সোনারগাঁয়ে মাদ্রাসার গভর্ণিংবডির নির্বাচন নিয়ে উত্তেজনা, সংঘর্ষে
Published: 30th, July 2025 GMT
সোনারগাঁয়ের বারদী নেছারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্ণিংবডির নির্বাচন ঘিরে এলাকায় অভিভাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা করছেন এলাকাবাসী।
নির্বাচন বানচালের জন্য স্থানীয় এক বিএনপি নেতা ওই প্রতিষ্ঠানের অভিভাবক না হয়েও এলাকার সিএনজি চালক ও অভিভাবক নয় এমন ব্যক্তিদের দিয়ে বুধবার দুপুরে মাদ্রাসার সামনে মানববন্ধন কর্মসূচী করে।
সেখানে উষ্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে দাবি করেন অভিভাবকরা। বিএনপি নেতার দাবি, তাকে না জানিয়ে নির্বাচনের আয়োজন করেছে কর্তৃপক্ষ। গোপনে নির্বাচন করা হচ্ছে বলে অভিযোগ করেন।
জানা যায়, উপজেলার বারদী নেছারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্ণিংবডির অভিভাবক নির্বাচনের গত ২০ জুলাই তফসিল ঘোষনা করা হয়। নির্বাচনে কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নির্বাচনের তফসিলে ২১ ও ২২ জুলাই মনোনয়ন ক্রয় ও জমা, ২৩ জুলাই বাছাই ও ২৪ জুলাই প্রার্থী প্রত্যাহার ও ৩ আগষ্ট নির্বাচন ঘোষনা করা হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেন। নির্বাচনের প্রক্রিয়া প্রাতিষ্ঠানিক নোটিশের মাধ্যমে অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়। গত ২৪ জুলাই প্রার্থী বাছাইয়ে সকল পদের বিপরীতে একজন করে প্রার্থী নির্বাচনে অংশ নেন। সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেন নির্বাচন কমিশনার।
বুধবার (৩০ জুলাই) দুপুরে সোনারগাঁ থানা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান দলীয় প্রভাব খাটিয়ে মানববন্ধনের মাধ্যমে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেন। এ নিয়ে মাদ্রাসার অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দু’ গ্রুপে বিভক্ত হওয়ায় সংঘর্ষের আশংঙ্কা করছেন অভিভাবক ও এলাকাবার্সী।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা জানান, বিএনপি নেতা অভিভাবক না হয়েও মাদ্রাসার গভর্ণিংবডি নির্বাচনে হস্তক্ষেপ করছেন। তিনি মাদ্রাসায় এসে নির্বাচন বানচালের হুমকি দেন। তিনি শিক্ষকদের বিভিন্নভাবে হেনস্তা করছেন।
বারদী নেছারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অভিভাবক জহিরুল ইসলাম মৃধা বলেন, নির্বাচনের তফসিল অনুযায়ী মাদ্রাসার নির্বাচন হচ্ছে। সকল পদে প্রার্থী হয়েছেন। নির্বাচন বানচালের জন্য একটি গ্রুপ চেষ্টা করছেন।
আরেক অভিভাবক আবু বকর রোমান বলেন, মাদ্রাসা পরিচলনা কমিটি গঠনে অভিভাবক ছাড়া কাউকে জানানো প্রয়োজন নেই। সেখানে শুধু মাত্র অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করবেন। কারো দলীয় প্রভাব থাকলেই জানাতে হবে এমন নয়। অভিভাবকদের মধ্যে বিভক্তি সৃষ্টি কাম্য নয়।
আল আমিন নামের অভিভাবক দাবি করেন, মাদ্রাসার কোন প্রকার সমস্যার সৃষ্টি হলে তার জন্য বিএনপি নেতা দায়ী থাকবেন। তারা ক্ষমতায় আসেনি, প্রভাব বিস্তার শুরু করে দিয়েছে। প্রতিকার দরকার। আমরা পড়াশোনার মানোন্নয়ন চাই।
সোনারগাঁ থানা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান বলেন, আমি এ মাদ্রাসার অভিভাবক না। তাকে না জানিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ নির্বাচন প্রক্রিয়া শেষ করেছেন। তবে গোপনে নির্বাচন হচ্ছে বলে দাবি করেন।
বারদী নেছারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, তফসিল অনুযায়ী মাদ্রাসার নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। অভিভাবকদের নোটিশ ও মোবাইল ফোনে জানানো হয়েছে। অভিভাবক ছাড়া কাউকে জানানোর দরকার নাই।
গভর্ণিংবডি নির্বাচনের নির্বাচন কমিশনার আবু সাঈদ তারেক বলেন, গোপনে নির্বাচন হওয়ার কোন সুযোগ নাই। অভিভাবক ও এলাকার গন্যমান্যদের অবগতির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। যারা গোপনে নির্বাচনের কথা বলছেন, তারা মাদ্রাসার কোন অভিভাবক না।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ম দ র স র গভর ণ আল ম ম দ র স র ন প রক র প রক র য় ইসল ম য় ও এল ক স ন রগ করছ ন তফস ল ব এনপ সকল প
এছাড়াও পড়ুন:
ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়
ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুল শিক্ষক ও অফিস সহায়ককে বিদায় জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিন প্রমুখ।
আরো পড়ুন:
সাতক্ষীরায় নিখোঁজের ৩৬ দিনেও স্কুলছাত্রী উদ্ধার হয়নি
স্কুল ভবনে ক্লাস চলাকালে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান
আয়োজকরা জানান, দীর্ঘদিন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সম্প্রতি তারা অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষক আজিবর রহমান বলেন, ‘‘দীর্ঘ ২১ বছর এই বিদ্যালয়ে চাকরি করেছি। চলার পথে কোনো ভুল-ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। চাকরি জীবন শেষে এমন সংবর্ধনা পাব কল্পনাও করিনি। এ জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’ এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, ‘‘চাকরি জীবনে সবাইকেই অবসর নিতে হবে। আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানিয়েছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে তাদের দুজনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।’’
ঢাকা/সোহাগ/রাজীব