আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া প্রয়োজন আল্লাহ তায়ালার ভালোবাসা অর্জন করা। কারণ আল্লাহর ভালোবাসা পেলে অন্যদের ভালোবাসা স্বাভাবিকভাবেই আসবে।
আল্লাহকে ভালোবাসতে এবং তাঁর ভালোবাসা পেতে হলে তাঁর দেওয়া বিধি-নিষেধ মেনে চলা জরুরি। ইমাম ইবনুল কাইয়িম (রহ.
আল্লাহ তায়ালার ভালোবাসা অর্জনের সবচাইতে বড় মাধ্যম হল সব ধরনের ঘৃণিত কাজ, কথা ও চিন্তা-ভাবনা ত্যাগ করা। আত্মশুদ্ধি ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া সম্ভব নয়। আল্লাহ বলেন, “নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তাকে পরিশুদ্ধ করেছে।” (সুরা শামস, আয়াত: ৯)
২️. আল্লাহর জিকির করাআল্লাহ তায়ালার ভালোবাসা পাওয়ার একটি উপায় হচ্ছে মনোযোগী অন্তর নিয়ে অধিক পরিমাণে তাঁর জিকির করতে হবে। জিকির শুধুমাত্র মুখের উচ্চারণ নয়, হৃদয়ের গভীর থেকে আল্লাহকে স্মরণ করা।
প্রতিদিন মনোযোগ দিয়ে অর্থ বুঝে জিকির করলে অন্তর শান্ত হয়। আল্লাহই বলেছেন, “অবশ্যই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে।” (সুরা রা’দ, আয়াত: ২৮)
আরও পড়ুনরাসুলুল্লাহ (সা.)–এর প্রতি ভালোবাসা ইমানের পূর্ণতার শর্ত০৫ সেপ্টেম্বর ২০২৫৩. কোরআন নিয়ে চিন্তাভাবনা করাকোরআনের আয়াতগুলো শুধু পড়ার জন্য নয়, এগুলো নিয়ে আমাদেরকে গভীরভাবে চিন্তা-ভাবনা করতে বলা হয়েছে। কারণ কোরআন তো চিন্তা ভাবনা করার বিষয়, বুঝে আমল করার বিষয়।
প্রতিদিন কয়েকটি আয়াতের অর্থ নিয়ে ভাবা, সেগুলোকে আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। “তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না...?” (সুরা নিসা, আয়াত: ৮২)
৪️. আল্লাহর নেয়ামতে কৃতজ্ঞতা প্রকাশ করাআমরা আল্লাহ থেকে প্রাপ্ত নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে পারি। নেয়ামতদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই আমরা কৃতজ্ঞ হতে পারি। তবে শুধু মুখে প্রকাশ নয়, নেয়ামতের সঠিক ব্যবহার এবং অন্যদের কল্যাণের কাজে সেগুলো লাগানোও কৃতজ্ঞতা।
আল্লাহ বলেন, “...যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব...।” (সুরা ইবরাহিম, আয়াত: ৭)
৫️. নামাজে খুশু–খুজু বজায় রাখানামাজ হল অন্তরও শরীর দুটারই ইবাদত। নামাজে মনোযোগ ধরে রাখা এবং বিনয়সহ আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য ভীষণ জরুরি। এতে আমরা আল্লাহর ভালোবাসা পাব এবং আখিরাতে ও সফল হব, ইনশাআল্লাহ। আল্লাহর কথা “অবশ্যই মুমিনগণ সফল, যারা নিজেদের নামাজে বিনয়াবনত।” (সূরা মু’মিনুন: আয়াত, ১–২)
৬️. নেককারদের সাহচর্য গ্রহণযারা আল্লাহর কাছে প্রিয়, যারা পাপ বা নেতিবাচক কাজ ও পরিবেশ থেকে দূরে থাকে, সেই সব ভালো মানুষদের সঙ্গে সময় কাটানো আল্লাহর ভালোবাসা পাওয়ার আরেকটি উপায়। কারণ হাদিসে এসেছে, “মানুষ তার বন্ধুর দ্বীনের অনুসারী হয়। সুতরাং তোমাদের প্রত্যেকের দেখা উচিত যে, সে কার সাথে বন্ধুত্ব করছে।” (সুনানে আবু দাউদ,হাদিস: ৪৮৩৩)
আরও পড়ুনভালো মুসলিম হওয়ার ১০ উপায়১০ আগস্ট ২০২৫৭. নফল ইবাদতের মাধ্যমে নৈকট্য অর্জন করানফল নামাজ আদায় করা, নফল রোজা রাখা, সদকা করা ইত্যাদি বিভিন্ন ধরনের নফল ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। নিয়মিত নফল ইবাদত বান্দাকে আল্লাহর নিকটবর্তী হতে সাহায্য করে।
হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেছেন, “...আর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে, পরিশেষে আমি তাকে ভালোবাসতে শুরু করি।” (সহিহ বুখারি হাদিস:, ৬৫০২)
