‘অল্প সময়ের জন্য এই শহর থেকে পালিয়ে যান’
Published: 10th, July 2025 GMT
ঈদের ব্যস্ততা কাটিয়ে এবার নিজের জন্য একটু নিঃশ্বাস নেওয়ার পালা! আর তাই তো একেবারে বিদেশ বিভুঁইয়ে অ্যাডভেঞ্চারে মেতে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। খোলা আকাশ, সমুদ্রের গর্জন, আর পাহাড়-প্রকৃতির মাঝে মিশে গিয়ে ফারিণ যেন নিজেকে আবিষ্কার করছেন এক নতুন রূপে।
গত ৩ জুলাই বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু প্রাণবন্ত ছবি শেয়ার করেন তিনি। খোলা মাঠে তোলা সেই ছবিগুলোতে দেখা যায়, এক চিলতে হাসি, হালকা খোলা চুল আর চোখে-মুখে প্রশান্তির ছাপ—প্রকৃতির কোলে যেন এক নতুন ফারিণ! ক্যাপশনে লেখেন, “অল্প সময়ের জন্য এই শহর থেকে পালিয়ে যান।”
ভক্তদের ভালোবাসা তখন থেকে যেন অফুরান! কেউ লিখছেন, “নদীর মতো হাসি, মেঘের মতো চুল”। আবার কেউ বলছেন, “পশ্চিমা ঢেউ যেন পূর্ব উপকূলে এসে পড়েছে!”
এদিকে আজ ১০ জুলাই আবারও নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুকে নতুন কিছু ছবি পোস্ট করেন ফারিণ। সাদা শার্ট আর সাদা টুপি পরে এক জাহাজে ঘুরতে দেখা যায় তাকে। লোকেশন দেয়া আছে-বুধভা, মন্টেনেগ্রো! ক্যাপশনে লিখেন, “অ্যাড্রেনালিন দিয়ে অ্যাড্রিয়াটিক জাহাজে করে যাচ্ছি!”
২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করা তাসনিয়া ফারিণ আজ নাটক থেকে বিজ্ঞাপন, এবং নাটক থেকে ভ্রমণ—সব জায়গাতেই নিজেকে সাবলীলভাবে মেলে ধরেছেন। নিজের হাসিতে যেভাবে দর্শক মুগ্ধ হন, ঠিক তেমনভাবেই তার ভ্রমণচিত্রও এখন অনুরাগীদের মন ভালো করার এক রঙিন গল্প।
ঢাকা/রাহাত//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, ‘‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যে অসুস্থ, এর জন্য দায়ী শেখ হাসিনা। আমরা সবার কাছে দোয়া চাই, নেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। কারণ খালেদা জিয়া সুস্থ থাকলে আগামী ফেব্রুয়ারির নির্বাচন সঠিক ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।’’
সোমবার (১ ডিসেম্বর) মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোমিন আলী, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল প্রমুখ।
ঢাকা/রতন/রাজীব