জোড়া গোলে মেসির রেকর্ড, বড় জয় মায়ামির
Published: 10th, July 2025 GMT
ফিফা ক্লাব বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর আবারও চেনা ছন্দে ফিরেছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত ফর্মে আছেন এই আর্জেন্টাইন মহাতারকা। বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ড রেভলুশনের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ে জোড়া গোল করে গড়েছেন ইতিহাস।
৩৮ বছর বয়সী মেসি এখন এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি টানা চার ম্যাচে করেছেন একাধিক গোল। অর্থাৎ চার ম্যাচে করেছেন ঠিক আটটি গোল! ১৯৯৬ সালে শুরু হওয়া এমএলএসের ইতিহাসে আগে এমন কিছু কখনও দেখা যায়নি।
মেসির গোল উৎসব শুরু হয়েছিল মে মাসের শেষে, মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-২ গোলের জয়ে। এরপর কলম্বাসের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় পাওয়া ম্যাচেও জোড়া গোল করেছিলেন। এরপর ক্লাব বিশ্বকাপের কারণে কিছুদিন বিরতি। বিশ্বকাপে চার ম্যাচে মাত্র এক গোল করলেও ফিরে এসেই আবারও এমএলএসে জ্বলে উঠেছেন তিনি।
ক্লাব বিশ্বকাপ থেকে ফিরে ফের মন্ট্রিয়ালের বিপক্ষে মাঠে নামেন মেসি। সে ম্যাচে ৪-১ গোলের জয়ে আরও দুটি গোল করে ইতিহাস গড়ার মঞ্চ তৈরি করেন। আর সর্বশেষ নিউ ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গড়লেন অনন্য এক রেকর্ড।
জিলেট স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে বাঁ পায়ের শটে গোল করেন মেসি। ১১ মিনিট পর সার্জিও বুসকেটসের দুর্দান্ত লং পাস থেকে গতিময় দৌড়ে গিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে দ্বিতীয়বারের মতো পরাস্ত করেন প্রতিপক্ষ গোলরক্ষক আলিয়াজ ইভাচিচকে।
এ ম্যাচে মায়ামির জয়ের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন গোলরক্ষক অস্কার উস্তারি। ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। তবে ৭৯ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস গিল তার বাঁধা ভেঙে একটি গোল শোধ করেন। তাদেও অ্যালেনদের কাছ থেকে বল কাড়ার পর দুর্দান্ত শটে ব্যবধান কমান গিল।
এই জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পয়েন্ট তালিকায় ছয় থেকে পাঁচ নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। তাদের পয়েন্ট এখন ৩৫, শীর্ষে থাকা এফসি সিনসিনাতির চেয়ে ৭ পয়েন্ট কম। তবে ক্লাব বিশ্বকাপ অংশগ্রহণের কারণে এখন পর্যন্ত তিনটি ম্যাচ কম খেলেছে মায়ামি।
চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৫ ম্যাচে মেসির গোল ১৪টি। লিগের শীর্ষ গোলদাতা স্যাম সারিজের চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে আছেন তিনি, যদিও সারিজ খেলেছেন ছয় ম্যাচ বেশি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইন ট র ম য ম ক ল ব ব শ বক প গ ল কর
এছাড়াও পড়ুন:
গৌরীকে কি বিয়ে করেছেন আমির খান
দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর আবার প্রেমে পড়েন আমির খান। বছরের শুরুতে ৬০তম জন্মদিনে নতুন বান্ধবী গৌরীকে পরিচয় করিয়ে দেন তিনি। সম্প্রতি গৌরীকে বিয়ের পরিকল্পনা সম্পর্কেও কথা বলেছেন আমির।
সম্প্রতি স্ক্রিনের জন্য সুভাষ কে ঝা-কে দেওয়া একটি সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে তার সম্পর্কের গভীরতা এবং প্রেমিকাকে বিয়ের বিষয়ে আমির বলেন, ‘গৌরী এবং আমি একে অপরের প্রতি সত্যিই সিরিয়াস এবং আমরা খুব প্রতিশ্রুতিবদ্ধ জায়গায় আছি। আমরা পার্টনার। আমরা একসঙ্গে আছি। বিয়ে এমন একটি জিনিস, মানে, আমি মনে মনে ইতিমধ্যেই ওর সঙ্গে বিবাহিত। তবে আমরা এটিকে আনুষ্ঠানিক রূপ দেব কি না, সেটা আমি সিদ্ধান্ত নেব।’
গেলে মার্চ মাসে আমির জানিয়েছেন, তিনি এবং গৌরী ২৫ বছর আগে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সেই সময়ে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এরপর কোনও যোগাযোগ ছিল না। তারা ১৮ মাস আগে তারা ফের ডেটিং শুরু করেন।
গৌরী বেঙ্গালুরু মেয়ে। বয়স ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্যদিকে আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন তাঁরা।
১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের সন্তান জুনায়েদ খান এবং ইরা খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে তারা আলাদা হয়ে যান।
আমির খানকে সম্প্রতি ‘সিতারে জামিন পার’ ছবিতে দেখা গেছে। এখানে তিনি বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া পরবর্তীতে রজনীকান্তের ‘কুলি’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। ছবিটির ১৪ আগস্ট হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।