গাজা পুরোপুরি দখল করা হবে কি না, সিদ্ধান্ত ইসরায়েলের: ট্রাম্প
Published: 6th, August 2025 GMT
পুরো গাজা দখল করা হবে কিনা তা ইসরায়েলের ওপর নির্ভর করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় হস্তক্ষেপ করবেন না এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আলজাজিরার।
মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখলের সিদ্ধান্ত নিয়েছেন এমন খবর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “যুক্তরাষ্ট্র এখন গাজার মানুষদের জন্য খাবার সরবরাহে বেশি গুরুত্ব দিচ্ছে। আর বাকি সবকিছু ইসরায়েলের ওপর নির্ভর করছে।”
আলজাজিরা জানিয়েছে, ওয়াশিংটন প্রতি বছর ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়ে থাকে, যা ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আরো পড়ুন:
জনপ্রিয় অভিনেত্রী লনি অ্যান্ডারসন মারা গেছেন
শুল্ক হ্রাসে আত্মতুষ্টির সুযোগ নেই, আরো কমাতে আলোচনার পরামর্শ
ইসরায়েল গাজায় বাস্তুচ্যুতির আদেশ জোর করে কার্যকর করছে। যার ফলে বর্তমানে গাজার প্রায় ৮৬ শতাংশ এলাকা ইসরায়েলি সামরিক অঞ্চলে পরিণত হয়েছে। বাকি অংশে অভিযান চালালে সাধারণ ফিলিস্তিনিদের পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
গাজা দখলের জন্য নেতানিয়াহুর কথিত পরিকল্পনা হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মিরোস্লাভ জেনকা বলেছেন, গাজা সম্পূর্ণরূপে দখল করলে ‘বিপর্যয়কর পরিণতির ঝুঁকি’ থাকবে।
জেনকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেন, “আন্তর্জাতিক আইন এই বিষয়ে স্পষ্ট। গাজা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ এবং থাকবে।”
নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল গাজা উপত্যকা থেকে সব ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার দিকে মনোযোগ দিচ্ছে, যা জাতিগত নির্মূলের সমান হবে। এই পরিকল্পনা ট্রাম্প নিজেই ফেব্রুয়ারিতে প্রকাশ করেছিলেন।
ট্রাম্প সেই সময় গাজা থেকে সব ফিলিস্তিনিদের সরিয়ে ‘মধ্যপ্রাচ্যের একটি রিভিয়েরা’ নির্মাণের প্রস্তাব করেছিলেন।0
গাজায় স্থল অভিযান সম্প্রসারণে ইসরায়েলের নতুন পরিকল্পনা এমন এক সময়ে এসেছে, যখন গাজাজুড়ে ছড়িয়ে পড়া মারাত্মক ক্ষুধা নিয়ে আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান সমালোচনা চলছে।
মার্চ মাস থেকে ইসরায়েল গাজায় প্রায় সকল সাহায্য প্রবেশ বন্ধ করে দিয়েছে, যার ফলে মার্কিন-সমর্থিত জিএইচএফ কেন্দ্রগুলো ফিলিস্তিনিদের খাবার পাওয়ার প্রায় একমাত্র জায়গা হয়ে উঠেছে।
তবে ইসরায়েলি সেনাবাহিনী প্রায় প্রতিদিনই জিএইচএফ কেন্দ্রগুলোতে সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে হত্যা করছে। তা সত্ত্বেও, জাতিসংঘকে সাহায্য বিতরণের অনুমতি দেওয়ার জন্য আন্তর্জাতিক আহ্বানের পরেও যুক্তরাষ্ট্র জিএইচএফকে সমর্থন করে চলেছে।
সাম্প্রতিক দিনগুলোতে, ইসরায়েল গাজায় কিছু খাদ্য ট্রাক এবং বিমান থেকে ত্রাণ বিতরণের অনুমতি দিয়েছে, কিন্তু এসব সীমিত সাহায্য ফিলিস্তিনিদের চাহিদা পূরণের থেকে অনেক দূরে।
