প্রাণ গ্রুপ নেবে এটিএসএম পদে ২০০ জন, আবেদন এমবিএ বা এমএসসিতে
Published: 4th, August 2025 GMT
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপ তাদের বিক্রয় বিভাগে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার বা এটিএসএম পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী পুরুষ প্রার্থীদের আবেদন আহ্বান করছে প্রাণ গ্রুপ।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা—যেকোনো বিষয়ে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) বা মাস্টার অব সায়েন্স (এমএসসি) ডিগ্রি থাকতে হবে। যাঁরা মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন এটিএসএম পদে।
আরও পড়ুনপূবালী ব্যাংক নেবে জুনিয়র অফিসার২০ ঘণ্টা আগেঅন্যান্য যোগ্যতা—আবেদনে বয়স: ২৫ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীর।
চমৎকার যোগাযোগ এবং আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে লক্ষ্য অর্জনে
মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) ব্যবহারে দক্ষ হতে হবে
ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে
বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে
মোটরসাইকেল চালানোয় সক্ষম ও ইচ্ছুক হতে হবে
ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে
আরও পড়ুনএ সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, মোট পদ ১৬৯৫০১ আগস্ট ২০২৫বেতন ও সুযোগ-সুবিধা—বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মাসিক সেলস কমিশন, সেলস ইনসেনটিভ, আকর্ষণীয় টিএ/ডিএ প্যাকেজ, মোবাইল বিল, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইন-হাউস ইন্স্যুরেন্স পলিসি পাবেন।
বেতন পর্যালোচনা: বার্ষিক।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে। আর ৬ মাস পর পদটি টেরিটরি সেলস ম্যানেজারে (টিএসএম) উন্নীত হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ২ সেপ্টেম্বর, ২০২৫।
* আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে এখান ক্লিক করুন
আরও পড়ুনবিদ্যুৎ কোম্পানিতে চাকরি, সংশোধিত বিজ্ঞপ্তিতে নেবে ১১৮ জন২৫ জুলাই ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট এসএম
এছাড়াও পড়ুন:
অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে সরকারি চাকরি বিধি লঙ্ঘন, তথ্য গোপন, অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ ও বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের গুরুতর অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর গত ১৫ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের নাগরিক শাহেদ আলম নামে এক ব্যক্তি।
অভিযোগে বলা হয়েছে, গোলাম কিবরিয়া সরকারি কর্মকর্তা হয়েও তথ্য গোপন করে বেসরকারি পাসপোর্ট (নং A০১২৬৬৬১২) সংগ্রহ করেছেন, যা সরকারি চাকরি বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। ওই পাসপোর্ট ব্যবহার করে তিনি একাধিকবার কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণ করেছেন।
অভিযোগকারী দাবি করেন, তিনি ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন সময়ে কানাডা সফর করেছেন, যার কোনো অনুমোদন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নেননি।
অভিযোগে উল্লেখ করা হয়, সর্বশেষ ২০২৫ সালের ১৯ জুন কানাডা সফরের সময় তিনি প্রায় ৫০ হাজার মার্কিন ডলার সঙ্গে নিয়ে গিয়েছিলেন।
অভিযোগপত্রে আরো বলা হয়, গোলাম কিবরিয়া নিয়মিত বিদেশ ভ্রমণের নামে বিপুল পরিমাণ অর্থ পাচার করে কানাডায় সেকেন্ড হোম এবং ব্যবসায়িক বিনিয়োগ করেছেন। তার নামে সাড়ে ৭ হাজার কোটি টাকা পাচারের দুর্নীতির মামলাও চলমান রয়েছে। এমন অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনো পদে বহাল থেকে প্রভাব খাটাচ্ছেন এবং যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
অভিযোগকারী বলেন, “তিনি একজন সরকারি কর্মকর্তা হয়েও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিয়মিত বিদেশে যাচ্ছেন, যা সরকারি চাকরি বিধিমালার সরাসরি লঙ্ঘন এবং গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।”
সূত্র জানায়, গোলাম কিবরিয়া গাজীপুর সিটি কর্পোরেশনের একজন বিতর্কিত কর্মকর্তা। তার নানা অনিয়ম ও দুর্নীতি এখন ওপেন সিক্রেট। তিনি দেশের সম্পদ বিদেশে পাচার করে কানাডায় স্থায়ী হওয়ার চেষ্টা করছেন। গাজীপুরবাসীর স্বার্থে এমন বেপরোয়া ও দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান বলেন, “লিখিত অভিযোগটি প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। প্রশাসক মহোদয় বিষয়টি নিয়ে অবগত আছেন। তথ্য গোপন করে বিদেশ যাত্রা শাস্তিযোগ্য অপরাধ, প্রমাণ মিললে বিভাগীয় তদন্তে পাঠানো হবে।”
এ বিষয়ে জানতে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত আছি। অভিযোগ পাওয়ার পর তাকে শোকজ করা হয়েছিল এবং তিনি জবাবও দিয়েছেন। শোকজের প্রতিবেদনটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।”
এ বিষয়ে গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা/রেজাউল/এস