“তিনটি সন্তান নষ্ট হওয়ার পর চিকিৎসকের পরামর্শে অনেক সাধনা করে আমরা মারুফকে পেয়েছিলাম। তাকে সুশিক্ষিত করতে গ্রাম ছেড়ে টাঙ্গাইল শহরে এসেছিলাম। সে পড়াশোনাতেও অনেক ভাল ছিল। গত বছরের ৫ আগস্ট হাসিনা পালানোর পর বিজয় মিছিল থেকে সবার সন্তান বাড়ি ফিরলেও আমার মারুফ ফিরেনি। সবার বুক ভরে গেলেও আমার বুকে যন্ত্রণা। আমার মারুফ দেশের জন্য জীবন দিলেও আমরা কিছুই পাইনি। মারুফের বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছি।” 

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তির দিন ৫ আগস্ট (মঙ্গলবার) রাইজিংবিডি ডটকমের এ প্রতিবেদককে এসব কথা বলেছেন শহীদ মারুফের মা মোছা.

মারুফা বেগম।

মারুফ হত্যা মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। বিকেলে ছাত্র-জনতা বিজয় মিছিল বের করে। টাঙ্গাইল শহরে বিজয় মিছিলে অংশ নেয় শাহীন স্কুলের দশম শ্রেণির ছাত্র মারুফ মিয়া। সন্ধ্যার দিকে বিজয় মিছিলটি শহরের মেইন রোডে পৌঁছালে তাদের ওপর রাইফেল, পিস্তল, শটগান ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। একপর্যায়ে মারুফ সিটি ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় আশ্রয় নেয়। সেখানে কেউ শটগান দিয়ে মারুফকে গুলি করে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।

মারুফের মা মোছা. মারুফা বেগম বাদী হয়ে ১৮ আগস্ট টাঙ্গাইল সদর থানায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম ও আট সাবেক সংসদ সদস্যসহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংঠনের শীর্ষ নেতাসহ অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলা সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন কারাগারে আছেন।

মারুফা বেগম বলেছেন, “সকলেই এসএসসি পরীক্ষা দিল। আমার ছেলে বেঁচে থাকলে এবার এ পরীক্ষায় অংশ নিত। আমি যখন পরীক্ষার কেন্দ্রের সামনে গেছি, তখন আমার বুকটা ফেটে গেছে। আমার বুকটা সব সময় হাহাকার করে। মারুফের সমবয়সীরা যখন আমার পাশে আসে, তখনো খুব খারাপ লাগে।”

তিনি বলেন, “মারুফের বাবাও তাকে মাটি দিতে পারেননি। তিনিও ফোন করে অনেক কান্না করেন। বিদেশে তারও অবস্থা ভাল না। আমাদের সংসার কীভাবে চলবে, সে চিন্তা হয় সব সময়। যারাই ক্ষমতায় থাকুক, একটু সহযোগিতা করলে আমাদের অনেক উপকার হবে।”

তিনি বলেন, “ছেলে হত্যার মামলা করেছি প্রায় এক বছর আগে। মামলায় তেমন অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমার ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। যারা এ হত্যার সাথে জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

মারুফা বেগম আরো বলেন, “আমার তো সব শেষ। ছেলে হত্যার বিচার পেলে তাও নিজেকে একটু সান্ত্বনা দিতে পারব। আমার ছেলে তো কোন রাজনৈতিক দলের না। তারপরও বিচার পেতে কেন এত বিলম্ব হচ্ছে? কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও বাকিরা ধরা-ছোঁয়ার বাইরে।”

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময়ন্বয়ক ও জেলা শাখার আহ্বায়ক আল আমিন বলেন, “মারুফ হত্যা মামলার বিচারের বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, তদন্ত কর্মকর্তার সাথে একাধিকবার কথা হয়েছে। প্রকৃত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মারুফ হত্যা মামলা শেষ করার দাবি জানাই।”
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ বলেছেন, “এখন পর্যন্ত মারুফ হত্যা মামলায় এজহারনামীয় ছয়জনকে গ্রেপ্তার হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে। মামলাটির তদন্ত চলছে।”

ঢাকা/কাওছার/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম র ফ হত য ব জয় ম ছ ল ৫ আগস ট মন ত র

