তারেক রহমানের দিকে তাকিয়ে আছে দেশ: সেলিমা রহমান
Published: 6th, August 2025 GMT
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আগামী দিনে সমগ্র বাংলাদেশ তাকিয়ে আছে তারেক রহমানের দিকে। এ জন্য একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ বুধবার দুপুরে বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সেলিমা রহমান। পরে বিজয় শোভাযাত্রার আয়োজন করে বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপি। সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামামান খান।
সেলিমা রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই জনগণের ক্ষমতা পুনরায় জনগণের মাঝে ফিরিয়ে দেওয়া। এ জন্য বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে এ কাজকে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ’
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের সদর রোড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দ সড়কে গিয়ে শেষ হয়। এতে বিএনপির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, হাসান মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান শহীদুল্লাহ, মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ মহানগরের ৩০টি ওয়ার্ড এবং উত্তর জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা বিএনপি নেতা-কর্মীরা অংশগ্রহণ নেন।
বাবুগঞ্জে শহীদ আবদুল্লাহ আল আবিরের কবর জিয়ারতবরিশালের বাবুগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত আবদুল্লাহ আল আবিরের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন বেগম সেলিমা রহমান। আজ সকাল ৯টার দিকে বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামে যান তিনি। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বাবুগঞ্জের আরেক শহীদ ফয়সাল আহাম্মেদ শান্ত, রাকিব হোসাইন রাজিবসহ দেশের অন্য শহীদদেরও স্মরণ করেন বিএনপির এই নেতা। সেলিমা রহমান বলেন, ‘এই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের বলিদান আমাদের চলার পথের অনুপ্রেরণা।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র বর শ ল রহম ন
এছাড়াও পড়ুন:
বরগুনার পূর্বের তিনটি আসন পুনর্বহাল দাবি
বরগুনার পূর্বে বিদ্যমান তিনটি আসন পুর্নবহালের দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বরগুনার তিনটি সংসদীয় আসন পুনর্বহাল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এ সময় লিখিত বক্তব্যে বরগুনা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, “এ জেলায় প্রায় ১১ লাখ ভোটার। অষ্টম জাতীয় নির্বাচনের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী নেতা বরগুনাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিন আসনকে বিলুপ্ত করে দুটি আসন করে।”
তিনি বলেন, “এই দাবি শুধুই একটি জেলার পূর্বের তিনটি সংসদীয় আসন পুর্নবহালের দাবি নয়, এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের কণ্ঠস্বরের দাবি।আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা স্পষ্ট করে বলতে চাই, বরগুনার পূর্বের তিনটি সংসদীয় আসন ফেরত দেন, বরগুনার অধিকার ফিরিয়ে দেন। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং অবহেলিত বরগুনা জেলাবাসীর সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেন।”
শাহীন বলেন, “আমরা আমাদের ন্যায্য দাবিতে হাইকমিশনারে রিট করেছি। প্রধান উপদেষ্টা বরাবর আবেদন জানিয়েছি। আমরা বিশ্বাস করি, সরকার এই ১১ লাখ ভোটারদের দাবি আমলে নিয়ে এ জেলায় তিনটি আসন পুনর্বহাল করবে।”
তিনি বলেন, “বঙ্গোপসাগরের কোলঘেঁষা, নয়টি খরস্রোতা নদীবেষ্টিত এক অনন্য জেলা বরগুনা। এই জেলার নদী, খাল, উপকূল, কৃষি ও মৎস্য সম্পদ শুধু বরগুনার নয় বরং বাংলাদেশের অর্থনীতি ও ব্লু-ইকোনমির ভবিষ্যতের চালিকাশক্তি। কিন্তু পরিতাপের বিষয়, বরগুনা জেলার নির্বাচনি সীমানা পরিবর্তনের কারণে আমরা পূর্বের তিনটি সংসদীয় আসন হারিয়েছি। সংসদে বরগুনার জনগণের প্রতিনিধিত্বের অধিকার হারিয়েছি, উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি।”
শাহীন হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে যদি নির্বাচন কমিশন আমাদের যৌক্তিক দাবি মেনে না নেয়, তাহলে আমরা বরগুনাবাসী কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করব, ইনশাআল্লাহ।”
সংবাদ সম্মেলনে জেলার রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন পেশাজীবি এবং স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা/নাজমুল/সাইফ