৮️. আল্লাহ ভালোবাসলে ভালোবাসা বৃদ্ধি পায়আল্লাহ যদি কোনো মানুষকে ভালোবাসেন, তখন তাঁর অন্তরে ও আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। এটি প্রকাশ পায় তাঁর ইবাদত ও মানবসেবার মধ্য দিয়ে।
কোরআনে বলা হয়েছে, “...যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাঁকে ভালোবাসবে।।” (সুরা মায়িদা, আয়াত: ৫৪)
৯. আল্লাহর নাম ও গুণাবলি স্মরণ করাআল্লাহর নাম ও গুণাবলি মনে রাখা আল্লাহর ভালোবাসা পাওয়ার আরেকটি উপায়। আর সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা এবং সে অনুযায়ী আমল করাও এর অন্তর্ভুক্ত। এতে আল্লাহর মর্যাদা উপলব্ধি করা যায়।
হাদিসে আছে, “আল্লাহর নিরানব্বইটি মানে এক কম একশ’টি নাম রয়েছে। যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। (সহিহ বুখারি, হাদিস: ২৭৩৬)
১০. রাতের শেষ তৃতীয়াংশে ইবাদত করারাতের শেষ ভাগে আল্লাহর সান্নিধ্যে নির্জনে তাহাজ্জুদ আদায় করা, জিকির, ইস্তিগফার ও দোয়া করা আল্লাহর ভালোবাসা পাওয়ার একটি শক্তিশালী উপায়। তাহাজ্জুদ ও গভীর রাতের ইবাদত বান্দাকে আল্লাহর অনেক নিকটে এনে দেয়। আল্লাহ তাঁর নৈকট্যশীলদের প্রশংসা করে বলেছেন, “আর রাতের শেষ প্রহরে এরা ক্ষমা চাওয়ায় রত থাকত।” (সুরা জারিয়াত, আয়াত: ১৮)
শেষ কথাদুনিয়ার সব সম্পর্ক অস্থায়ী। মানুষের ভালোবাসাও ক্ষণস্থায়ী। কিন্তু প্রকৃত শান্তি, স্থায়ী আনন্দ এবং হৃদয়ের পরিপূর্ণতা আসে শুধুমাত্র আল্লাহর সাথে সংযুক্তির মাধ্যমে। আল্লাহর নির্দেশে চললে আমাদের জীবন স্থিতিশীল হয়। এতে সত্যিকারের সুখ ও শান্তি লাভ করা যায়।
সূত্র: মাদারিজুস সালিকিন, ৩/৯, দারুল কুতুব আল–ইলমিয়্যা, বৈরুত।
ইসমত আরা: লেখক, শিক্ষক। [email protected]
আরও পড়ুনমুসলিম জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ৯ উপায়১৫ অক্টোবর ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র জ আল ল হ ত প রক শ র জন য স মরণ ক রআন
এছাড়াও পড়ুন:
‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়ব: তারেক রহমান
বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে জনসমর্থনের দিক থেকে ‘আমজনতার দল’ যদি শীর্ষ ১০ দলের মধ্যে জায়গা না পায়, তবে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির সদস্য সচিব তারেক রহমান।
বুধবার (৫ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “ইসির কর্মকর্তারা আমাদের দলীয় কার্যালয়ে গিয়ে বসার জন্য টুল চেয়েছিলেন। আমরা দিয়েছিলাম, কিন্তু তা তাদের পছন্দ হয়নি। টিনের বেড়ার ঘরও তাদের পছন্দ হয়নি। অথচ আমরা নতুন দল হিসেবে সীমিত সামর্থ্যে কাজ করছি। ইসি যেন আমাদের প্রতিটি বিষয়ে খুঁত ধরছে।”
তিনি অভিযোগ করেন, সরকারের নির্দেশেই তাদের দলের নিবন্ধন আটকে দেওয়া হয়েছে। “ইসি বলছে তারা আমাদের চেনে না, কিন্তু দেশের মানুষ চেনে। আমরা শুধু সত্য কথা বলি বলেই আমাদের নিবন্ধন দেওয়া হয়নি,” দাবি করেন তিনি।
সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে তারেক বলেন, “যাদের নির্বাচন না করার কথা ছিল, তারাই এখন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এমনকি নতুন দল গঠনের চেষ্টাও চলছে, যাতে ক্ষমতায় টিকে থাকা যায়।”
এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বই ছাপানোর নামে কয়েকশ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনেন।
তিনি আরো বলেন, “আমরা হয়তো বেশি ভোট পাব না, হয়তো জিতবও না; তবুও সীমিত সমর্থন নিয়ে কাজ চালিয়ে যাব।”
অন্য কোনো দলে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, “আমরা নিজের দলে থাকব। আমরা ‘ঢেঁকি মার্কা’ প্রতীক চেয়েছিলাম, কিন্তু সেটিও পাইনি।”
ঢাকা/এএএম/ইভা