খাদ্যে বিষক্রিয়ায় ৬ কেজি ওজন কমেছে এমবাপ্পের
Published: 9th, July 2025 GMT
ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরপরই বমি ভাব শুরু হয় কিলিয়ান এমবাপ্পের। এরপর ভুগতে থাকেন জ্বরে। পেটের ব্যথা দেখা দিলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়। ফলে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে পারেননি।
কিছুটা সুস্থ হওয়ায় পরই অবশ্য হাসপাতাল ছাড়েন এমবাপ্পে। এরপর বদলি হিসেবে দুটি ম্যাচও খেলেন। তবে এমবাপ্পের হাসপাতাল ছাড়ার প্রায় তিন সপ্তাহ হতে চললেও তাঁর অসুস্থ হয়ে পড়ার কারণ অজানা ছিল।
আরও পড়ুনক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যে দুজন০৭ জুলাই ২০২৫অবশেষে প্রকৃত কারণ জানিয়েছে ফরাসি ক্রীড়া দৈনিক লে’কিপ। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে পাকস্থলীতে সমস্যা দেখা দিয়েছিল এমবাপ্পের।
অসুস্থতার কারণে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এমব প প র
এছাড়াও পড়ুন:
বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দিলেন তারকা যুগল
বলিউড তারকা যুগল রাজকুমার রাও-পত্রলেখা। প্রায় এক যুগ প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ২০২১ সালের ১৫ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন। এ দম্পতির জীবন আরো আনন্দময় করতে আসছে নতুন অতিথি। অর্থাৎ বাবা-মা হতে যাচ্ছে রাজকুমার-পত্রলেখা।
বুধবার (৯ জুলাই) ইনস্টাগ্রাম একটি কার্ড পোস্ট করে বাবা-মা হতে যাওয়ার যৌথ ঘোষণা দেন রাজকুমার-পত্রলেখা। এ কার্ডে লেখা রয়েছে, “সন্তান আসছে।” ক্যাপশনে লেখেন— “উচ্ছ্বসিত।” এরপর থেকে ভক্ত-অনুরাগী, সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি।
তৃপ্তি দিমরি লেখেন, “অভিনন্দন।” সোহা আলী খান লেখেন, “অভিনন্দন। আনন্দের খবর। আর অপেক্ষা করতে পারছি না।” কীর্তি সুরেশ লেখেন, “অভিনন্দন।” বরুণ ধাওয়ান লেখেন, “অভিনন্দন।” তাছাড়াও অভিনেত্রী ভূমি পেডনেকার, সোনাক্ষী সিনহা, সোনম কাপুর, এশা গুপ্তা, রাকুল প্রীত সিং প্রমুখ।
আরো পড়ুন:
শতকোটি ব্যয়ের সিনেমার আয় ১ হাজার কোটি ছাড়িয়ে
রাজকুমার-শ্রদ্ধার সিনেমার জয়রথ চলছেই
দিবাকর বন্দ্যোপাধ্যায় নির্মিত ‘লাভ সেক্স আউর ধোঁকা’ সিনেমায় প্রথমবার রাজকুমারকে দেখেন পত্রলেখা। সিনেমায় দেখে পত্রলেখা ভেবেছিলেন, নেতিবাচক চরিত্রের এই অভিনেতা বাস্তবেও একই রকম। ২০১৩ সালে ‘সিটি লাইটস’ সিনেমার জন্য রাজকুমার রাওয়ের বিপরীতে পত্রলেখাকে ভাবা হয়। এরপর রাজকুমারের সঙ্গে দেখা করতে যান পত্রলেখা, সঙ্গে নিয়ে যান তার বড় বোনকে।
পত্রলেখা পরে অবাক হয়ে দেখেন মোটেও খারাপ মানুষ নন রাজকুমার। একেবারে অন্য এক মানুষ। উপলদ্ধি করতে পারেন, রাজকুমার ভালো অভিনয়শিল্পী। তারপর কয়েক দিন হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান চলে। এভাবে কখন যে প্রেমটা হয়ে যায়, তা কেউই বলতে পারেন না। সর্বশেষ ২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।
২০২৫ সাল রাজকুমারের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা চলে। একদিকে যেমন ‘মালিক’ সিনেমায় অন্যরকম ভূমিকায় দেখা যাবে তাকে, তেমনই আবার চলতি বছরেই ঘোষণা হয়েছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘মহারাজ’-এর ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।
ঢাকা/শান্ত