যশোর শিক্ষাবোর্ডে আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র স্থগিত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘বাংলা প্রথমপত্রের প্রশ্নে অনিয়ম ও চুরি হয়েছে’ এমন শিরোনামে বিজ্ঞপ্তি কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়েছে। তবে এ প্রচারণায় বিভ্রান্ত না হতে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

আজ রোববার বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.

মো. আব্দুল মতিন বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান। এই ঘটনায় বোর্ড কর্তৃপক্ষ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যশোর কোতোয়ালি মডেল থানাতে লিখিত অভিযোগ দিয়েছে।

জানা গেছে, সারাদেশে আগামী ২৬ জুন এইসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ডগুলো। এরমধ্যে শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে যশোর বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তিটিতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নাম উল্লেখ করে ভুয়া সাক্ষর করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্রে অনিয়ম ও চুরি হওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে।শিক্ষার্থীদের স্বার্থ ও পরীক্ষার নিরপেক্ষতা বজায় রাখার লক্ষে ২৬ জুনের অনুষ্ঠেয় বাংলা প্রথমপত্র পরীক্ষাটি স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার তারিখ জানানো হবে। বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভ্রান্তি ছড়ায়। 

পরবর্তীতে দুপুরে বোর্ড কর্তৃপক্ষের নজরে এলে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বোর্ডের ওয়েব সাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিনের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বোর্ডের সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে কে বা কারা পরীক্ষা নিয়ন্ত্রকের সাক্ষর জাল করে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ প্রকাশিত হয়নি। প্রকাশিত সূচি অনুযায়ী এইচএসসি-২০২৫ যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, কে বা কারা ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্ত ছড়াতে এই জালিয়াতি করেছে দুর্বৃত্তরা। আমরা পরীক্ষার্থীদের কোনো বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছি। জালিয়াতি চক্রদের ধরতে আইনগত ব্যবস্থা নিতে থানাতে অভিযোগ করেছি। সুষ্ঠুভাবে পরীক্ষাগ্রহণে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থানায় অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।

উল্লেখ্য, যশোর শিক্ষাবোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এ বছর খুলনা বিভাগের ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ১৬ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ২৪০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ২২ হাজার ৫১১ জন। এ বছর যশোর বোর্ডে কেন্দ্রের ভেন্যু প্রথা বাতিল করা হয়েছে। তবে এ বার নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নিজ কেন্দ্রের ভেন্যুতে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না। ভেন্যু প্রথা বাতিল করায় এবার ৬টি কেন্দ্র বেড়েছে। তবে গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে। কারণ শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতে থাকতে পারে, এজন্য হয়ত তারা অংশ নিচ্ছে না বলে বোর্ড সংশ্লিষ্ট জানিয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: যশ র শ ক ষ ব র ড ব র ড র পর ক ষ আহ ব ন জ ন পর ক ষ র থ অন ষ ঠ ত উল ল খ হওয় র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২১ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ইংলিশ প্রিমিয়ারে আর্সেনাল খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। লা লিগায় আজ মাঠে নামবে বার্সেলোনা ও আতলেতিকো।

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
সকাল ৬টা ও বেলা ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

এশিয়া কাপ ক্রিকেট

ভারত–পাকিস্তান
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

ইংলিশ প্রিমিয়ার লিগ

সান্ডারল্যান্ড-অ্যাস্টন ভিলা
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

বোর্নমাউথ-নিউক্যাসল
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

আর্সেনাল-ম্যানচেস্টার সিটি
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

মায়োর্কা-আতলেতিকো
রাত ৮-১৫ মি., বিগিন অ্যাপ

বার্সেলোনা-হেতাফে
রাত ১টা, বিগিন অ্যাপ

সিরি আ

লাৎসিও-রোমা
বিকেল ৪-৩০ মি., ডিএজেডএন অ্যাপ/ওয়েবসাইট

তুরিনো-আতালান্তা
সন্ধ্যা ৭টা, ডিএজেডএন অ্যাপ/ওয়েবসাইট

ইন্টার মিলান-সাসসুয়োলো
রাত ১২-৪৫ মি., ডিএজেডএন অ্যাপ/ওয়েবসাইট

বুন্দেসলিগা

ফ্রাঙ্কফুর্ট-ইউনিয়ন বার্লিন
সন্ধ্যা ৭-৩০ মি., সনি স্পোর্টস ২

লেভারকুসেন-ম’গ্লাডবাখ
রাত ৯-৩০ মি., সনি স্পোর্টস ২

ডর্টমুন্ড-ভলফসবুর্গ
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ২

টেনিস

লেভার কাপ
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সিপিএল: ফাইনাল

গায়ানা-ত্রিনবাগো
আগামীকাল সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

সম্পর্কিত নিবন্ধ

  • সোভিয়েত–পরবর্তী দুনিয়ায় জেমস বন্ডের অভিযোজন
  • পৃথিবীর কাছাকাছি কক্ষপথে নতুন কোয়াসি চাঁদের সন্ধান
  • কলেজে শিক্ষা কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত
  • সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬–এ সম্মাননা পেল দেশের ৪৯টি শীর্ষ ব্র্যান্ড
  • দুই পদে নিয়োগ ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে, সর্বনিম্ন বেতন ২ লাখ
  • ম্যারিকো বাংলাদেশের ক্রেডিট রেটিং নির্ণয়
  • পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি, এখন কী করবে ভারত-ইসরায়েল
  • ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের কথা কি রাষ্ট্র ভাববে না
  • আজ টিভিতে যা দেখবেন (২১ সেপ্টেম্বর ২০২৫)
  • আবারো বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট