বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আগামী দিনে সমগ্র বাংলাদেশ তাকিয়ে আছে তারেক রহমানের দিকে। এ জন্য একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ বুধবার দুপুরে বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সেলিমা রহমান। পরে বিজয় শোভাযাত্রার আয়োজন করে বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপি। সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামামান খান।

সেলিমা রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই জনগণের ক্ষমতা পুনরায় জনগণের মাঝে ফিরিয়ে দেওয়া। এ জন্য বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে এ কাজকে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ’

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের সদর রোড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দ সড়কে গিয়ে শেষ হয়। এতে বিএনপির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, হাসান মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান শহীদুল্লাহ, মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ মহানগরের ৩০টি ওয়ার্ড এবং উত্তর জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা বিএনপি নেতা-কর্মীরা অংশগ্রহণ নেন।

বাবুগঞ্জে শহীদ আবদুল্লাহ আল আবিরের কবর জিয়ারত

বরিশালের বাবুগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত আবদুল্লাহ আল আবিরের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন বেগম সেলিমা রহমান। আজ সকাল ৯টার দিকে বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামে যান তিনি। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বাবুগঞ্জের আরেক শহীদ ফয়সাল আহাম্মেদ শান্ত, রাকিব হোসাইন রাজিবসহ দেশের অন্য শহীদদেরও স্মরণ করেন বিএনপির এই নেতা। সেলিমা রহমান বলেন, ‘এই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের বলিদান আমাদের চলার পথের অনুপ্রেরণা।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র বর শ ল রহম ন

এছাড়াও পড়ুন:

বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে জুলাই

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ–অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।’

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ সোমবার দেওয়া এক বাণীতে এ কথাগুলো বলেছেন প্রধান উপদেষ্টা। তাঁর প্রেস উইং থেকে বাণীটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে এ সকল লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের সকল খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। জুলাই গণহত্যার বিচারের কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। জুলাই শহীদদের স্মৃতি রক্ষা ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

নির্বাচন নিয়ে বাণীতে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করতে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা এবং প্রয়োজনীয় সকল সংস্কারে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনা চলমান আছে। একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই আমাদের নতুন করে আশার আলো—একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে, তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত–নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না।’

জুলাই গণ–অভ্যুত্থান–সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আজ আমি স্মরণ করছি সেই সব সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের; যাঁরা ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। আমি গণ–অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করি সকল জুলাই যোদ্ধাকে; যাঁরা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, হারিয়েছেন দৃষ্টিশক্তি। জাতি তাঁদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে।’

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই ঘোষণাপত্রের প্রতি পূর্ণ সমর্থন জাতীয় পার্টির
  • প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
  • গতানুগতিক পদ্ধতির নির্বাচন কোনো সুফল বয়ে আনবে না: তাহের
  • বিএনপির সাংবাদিক হওয়ার দরকার নেই, জনগণের সাংবাদিক হোন: আমীর খসরু
  • জনগণের ভোটাধিকার প্রয়োগের দোদুল্যমানতা কেটে গেছে: সালাহউদ্দিন
  • জুলাই আন্দোলন কোনো সমাপ্তি নয়, শুরু মাত্র: আসিফ মাহমুদ
  • ‘সংস্কার ছাড়া নির্বাচন জনগণের সাথে বিশ্বাসঘাতকতা’
  • ঢাবিতে ‘হাসিনার পলায়নের’ বর্ষপূর্তিতে বিভিন্ন দলের কর্মসূচি
  • বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে জুলাই