সাগর-রুনিকে ঘিরে নির্মিত ‘অমীমাংসিত’ পেল ছাড়পত্র
Published: 2nd, July 2025 GMT
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে গল্পের মিল থাকায় আটকে থাকা রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘অমীমাংসিত’ অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে।
সিনেমাটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির কথা ছিল। তবে বিতর্ক উঠলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে এটি সেন্সর বোর্ডে জমা দিতে হয়। প্রথমে ‘প্রদর্শনযোগ্য নয়’ বলা হলেও আপিলের পর সিনেমাটি সনদ পায়।
সিনেমাটির গল্প নিয়ে এখনও বিতর্ক থাকলেও নির্মাতা রায়হান রাফী জানান, "মুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, পরে জানানো হবে।”
আরো পড়ুন:
সংবাদমাধ্যমে যোগ্যতার ভিত্তিতে সবার সুযোগ নিশ্চিত করতে হবে: জবি উপাচার্য
হাবিপ্রবিসাসের অফিসে ছাত্রদলের হামলা, বিচার দাবি চবিসাসের
২০১২ সালে রাজধানীতে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সেই হত্যা মামলা এখনও অমীমাংসিত।
ঢাকা/রাহাত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এশিয়া কাপে বাদ পড়তে পারেন বাবর আজম ও রিজওয়ান
পাকিস্তান ক্রিকেট যেন একদম তলানিতে গিয়ে ঠেকেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে সিরিজের শেষ ম্যাচে ২০২ রানের লজ্জাজনক হার। পাশাপাশি ক্যারিবীয়দের কাছে ৩৪ বছর পর সিরিজ হাতছাড়া করা। এই হার শুধু মনোবলই ভাঙেনি, আসন্ন এশিয়া কাপের আগে দল নিয়েও দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা।
এশিয়া কাপ ২০২৫ শুরু হবে ৯ সেপ্টেম্বর। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও ১৫ সদস্যের দল ঘোষণা করেনি। বেশ কয়েকটি জায়গা খালি থাকলেও এখন গুঞ্জন জোরালো ফর্মহীনতার কারণে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে হয়তো দলে রাখা হবে না।
কেন সুযোগ পাচ্ছেন না বাবর ও রিজওয়ান?
২০২৫ সালে এখনও একটিও টি–টোয়েন্টি ম্যাচ খেলেননি বাবর আজম বা রিজওয়ান। বাবরের শেষ টি–টোয়েন্টি ছিল ডিসেম্বর ২০২৪-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই থেকেই তিনি রান খরায় ভুগছেন। পিএসএল ২০২৫-এ ১০ ইনিংসে মাত্র ২৮৮ রান, গড় ৩৬। যা তার মানের ব্যাটসম্যানের জন্য হতাশাজনক। সবশেষ তিন ইনিংসে তো রান এসেছে মাত্র ৫৬, গড় ১৮.৬৭। টি–টোয়েন্টিতে তার শেষ ফিফটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৫ (৪২ বল)।
আরো পড়ুন:
স্বাধীনতা দিবসে শতক হাঁকানো একমাত্র ভারতীয় কোহলি
সিপিএলের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারে শুরু অ্যান্টিগার
রিজওয়ানের অবস্থা তেমন ভালো নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের তিন ইনিংসে করেছেন মাত্র ৬৯ রান (৫৩, ১৬, ০)। তার বাদ পড়া মানে প্রায় নিশ্চিতভাবেই দলের নেতৃত্ব চলে যাবে সালমান আলি আগার হাতে।
এশিয়া কাপের আগে এমন অনিশ্চয়তা পাকিস্তান দলে চাপ বাড়িয়ে দিয়েছে। ভক্তরা এখন অপেক্ষায়, শেষ পর্যন্ত কি ফিরবেন বাবর ও রিজওয়ান। নাকি আসর শুরু হওয়ার আগেই হবে বড় ধাক্কা।
ঢাকা/আমিনুল