ওষুধ চুরিসহ নানা অনিয়মের অভিযোগ, প্রতিবাদে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন
Published: 13th, July 2025 GMT
নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ চুরিসহ নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন হয়।
‘ভুক্তভোগী সাধারণ জনগণ’ ব্যানারে হওয়া এই মানববন্ধনে বক্তব্য দেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব শেখ মনিরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স ম রাকিবুজ্জামান, স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন, রবিউল সর্দার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত কয়েকজন কর্মচারী অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির সঙ্গে জড়িত। তাঁরা কৌশলে হাসপাতাল থেকে দামি ওষুধ চুরি করে নিয়ে যান। আর সাধারণ রোগীরা এসে ঠিকমতো ওষুধ পান না। গতকাল হাসপাতালের আউটসোর্সিংয়ের এক কর্মী ওষুধ চুরি করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের কাছে ধরা পড়েন। এ ছাড়া কর্মকর্তাদের গাফিলতির কারণে দীর্ঘদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধের টেন্ডার হয় না। যার ফলে জনগণ ওষুধসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সম্প্রতি অনিয়মের মাধ্যমে জনপ্রতি দুই লাখ টাকা নিয়ে আউটসোর্সিংয়ে আটজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, ‘আমার স্ত্রীকে অস্ত্রোপচারের জন্য এই হাসপাতালে এনেছিলাম। সেখানে কর্মচারীরা অতিরিক্ত দুই হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। সিজার করতে আসা প্রত্যেক রোগীর সঙ্গে একই কাজ করে।’
মানববন্ধনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, ‘এসব ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করি, আমরা জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন করার আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে এবং আইনগত ব্যবস্থা নেবে। আর আউটসোর্সিংয়ে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, পুনরায় সেসব পদে যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।’
কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শোয়াইব বলেন, তিনি যোগদানের আগে দীর্ঘদিন ধরে তাঁর পদে কোনো কর্মকর্তা ছিলেন না। এ কারণে অফিসের কর্মীদের বেতন, ওষুধের টেন্ডারসহ অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালিত হয়নি ওই সময়। যোগদানের পর খোঁজ নিয়ে জানতে পারেন, ওই টেন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে। পরে নিয়মানুযায়ী অন্য প্রক্রিয়ায় ওষুধ সরবরাহ করা হয়েছে। এখন পর্যাপ্ত ওষুধ আছে। আর আউটসোর্সিংয়ের কর্মী নিয়োগ সিভিল সার্জন অফিস থেকে। এখানে তাঁর কোনো হাত নেই।
ওষুধ চুরির ব্যাপারে মোহাম্মদ শোয়াইব বলেন, ‘বিষয়টি খুবই অনাকাঙ্ক্ষিত। এটি তদন্ত করে দেখা হবে। আর আজ থেকে আমাদের স্টাফদের ওষুধ দেওয়া আপাতত বন্ধ করা হয়েছে। কারও প্রয়োজন হলে যাচাই-বাছাই করে তাঁকে পরিমাণমতো ওষুধ দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের বিষয়ে জেলা সিভিল সার্জন মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ব স থ য কমপ ল ক স র ব এনপ র স আউটস র স র কর ম উপজ ল
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়া শুধু বিএনপি সম্পদ নন, তিনি বাংলাদেশের সম্পদ : মাসুদুজ্জামান
নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোয়ন প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, আজকে আমরা দোয়া চাই দেশনেত্রী গণতন্ত্রের মা এবং খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটাপন্ন তিনি শুধু বিএনপির সম্পদ নন, তিনি গণ মানুষের সম্পদ, বাংলাদেশের সম্পদ।
বাংলাদেশের সকলে তার জন্য দোয়া করছেন। তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। আপনারা ওয়ান ইলেভেনের কথা সব জানেন কি ধরনের চাপ ছিল তারপরও আমাদেরকে ছেড়ে যাননি বাংলাদেশী জনগণের কাছ থেকে। উদ্দেশ্য একটাই আমাদের পাশে জনগণের পাশে থাকতে চেয়েছেন অনেক ত্যাগ আছে।
বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোবার (১ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতি কমিনিটি সেন্টারে মহানগর ছাত্র দলের আয়োজনে এই বিশেষ দোযার আয়োজন করা হয়।
মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের পাশে ফিরে আসতে পারেন সেই অনুরোধ আমার থাকবে এবং পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন।
তিনি উদগ্রীব হয়ে আছেন মায়ের স্নেহ পাওয়ার জন্য, মায়ের সেবা করার জন্য। আল্লাহ পাক যাতে ওনাকে এই সুযোগটা করে দেন। যত দ্রুত সম্ভব আমরা আশা করি আমাদের নেতা আমাদের কাছে আসবেন। আমাদের পাশে আসবেন।
এসময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসূফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর মহিলাদলের সভাপতি দিলারা মাসুদ ময়না, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রানা, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাবেক কাউন্সিলর শওকত হোসেন শকু, তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাত, এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
শেষে দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মো. শিব্বীর আহম্মেদ।