সিদ্ধিরগঞ্জে তিতাস কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি
Published: 30th, July 2025 GMT
সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ড বাতানপাড়া এলাকায় এক বাড়ি থেকে নিজেকে তিতাস কর্মকর্তা পরিচয় দিয়ে মিঠু নামের এক ব্যক্তির বিরুদ্ধে এক লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
তিতাসের সংযোগ বিচ্ছিন্নের ভয় দেখিয়ে এই টাকা হাতিয়ে নেয় মিঠু। খোঁজখবর নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ তিতাস গ্যাস অফিসে মিঠু নামে এক ব্যক্তি রয়েছে। তিনি লিকেজের কাজ করেন। জুলাই ৭ তারিখ সোমবার লিকেজের কাজের জন্য বাতানপাড়া এলাকায় যান মিঠু।
মিঠু লিকেজের কাজ শেষে দুপুর ১২.
ভুক্তভোগী বয়স্ক নারী অভিযোগ করে বলেন, আমাদের সকল কাগজপত্র সঠিক থাকার পরেও নিজেকে নারায়ণগঞ্জ তিতাসের অফিসার পরিচয় দিয়ে এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ভয় দেখিয়ে ১ লক্ষ টাকা নিয়েছে। তিতাসের যিনি আমাদের বাড়িতে এসেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। এই মিঠুর চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ মিঠু পুরো নারায়ণগঞ্জের অবৈধ গ্যাস সংযোগকারীদের কাছ থেকে মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে জানা যায়। নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের কর্মকর্তারা বিভিন্ন অভিযানে গেলে মিঠু অবৈধ সংযোগকারীদের মোটা অংকের টাকার বিনিময় তাদের গ্যাস সংযোগ রক্ষা করেন এবং প্রতিমাসে মোটা অংকের টাকা আদায় করেন।
উক্ত বিষয়ে মুঠোফোনে মিঠু জানায়, আমি কারো কাছ থেকে কোন টাকা পয়সা আনিনি।
নারায়ণগঞ্জ তিতাসের ম্যানেজার মোস্তাক মাসুদ ইমরানের মুঠোফোনে বলেন, লিকেজের কাজ করে যে মিঠু সে আমার অধীনে না। তারপরেও বিষয়টি দেখে মিঠুর বিরুদ্ধে ব্যবস্থা নেব।
নারায়ণগঞ্জ তিতাসের ম্যানেজার নুরুল আফসার বলেন, লিকেজের কাজ করে মিঠু। মিঠু কারো বাড়িতে গিয়ে গ্যাসের বই চাওয়ার এখতিয়ার নেই। মিঠু যদি কারো বাড়িতে গিয়ে টাকা নিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ন র য ণগঞ জ ত ত স লক ষ ট ক
এছাড়াও পড়ুন:
রবির ডিপিপির দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়ক অবরোধ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে মৌন মিছিল ও জনসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে মিছিল নিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক প্রদক্ষিণ করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। মিছিলটি শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পরে তারা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় শাহজাদপুর বাজার, বিসিক বাসস্ট্যান্ড, বাঘাবাড়ি বন্দর, দিলরুবা বাসস্ট্যান্ডসহ অন্যান্য জায়গায় জনসংযোগ করেন।
আরো পড়ুন:
ডাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ
শিশু নাঈমের পাশে ইবি ক্রিকেট ক্লাব
জনসংযোগ শেষে সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। এসময় সম্পূর্ণ যান চলাচল বন্ধ ছিল।
এর আগে, বুধবার সন্ধ্যায় শিক্ষার্থীরা ডিপিপি অনুমোদনের দাবিতে মশাল মিছিল করেন।
প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন।