সারা গায়ে আগুন নিয়ে মোটরসাইকেলে চড়ে গেলেন ১৪৫০ ফুট দূরত্ব
Published: 10th, July 2025 GMT
ফ্রান্সের একজন অগ্নিনির্বাপণকর্মী নিজের শরীরে আগুন লাগিয়ে মোটরসাইকেল চালিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। ৪১ বছর বয়সী এই ব্যক্তি সারা শরীরে আগুন জ্বলা অবস্থায় ১ হাজার ৪৫০ ফুট পথ মোটরসাইকেল চালিয়ে অতিক্রম করেছেন। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের কোট দ’অর এলাকায়।
জোনাথন ভেরো পেশায় অগ্নিনির্বাপণকর্মী হলেও শখের বশে স্ট্যান্টম্যানের কাজ করেন। আর এ কাজ করতে গিয়ে প্রায়ই বিপদের মুখোমুখি দাঁড়ান তিনি। কিন্তু কোনো বিপদ বা দুর্ঘটনা তাঁকে দমিয়ে রাখতে পারেনি।
ছোটবেলা থেকেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠানোর অদম্য স্বপ্ন ছিল জোনাথনের। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতেই তিনি এমন বিপজ্জনক একটি কাজ করেছেন। এর আগেও জোনাথন দুবার বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
বিশ্ব রেকর্ড গড়তে জোনাথন ভেরো ইয়ামাহা ড্র্যাগস্টার ১১০০ নামের একটি মোটরসাইকেল ব্যবহার করেন। এটিকে আগুন প্রতিরোধী করে বিশেষভাবে প্রস্তুত করেন তিনি। এরপর বিভিন্ন পরিস্থিতিতে ও আবহাওয়ায় সারা গায়ে আগুন নিয়ে মোটরসাইকেলটি চালানোর অনুশীলন করেন।
জোনাথন বলেন, রেকর্ড গড়ার দিন আবহাওয়া ছিল অনুকূলে। মোটরসাইকেল চালানোর রাস্তাটাও ঠিকঠাক ছিল। এ কারণে সারা শরীরে আগুন নিয়ে সফলভাবে নির্ধারিত দূরত্ব পার হতে পেরেছেন তিনি।
এর আগে গায়ে আগুন জ্বালিয়ে দুবার নির্ধারিত দূরত্ব পাড়ি দিয়ে রেকর্ড গড়েন জোনাথন। এর মধ্যে একবার অক্সিজেন ছাড়া সবচেয়ে দ্রুত ১০০ মিটার দৌড়ান এবং আরেকবার একই অবস্থায় দৌড়ে সবচেয়ে দীর্ঘ দূরত্ব পাড়ি দেন।
জোনাথন ভেরো বলেন, আগের দুটি রেকর্ড গড়তে গিয়ে তিনি শারীরিকভাবে আহত হয়েছিলেন। শরীরের অনেক জায়গায় পুড়ে গিয়েছিল। পুরোপুরি সুস্থ হতে এক সপ্তাহের বেশি সময় লেগেছিল। তবু তিনি গর্বিত। কারণ, ছোটবেলায় যে রেকর্ড বই তিনি পড়তেন, সেখানে নিজের নাম উঠেছে।
তবে প্রশিক্ষণ ছাড়া এ ধরনের কাজ অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন জোনাথন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সারা গায়ে আগুন নিয়ে মোটরসাইকেলে চড়ে গেলেন ১৪৫০ ফুট দূরত্ব
ফ্রান্সের একজন অগ্নিনির্বাপণকর্মী নিজের শরীরে আগুন লাগিয়ে মোটরসাইকেল চালিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। ৪১ বছর বয়সী এই ব্যক্তি সারা শরীরে আগুন জ্বলা অবস্থায় ১ হাজার ৪৫০ ফুট পথ মোটরসাইকেল চালিয়ে অতিক্রম করেছেন। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের কোট দ’অর এলাকায়।
জোনাথন ভেরো পেশায় অগ্নিনির্বাপণকর্মী হলেও শখের বশে স্ট্যান্টম্যানের কাজ করেন। আর এ কাজ করতে গিয়ে প্রায়ই বিপদের মুখোমুখি দাঁড়ান তিনি। কিন্তু কোনো বিপদ বা দুর্ঘটনা তাঁকে দমিয়ে রাখতে পারেনি।
ছোটবেলা থেকেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠানোর অদম্য স্বপ্ন ছিল জোনাথনের। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতেই তিনি এমন বিপজ্জনক একটি কাজ করেছেন। এর আগেও জোনাথন দুবার বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
বিশ্ব রেকর্ড গড়তে জোনাথন ভেরো ইয়ামাহা ড্র্যাগস্টার ১১০০ নামের একটি মোটরসাইকেল ব্যবহার করেন। এটিকে আগুন প্রতিরোধী করে বিশেষভাবে প্রস্তুত করেন তিনি। এরপর বিভিন্ন পরিস্থিতিতে ও আবহাওয়ায় সারা গায়ে আগুন নিয়ে মোটরসাইকেলটি চালানোর অনুশীলন করেন।
জোনাথন বলেন, রেকর্ড গড়ার দিন আবহাওয়া ছিল অনুকূলে। মোটরসাইকেল চালানোর রাস্তাটাও ঠিকঠাক ছিল। এ কারণে সারা শরীরে আগুন নিয়ে সফলভাবে নির্ধারিত দূরত্ব পার হতে পেরেছেন তিনি।
এর আগে গায়ে আগুন জ্বালিয়ে দুবার নির্ধারিত দূরত্ব পাড়ি দিয়ে রেকর্ড গড়েন জোনাথন। এর মধ্যে একবার অক্সিজেন ছাড়া সবচেয়ে দ্রুত ১০০ মিটার দৌড়ান এবং আরেকবার একই অবস্থায় দৌড়ে সবচেয়ে দীর্ঘ দূরত্ব পাড়ি দেন।
জোনাথন ভেরো বলেন, আগের দুটি রেকর্ড গড়তে গিয়ে তিনি শারীরিকভাবে আহত হয়েছিলেন। শরীরের অনেক জায়গায় পুড়ে গিয়েছিল। পুরোপুরি সুস্থ হতে এক সপ্তাহের বেশি সময় লেগেছিল। তবু তিনি গর্বিত। কারণ, ছোটবেলায় যে রেকর্ড বই তিনি পড়তেন, সেখানে নিজের নাম উঠেছে।
তবে প্রশিক্ষণ ছাড়া এ ধরনের কাজ অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন জোনাথন।