গাজায় ইসরায়েলি হামলায় ৬১ হাজারেও বেশি মানুষ নিহত হয়েছেন এবং বেশিরভাগ ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে। এটিকে মানবাধিকার গোষ্ঠী এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা গণহত্যা বলে অভিহিত করেছেন।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ইসর য় ল ইসর য় ল ইসর য
এছাড়াও পড়ুন:
জোড়া গোলের পর লাল কার্ড, বায়ার্নের কাছে পিএসজির হার
পিএসজি ১-২ বায়ার্ন মিউনিখ
মৌসুমের শুরু থেকে প্রথম ১৪ ম্যাচ জিতে ইউরোপিয়ান রেকর্ড গড়েছিল আগেই। পার্ক দে প্রিন্সেসে স্বাগতিক পিএসজিকে ২-১ গোলে হারিয়ে রেকর্ডটি ১৬ ম্যাচে উন্নীত করল বায়ার্ন মিউনিখ। সেটাও দ্বিতীয়ার্ধের পুরো সময়ে ১০ জন নিয়ে! গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি এই সুযোগ তো কাজে লাগাতে পারেই-নি, উল্টো দেখতে হয়েছে চ্যাম্পিনস লিগে এবারের মৌসুমে প্রথম হার।
বায়ার্নের কলম্বিয়ান লেফট উইঙ্গার লুইজ দিয়াজ পিএসজির এই হারের কারণ। ৪ ও ৩২ মিনিটে দুটি গোল করেন। পিএসজির আশার কারণও আবার এই দিয়াজই। প্রথমার্ধে যোগ করা সময়ের ৭ মিনিটে লাল কার্ড দেখেন এই কলম্বিয়ান তারকা। তাতে দ্বিতীয়ার্ধের পুরো সময় একজন খেলোয়াড় বেশি নিয়ে খেলার ‘সুবিধা’ পেয়েছে লুইস এনরিকের দল।
কিন্তু ৭৪ মিনিটে হোয়াও নেভেসের লক্ষ্যভেদ ছাড়া আর কোনো গোল পায়নি পিএসজি। পর্তুগিজ এই মিডফিল্ডার বাইসাইকেল কিকে গোলটি করেন। তার আগে ম্যাচের ৪ মিনিটে ফিরতি বলে নেওয়া শটে বায়ার্নকে প্রথম গোলটি এনে দেন দিয়াজ। তাঁর পরের গোলে পিএসজি সেন্টারব্যাক মারকিনিওসেরও দুর্বলতা ছিল। ব্রাজিল ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে গোল করেন দিয়াজ। এরপর লাল কার্ড দেখেন পিএসজি তারকা আশরাফ হাকিমিকে মারাত্মক ফাউল করে। হাঁটুতে চোট নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মরক্কো তারকা হাকিমি। প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআর দেখে দিয়াজকে লাল কার্ড দেন রেফারি মউরিসিও মারিয়ানি।
অফসাইডের কারণে প্রথমার্ধে পিএসজির ব্যালন ডি’অরজয়ী তারকা ওসমান দেম্বেলের গোলটি বাতিল হয়। চোটের কারণে ২৫ মিনিটেই মাঠ ছাড়েন ফরাসি তারকা।৪ ম্যাচের সবগুলো জিতে মোট ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্বে শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে পিএসজি।
আরও পড়ুনলিভারপুলের আর্জেন্টাইন হেডে ‘ভাঙল’ রিয়ালের কোর্তোয়া-দেয়াল২ ঘণ্টা আগে১২২ বছর আগের স্মৃতি ফেরাল আর্সেনাল:স্লাভিয়া প্রাহার মাঠে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। প্রথমার্ধের ৩২ মিনিটে বুকায়ো সাকা পেনাল্টি থেকে গোল করেন। বিরতির পর দুটি গোল করেন উইঙ্গার মিকেল মেরিনো। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা ১০ ম্যাচ জিতল আর্সেনাল। টানা আট ম্যাচে ক্লিন শিটও ধরে রাখল তারা। সর্বশেষ এমন কিছু দেখা গেছে ১৯০৩ সালে। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
রাতের অন্যান্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে ইউনিয়নকে। জুভেন্টাস ও স্পোর্টিং লিসবনের মধ্যে ম্যাচ গোলশূন্য ড্র হয়। কোপেনহেগেনকে ৪-০ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার। পিএসভি-অলিম্পিয়াকোস ম্যাচ ১-১ গোল ড্র হয়।