এছাড়াও পড়ুন:

জোড়া গোলের পর লাল কার্ড, বায়ার্নের কাছে পিএসজির হার

পিএসজি ১-২ বায়ার্ন মিউনিখ

মৌসুমের শুরু থেকে প্রথম ১৪ ম্যাচ জিতে ইউরোপিয়ান রেকর্ড গড়েছিল আগেই। পার্ক দে প্রিন্সেসে স্বাগতিক পিএসজিকে ২-১ গোলে হারিয়ে রেকর্ডটি ১৬ ম্যাচে উন্নীত করল বায়ার্ন মিউনিখ। সেটাও দ্বিতীয়ার্ধের পুরো সময়ে ১০ জন নিয়ে! গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি এই সুযোগ তো কাজে লাগাতে পারেই-নি, উল্টো দেখতে হয়েছে চ্যাম্পিনস লিগে এবারের মৌসুমে প্রথম হার।

বায়ার্নের কলম্বিয়ান লেফট উইঙ্গার লুইজ দিয়াজ পিএসজির এই হারের কারণ। ৪ ও ৩২ মিনিটে দুটি গোল করেন। পিএসজির আশার কারণও আবার এই দিয়াজই। প্রথমার্ধে যোগ করা সময়ের ৭ মিনিটে লাল কার্ড দেখেন  এই কলম্বিয়ান তারকা। তাতে দ্বিতীয়ার্ধের পুরো সময় একজন খেলোয়াড় বেশি নিয়ে খেলার ‘সুবিধা’ পেয়েছে লুইস এনরিকের দল।

কিন্তু ৭৪ মিনিটে হোয়াও নেভেসের লক্ষ্যভেদ ছাড়া আর কোনো গোল পায়নি পিএসজি। পর্তুগিজ এই মিডফিল্ডার বাইসাইকেল কিকে গোলটি করেন।  তার আগে ম্যাচের ৪ মিনিটে ফিরতি বলে নেওয়া শটে বায়ার্নকে প্রথম গোলটি এনে দেন দিয়াজ। তাঁর পরের গোলে পিএসজি সেন্টারব্যাক মারকিনিওসেরও দুর্বলতা ছিল। ব্রাজিল ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে গোল করেন দিয়াজ। এরপর লাল কার্ড দেখেন পিএসজি তারকা আশরাফ হাকিমিকে মারাত্মক ফাউল করে। হাঁটুতে চোট নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মরক্কো তারকা হাকিমি। প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআর দেখে দিয়াজকে লাল কার্ড দেন রেফারি মউরিসিও মারিয়ানি।

অফসাইডের কারণে প্রথমার্ধে পিএসজির ব্যালন ডি’অরজয়ী তারকা ওসমান দেম্বেলের গোলটি বাতিল হয়। চোটের কারণে ২৫ মিনিটেই মাঠ ছাড়েন ফরাসি তারকা।৪ ম্যাচের সবগুলো জিতে মোট ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্বে শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে পিএসজি।

আরও পড়ুনলিভারপুলের আর্জেন্টাইন হেডে ‘ভাঙল’ রিয়ালের কোর্তোয়া-দেয়াল২ ঘণ্টা আগে১২২ বছর আগের স্মৃতি ফেরাল আর্সেনাল:  

স্লাভিয়া প্রাহার মাঠে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। প্রথমার্ধের ৩২ মিনিটে বুকায়ো সাকা পেনাল্টি থেকে গোল করেন। বিরতির পর দুটি গোল করেন উইঙ্গার মিকেল মেরিনো। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা ১০ ম্যাচ জিতল আর্সেনাল। টানা আট ম্যাচে ক্লিন শিটও ধরে রাখল তারা। সর্বশেষ এমন কিছু দেখা গেছে ১৯০৩ সালে। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।

রাতের অন্যান্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে ইউনিয়নকে। জুভেন্টাস ও স্পোর্টিং লিসবনের মধ্যে ম্যাচ গোলশূন্য ড্র হয়। কোপেনহেগেনকে ৪-০ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার। পিএসভি-অলিম্পিয়াকোস ম্যাচ ১-১ গোল ড্র হয়।

সম্পর্কিত নিবন্ধ