চট্টগ্রামে রাউজানে সংঘর্ষ, গোলাগুলির পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উত্তেজনা থামেনি। দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকে পদ স্থগিত হওয়া কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর অনুসারীরা অবাঞ্ছিত ঘোষণা করেছেন। আজ বুধবার বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। একই দিন সংবাদ সম্মেলন করে সংঘর্ষের ঘটনায় গিয়াস কাদেরকে দায়ী করেছেন গোলাম আকবরের অনুসারীরা।

গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজানের সত্তারহাট এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। গিয়াস ও আকবরের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। এতে ছররা গুলিতে আহত হন গোলাম আকবর খন্দকার নিজেও। তিনি দাবি করেছেন, তাঁর গাড়িবহরে হামলা করা হয়েছে। গতকাল পর্যন্ত সংঘর্ষের ঘটনায় রাউজান থানায় কোনো পক্ষ মামলা করেনি বলে জানিয়েছে পুলিশ।

গোলাম আকবর খন্দকারকে রাউজানে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছেন গিয়াসের অনুসারীরা। গতকাল উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয় রাউজান সদর মুন্সিরঘাটা থেকে। মিছিলটি চট্টগ্রাম রাঙামাটি সড়ক হয় জলিল নগর বাসস্টেশন চত্বরে সমাবেশ করে। সমাবেশ শেষে পুনরায় মিছিলটি মুন্সিরঘাটা দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন।

আরও পড়ুনরাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ–গুলি, উত্তর জেলা আহ্বায়কসহ আহত ২০২৯ জুলাই ২০২৫চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে গোলাম আকবর খন্দকারের অনুসারীদের সংবাদ সম্মেলন। আজ বিকেলে.