ঈদের ব্যস্ততা কাটিয়ে এবার নিজের জন্য একটু নিঃশ্বাস নেওয়ার পালা! আর তাই তো একেবারে বিদেশ বিভুঁইয়ে অ্যাডভেঞ্চারে মেতে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। খোলা আকাশ, সমুদ্রের গর্জন, আর পাহাড়-প্রকৃতির মাঝে মিশে গিয়ে ফারিণ যেন নিজেকে আবিষ্কার করছেন এক নতুন রূপে।

গত ৩ জুলাই বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু প্রাণবন্ত ছবি শেয়ার করেন তিনি। খোলা মাঠে তোলা সেই ছবিগুলোতে দেখা যায়, এক চিলতে হাসি, হালকা খোলা চুল আর চোখে-মুখে প্রশান্তির ছাপ—প্রকৃতির কোলে যেন এক নতুন ফারিণ! ক্যাপশনে লেখেন, “অল্প সময়ের জন্য এই শহর থেকে পালিয়ে যান।”

ভক্তদের ভালোবাসা তখন থেকে যেন অফুরান! কেউ লিখছেন, “নদীর মতো হাসি, মেঘের মতো চুল”। আবার কেউ বলছেন, “পশ্চিমা ঢেউ যেন পূর্ব উপকূলে এসে পড়েছে!” 

এদিকে আজ ১০ জুলাই আবারও নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুকে নতুন কিছু ছবি পোস্ট করেন ফারিণ। সাদা শার্ট আর সাদা টুপি পরে এক জাহাজে ঘুরতে দেখা যায় তাকে। লোকেশন দেয়া আছে-বুধভা, মন্টেনেগ্রো! ক্যাপশনে লিখেন, “অ্যাড্রেনালিন দিয়ে অ্যাড্রিয়াটিক জাহাজে করে যাচ্ছি!”

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করা তাসনিয়া ফারিণ আজ নাটক থেকে বিজ্ঞাপন, এবং নাটক থেকে ভ্রমণ—সব জায়গাতেই নিজেকে সাবলীলভাবে মেলে ধরেছেন। নিজের হাসিতে যেভাবে দর্শক মুগ্ধ হন, ঠিক তেমনভাবেই তার ভ্রমণচিত্রও এখন অনুরাগীদের মন ভালো করার এক রঙিন গল্প।

ঢাকা/রাহাত//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ১ হাজার ৩০০-এর বেশি কর্মী ছাঁটাই

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১ হাজার ৩০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার এসব কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠনের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সিএনএনের হাতে আসা একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে। তাতে বলা হয়েছে, এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন মন্ত্রণালয়ের সিভিল সার্ভিসের ১ হাজার ১০৭ কর্মকর্তা এবং ফরেন সার্ভিসের ২৪৬ কর্মকর্তা। এ ছাড়া এই পরিবর্তনের ফলে মন্ত্রণালয়ের শত শত কার্যালয় ও ব্যুরো বিলুপ্ত বা পুনর্গঠন করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৩ হাজার সদস্যকে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করতে হবে। এর মধ্যে মন্ত্রণালয়ের চাকরিচ্যুত করা কর্মীদের পাশাপাশি যাঁরা স্বেচ্ছায় চাকরি ছাড়ছেন, তাঁরাও রয়েছেন।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের ২২ এপ্রিলে প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্র দপ্তরের পুনর্গঠনের ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে দপ্তরটি অভ্যন্তরীণ কার্যক্রম সুশৃঙ্খল করছে, যাতে কূটনৈতিক অগ্রাধিকারে বেশি গুরুত্ব দেওয়া যায়।’

যেসব ফরেন সার্ভিস কর্মকর্তাকে শুক্রবার জনবল হ্রাসের নোটিশ দেওয়া হবে, তাঁদের ১২০ দিনের জন্য প্রশাসনিক ছুটিতে রাখা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এরপর তাঁদের চাকরি মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হবে। আর চাকরিচ্যুত হওয়া অধিকাংশ সিভিল সার্ভিস কর্মকর্তাকে প্রথমে ৬০ দিনের ছুটিতে রাখা হবে। এরপর তাঁদের ছাঁটাই কার্যকর হবে।

সম্পর্কিত নিবন্ধ