গ্রীণ এন্ড ক্লিন সিটি না’গঞ্জের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ পাঠাগারের সভা ও বৃক্ষরোপণ গ্রীণ এন্ড ক্লিন সিটি নারায়ণগঞ্জ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জ এর আয়োজনে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৮ শে জুন) বিকেলে নগরীর ১২নং ওয়ার্ডের তল্লা রোড এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান বলেছেন, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা ডিজিটাল প্রযুক্তিকে বেশি গুরুত্ব দিয়ে জ্ঞানের মাধ্যম বই থেকে আমরা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সহজভাবে চিন্তা করা গেলে, ধরুন এই ফোন দিয়ে যে রেকর্ড করা হচ্ছে এটা যদি পানিতে পরে যায় তাহলে এটার মেজরিটি রিকোভারি করা সম্ভব না। 

কিন্তু বই যদি দূর্ঘটনাবশত পানিতে পড়েও যায় এ বইয়ের যদি একটি পৃষ্ঠাও খুঁজে পান, সেখান থেকে ওই কালে ওই সময়ে মানুষ কিভাবে চিন্তা করতো, মানুষ কিভাবে জীবন যাপন করতো সেগুলো আপনি জানতে পারবেন। তাই বইয়ের বিকল্প নেই। তিনি উপস্থিত সকলের কাছে অনুরোধ রেখে বলেন, বইকে কখনো ইগনোর করবেন না। বইকে ভালোবাসুন এবং বইকে সঙ্গ দিন।

সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সদস্য এ.

এস.এম আবদুল্লাহ রিপনে'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান রুমি'র সঞ্চালনায় জাঁকজমকপূর্ণ এ দ্বিবার্ষিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন সভাপতি জাহিদ হাসান লাভলু, সভাপতি মঈন আহসান, সহ-সভাপতি কুতুবউদ্দিন শাহীন সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।

২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
  • মহানবমীতে আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ  
  • রূপগঞ্জে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
  • দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৯ কিলোমিটার যানজট
  • নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র‌্যাবের ৩ সদস্য আহত
  • বিএনপির এই ভালোবাসা সনাতন সম্প্রদায় ভুলবে না : শিপন সরকার 
  • না.গঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা
  • রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন