নরসিংদীতে পদযাত্রার আগে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় এনসিপির
Published: 30th, July 2025 GMT
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে পদযাত্রা ও সমাবেশ শুরুর আগে জেলায় গণ–অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার দুপুরে শহরের বাসাইলের ঢাকা–সিলেট মহাসড়কের নরসিংদী ক্লাবে দুই ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। জেলার ২২ জন শহীদের পরিবারের দুজন করে সদস্য এই মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে নাহিদ ইসলাম তাঁদের সার্বিক খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এনসিপির নেতা–কর্মীরা জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নাহিদ ইসলাম ও সারজিস আলম গাজীপুর থেকে নরসিংদী শহরে এসে ডাকবাংলোয় রাত যাপন করেন। আজ সকালে তাঁরা নেতা–কর্মীসহ বেলাব উপজেলার প্রত্নস্থান উয়ারী–বটেশ্বর যান। সেখান থেকে ফিরে বেলা দুইটায় নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এনসিপির নরসিংদীর প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জানান, বিকেল পাঁচটায় নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের জেলখানার মোড় থেকে পদযাত্রা শুরু হয়েছে। ওই পদযাত্রা এসে থামবে শহরের পৌরসভার সামনে। সেখানে সমাবেশের জন্য মঞ্চ নির্মাণ করা হয়েছে। এসব আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার সব রকম প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতা–কর্মীরা। নাহিদ ইসলাম, সারজিস আলম, সামান্তা শারমিন ও তাসনিম জারাসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা এরই মধ্যে নরসিংদীতে এসে পৌঁছেছেন।
এসব কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা নিয়েছে পুলিশ। শহরের মোড়ে মোড়ে ও আয়োজন–সংশ্লিষ্ট স্থানে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি আয়োজন শেষ করতে ৯ শতাধিক পুলিশ সদস্য মাঠে রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন হ দ ইসল ম পর ব র র এনস প র পদয ত র সদস য শহর র
এছাড়াও পড়ুন:
বগুড়ায় বাঙালী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙালী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘নিহতের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৭ বছর। লাশটি অর্ধগলিত ছিল এবং নিহতের শরীরে কোনো পোশাক ছিল না। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
পিয়াইন নদীতে নিখোঁজ বালু শ্রমিকের মরদেহ উদ্ধার
দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার
ঢাকা/এনাম/রাজীব