ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির দুই নেতার দল থেকে বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেকাকর্মীরা। 

বুধবার (৩০ জুলাই) বিকালে উপজেলা বিএনপির নেতাকর্মীদের ব্যানারে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলা কার্যালয় থেকে বের হয়। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে নেতাকর্মীরা সমবেত হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, কেন্দ্র কমিটিকে ভুল বুঝিয়ে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক টি এম মাহবুবর রহমানকে বহিষ্কার করা হয়েছে। যেটি দ্রুত প্রত্যাহারের দাবি করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শুধু তাই নয়, এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তিন দিনব্যাপী কর্মসূচি দিয়েছেন তারা। তারা বলেছেন, দ্রুত বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা প্রয়োজনে ঢাকামুখী হবেন।

আরো পড়ুন:

শিক্ষকের মুক্তি চেয়ে শিক্ষার্থীদের আদালত চত্বরে অবস্থান, সড়ক অবরোধ

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পশুপালন অনুষদে বিক্ষোভ

বিক্ষোভ শেষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আইয়ুব আলী, সাবেক সহ-সভাপতি শেখ মীর মোহাম্মদ রাজিউর রহমান আসাদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 

২৯ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে লেখা হয়, গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশন কেন্দ্র করে হানাহানি ও সংঘাত হয়। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক টি এম মাহবুবুর রহমান এ ধরনের হিংসাত্মক ও অশোভন আচরণের সঙ্গে জড়িত থাকায় তাদের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

ঢাকা/হিমেল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ন ত কর ম র ব এনপ র উপজ ল

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