সেমিফাইনালেও পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত, বাদ যুবরাজ-ধাওয়ানরা
Published: 30th, July 2025 GMT
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লুসিএল) সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত। ম্যাচ প্রত্যাখ্যান করায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে যুবরাজ সিং-শিখর ধাওয়ানদের দলটি। বিপরীতে না খেলেই ফাইনালে উঠেছে মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদিদের পাকিস্তান।
সেমিফাইনালের আগে লিগ পর্বেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল ভারত। তখন দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছিল। সেমিফাইনালের ম্যাচটি হওয়ার কথা ছিল আগামীকাল বার্মিংহামে।
৬ দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস শুরু হয় ১৮ জুলাই। এর দুই দিন পর লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের। তবে পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে ভারতীয় নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে ভারতের শিখর ধাওয়ান, হরভজন সিং ও ইউসুফ পাঠানসহ ৫ ক্রিকেটার না খেলার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত ম্যাচটি আর মাঠে গড়ায়নি।
লিগ পর্বের খেলায় পাকিস্তান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর ভারত ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ হলে দুই দল আবার সেমিফাইনালে মুখোমুখি হয়ে পড়ে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ৩১ জুলাইয়ের সেমিফাইনাল ম্যাচটিও না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
আগেরবার লিগ পর্বের ম্যাচ হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করা হয়েছিল। এবার নকআউট ম্যাচ হওয়ায় লিগ পর্বে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান ফাইনালে উঠেছে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের মধ্যকার জয়ী দলের বিপক্ষে খেলবে পাকিস্তান।
এপ্রিলের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পাল্টাপাল্টি হামলায়ও জড়ায় দুই প্রতিবেশী। ওই সময় ভারতের অভ্যন্তরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কও ছিন্ন করার জোরালো আওয়াজ ওঠে। এমনকি ভারত আইসিসি ও এসিসির টুর্নামেন্টেও গ্রুপ পর্বে পাকিস্তানের মুখোমুখি হবে না বলেও গুঞ্জন শোনা গিয়েছিল।
তবে গত সপ্তাহে এসিসি সেপ্টেম্বরের এশিয়া কাপ টি-টোয়েন্টি নিয়ে যে সূচি ঘোষণা করেছে, তাতে ভারত-পাকিস্তান এক গ্রুপেই আছে। জাতীয় দল পর্যায়ে ভারত-পাকিস্তান একসঙ্গে খেলতে রাজি হওয়ার ঘটনার মধ্যেই সাবেক ক্রিকেটারদের অপেশাদার টুর্নামেন্টে দেখা গেল ভিন্ন চিত্র।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ম ফ ইন ল ল গ পর ব হওয় র
এছাড়াও পড়ুন:
অনুদান পায়নি ৫০ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৪৬২ ব্যক্তি, করণীয় জানাল শিক্ষা মন্ত্রণালয়
২০২৩-২৪ অর্থবছরে আর্থিক অনুদানের জন্য মনোনীত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রী বিভিন্ন তথ্যগত ভুলের কারণে অর্থ পাননি। তাঁদের এ অনুদান পাওয়ার জন্য দ্রুত তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। আগামী ৭ আগস্টের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে। অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৪৬২ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অনুদান পাননি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১০১, শিক্ষক-কর্মচারী ২৫০ জনের চূড়ান্ত তালিকা গত ১৭ জুন ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
আরও পড়ুনএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন২ ঘণ্টা আগেছাত্রছাত্রী ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ২ হাজার ৪৫০, ৯ম থেকে ১০ম শ্রেণির ১ হাজার ৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৪২৮ এবং স্নাতক ও তদূর্ধ্ব পর্যায়ে ১ হাজার ২৭৪ জনসহ ৭ হাজার ১০০ জন শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান এ তালিকায় রয়েছে। ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ থেকে ২০ জুলাই পাঠানো তথ্যানুযায়ী এ বিভাগ কর্তৃক মনোনীত ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বরসহ বিভিন্ন তথ্যগত ভুল থাকার কারণে তাঁদের আবেদনপত্রে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বরে অনুদানের অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি।
এ ছাড়া শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রী ক্যাটাগরিতে ৬ হাজার ৯৯৯ জন উপকারভোগীর মধ্যে ৪৬২ জনের KYC information আপডেট না থাকার কারণে তাঁদের আবেদনের সময় প্রদত্ত মুঠোফোন নম্বরে অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি। তালিকাভুক্ত যেসব উপকারভোগী (শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী ক্যাটাগরিতে) তাঁদের আবেদনপত্রে প্রদত্ত নগদ নম্বরে আর্থিক অনুদানের টাকা প্রাপ্ত হননি, তাঁদের (নগদ) মুঠোফোন নম্বরের KYC information আগামী ৭ আগস্টের মধ্যে আবশ্যিকভাবে হালনাগাদ (আপডেট) করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫তালিকাভুক্ত যেসব উপকারভোগী তাঁদের আবেদনপত্রে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বরে আর্থিক অনুদানের টাকা প্রাপ্ত হননি, উক্ত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবের শিরোনাম, ব্যাংক ও শাখার নাম, রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংক হিসাবে লেনদেনের সঠিক তথ্য প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরে এবং ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির সভাপতির প্রতি স্বাক্ষরে ৭ আগস্টের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে। ই–মেইল যোগে ([email protected]) এ বিভাগে তথ্য পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
আরও পড়ুনআমেরিকার ফুলব্রাইট বৃত্তি: আবেদনের সময় বৃদ্ধি, প্রয়োজন টোয়েফলে ৮০ কিংবা আইইএলটিএসে ৭৮ ঘণ্টা আগে