Prothomalo:
2025-10-03@08:43:44 GMT

ভাই পরিচালক, বোন নায়িকা

Published: 28th, June 2025 GMT

দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকার পর আবারও ফিরলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘নিকিতা রায়’। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তাঁর ভাই, কুশ সিনহা। সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার এই ছবিকে ঘিরে এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানালেন সিনেমা, গল্প, দর্শক ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে নিজের ভাবনা।

সোনাক্ষী সিনহা বলেন, ‘এটি এমন একটি ছবি, যেটা একসঙ্গে বসে উপভোগ করার মতো। বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গেও এটি দেখা যেতে পারে। ছবিটা আপনাকে ভয়ও দেবে, আবার রোমাঞ্চিতও করবে—বিনোদনের দিক থেকেও একেবারে পূর্ণ। এটা থিয়েটারে গিয়ে দেখার মতো একটা সিনেমা।’

আরও পড়ুনসোনাক্ষী, আপনি কথা রাখতে পারেননি০২ জুন ২০২৫

পরিচালক কুশ সিনহা, যিনি শত্রুঘ্ন সিনহার ছেলে ও সোনাক্ষীর ভাই—এই ছবি দিয়েই পা রাখলেন পরিচালনার জগতে। তাঁর পরিচালনায় বোন সোনাক্ষী নাম ভূমিকায় অভিনয় করছেন। ছবির অন্যান্য চরিত্রে আছেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল, সুহেল নায়ার।

সোনাক্ষী সিনহা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা

ছবি: দীপু মালাকার

সম্পর্কিত নিবন্ধ