পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি পরিদর্শনে মার্কিন স্পিকার, ফিলিস্তিনের নিন্দা
Published: 5th, August 2025 GMT
অধিকৃত পশ্চিম তীরে ইহুদিদের একটি অবৈধ বসতি পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের গতকাল সোমবারের এ সফর আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
মাইক জনসন যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ পদমর্যাদায় থাকা ব্যক্তি। সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পরই তাঁর অবস্থান। পশ্চিম তীরে ইহুদি বসতি পরিদর্শন করা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা তিনি।
পশ্চিম তীরে গত জুলাইয়ে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতায় যুক্তরাষ্ট্রের দুজন নাগরিকও নিহত হন। এ নিয়ে আলোচনা-সমালোচনার চলা অবস্থায় পশ্চিম তীরে গেলেন জনসন।
ফিলিস্তিনের গাজায় নৃশংস আক্রমণ ও অবরোধ চলা অবস্থায় ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিম তীরেও একের পর এক প্রাণঘাতী তল্লাশি অভিযান, ঘরবাড়ি ভাঙচুর এবং বাস্তুচ্যুতির লক্ষ্যে অভিযান জোরালো করেছে।
এ পরিস্থিতিতে জনসনের পশ্চিম তীর সফরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, এ সফর ‘সহিংসতার চক্রের অবসান’ করার জন্য আরব দেশগুলো ও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার পরিপন্থী। সেই সঙ্গে এটা বসতি স্থাপনকারীদের আগ্রাসনের বিরুদ্ধে ওয়াশিংটনের সাধারণ মানুষের অবস্থানের বিরোধী।
মন্ত্রণালয় জানায়, তারা এটা নিশ্চিত করছে যে বসতি স্থাপনের সব কার্যকলাপ অবৈধ ও বেআইনি। এটা দ্বিরাষ্ট্রীয় সমাধানের (ইসরায়েল-ফিলিস্তিন সংকটের) বাস্তবায়ন ও শান্তি অর্জনের সুযোগ ক্ষুণ্ন করে।
আরও পড়ুনগাজায় হামলা বন্ধে নেতানিয়াহুকে চাপ দিতে ট্রাম্পকে ইসরায়েলের সাবেক কর্মকর্তাদের চিঠি১২ ঘণ্টা আগেইসরায়েলের সংবাদমাধ্যমের প্রতিবেদনের তথ্য, গতকাল রামাল্লার উত্তরে অ্যারিয়েল এলাকায় ইহুদি বসতি পরিদর্শন করেছেন জনসন।
পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের উপস্থিতি বেআইনি এবং ‘যত দ্রুত সম্ভব’ তা বন্ধ করতে হবে।
জনসনের পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক গতকাল সাংবাদিকদের বলেন, ‘বসতি স্থাপনের বিষয়ে আমাদের অবস্থান আপনারা জানেন-আন্তর্জাতিক আইনে এটা অবৈধ।’
১৯৬৭ সালে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরায়েল। আর ১৯৮০ সাল থেকে পবিত্র শহরটি পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুনফিলিস্তিনিদের হাতের মুঠোয় আনতেই কি স্বীকৃতির কথা সামনে আনা হচ্ছে১৮ ঘণ্টা আগেআরও পড়ুনজিম্মিদের কাছে ত্রাণ সরবরাহ করতে প্রস্তুত হামাস, আছে যেসব শর্ত১৩ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র র ইসর য় ল র র অবস থ ন
এছাড়াও পড়ুন:
জোড়া গোলের পর লাল কার্ড, বায়ার্নের কাছে পিএসজির হার
পিএসজি ১-২ বায়ার্ন মিউনিখ
মৌসুমের শুরু থেকে প্রথম ১৪ ম্যাচ জিতে ইউরোপিয়ান রেকর্ড গড়েছিল আগেই। পার্ক দে প্রিন্সেসে স্বাগতিক পিএসজিকে ২-১ গোলে হারিয়ে রেকর্ডটি ১৬ ম্যাচে উন্নীত করল বায়ার্ন মিউনিখ। সেটাও দ্বিতীয়ার্ধের পুরো সময়ে ১০ জন নিয়ে! গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি এই সুযোগ তো কাজে লাগাতে পারেই-নি, উল্টো দেখতে হয়েছে চ্যাম্পিনস লিগে এবারের মৌসুমে প্রথম হার।
বায়ার্নের কলম্বিয়ান লেফট উইঙ্গার লুইজ দিয়াজ পিএসজির এই হারের কারণ। ৪ ও ৩২ মিনিটে দুটি গোল করেন। পিএসজির আশার কারণও আবার এই দিয়াজই। প্রথমার্ধে যোগ করা সময়ের ৭ মিনিটে লাল কার্ড দেখেন এই কলম্বিয়ান তারকা। তাতে দ্বিতীয়ার্ধের পুরো সময় একজন খেলোয়াড় বেশি নিয়ে খেলার ‘সুবিধা’ পেয়েছে লুইস এনরিকের দল।
কিন্তু ৭৪ মিনিটে হোয়াও নেভেসের লক্ষ্যভেদ ছাড়া আর কোনো গোল পায়নি পিএসজি। পর্তুগিজ এই মিডফিল্ডার বাইসাইকেল কিকে গোলটি করেন। তার আগে ম্যাচের ৪ মিনিটে ফিরতি বলে নেওয়া শটে বায়ার্নকে প্রথম গোলটি এনে দেন দিয়াজ। তাঁর পরের গোলে পিএসজি সেন্টারব্যাক মারকিনিওসেরও দুর্বলতা ছিল। ব্রাজিল ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে গোল করেন দিয়াজ। এরপর লাল কার্ড দেখেন পিএসজি তারকা আশরাফ হাকিমিকে মারাত্মক ফাউল করে। হাঁটুতে চোট নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মরক্কো তারকা হাকিমি। প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআর দেখে দিয়াজকে লাল কার্ড দেন রেফারি মউরিসিও মারিয়ানি।
অফসাইডের কারণে প্রথমার্ধে পিএসজির ব্যালন ডি’অরজয়ী তারকা ওসমান দেম্বেলের গোলটি বাতিল হয়। চোটের কারণে ২৫ মিনিটেই মাঠ ছাড়েন ফরাসি তারকা।৪ ম্যাচের সবগুলো জিতে মোট ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্বে শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে পিএসজি।
আরও পড়ুনলিভারপুলের আর্জেন্টাইন হেডে ‘ভাঙল’ রিয়ালের কোর্তোয়া-দেয়াল২ ঘণ্টা আগে১২২ বছর আগের স্মৃতি ফেরাল আর্সেনাল:স্লাভিয়া প্রাহার মাঠে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। প্রথমার্ধের ৩২ মিনিটে বুকায়ো সাকা পেনাল্টি থেকে গোল করেন। বিরতির পর দুটি গোল করেন উইঙ্গার মিকেল মেরিনো। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা ১০ ম্যাচ জিতল আর্সেনাল। টানা আট ম্যাচে ক্লিন শিটও ধরে রাখল তারা। সর্বশেষ এমন কিছু দেখা গেছে ১৯০৩ সালে। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
রাতের অন্যান্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে ইউনিয়নকে। জুভেন্টাস ও স্পোর্টিং লিসবনের মধ্যে ম্যাচ গোলশূন্য ড্র হয়। কোপেনহেগেনকে ৪-০ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার। পিএসভি-অলিম্পিয়াকোস ম্যাচ ১-১ গোল ড্র হয়।