বাঁশখালীতে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৭
Published: 6th, August 2025 GMT
চট্টগ্রামের বাঁশখালীতে বিয়ের অনুষ্ঠানে বরের ভগ্নিপতিকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে একটি কনভেনশন সেন্টারে হামলার ঘটনা ঘটেছে। এতে বর-কনের দুই পক্ষের সাতজন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, চেচুরিয়া এলাকার একটি কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন চলছিল। দুপুরের দিকে দুই পক্ষের আত্মীয়স্বজন খাওয়াদাওয়া শেষ করেন। বিকেলে কনেকে গাড়িতে তোলার মুহূর্তে কয়েকজন ব্যক্তি সেখানে ঢুকে হামলা চালান।
এ সময় নববধূর পরিহিত স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। বাধা দিতে গেলে বর ও কনে উভয় পক্ষের সাতজনকে মারধর করা হয়। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন জানান, বিয়ের আগে বরের বোনের পরিবারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। বিদেশে কর্মরত বর বোনের কাছ থেকে স্বর্ণালংকার বিক্রি করে টাকা নিয়েছিলেন। পরবর্তী সময়ে সেই স্বর্ণ ফেরত না দেওয়া এবং বিয়েতে বোনের পরিবারকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যানকে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২০২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এইচএম মোশারফ হোসেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান এ পদে অধ্যাপক মোশারফকে মনোনীত করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত নিয়োগপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরো পড়ুন:
পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা ঢাবি হল সংসদ নেতাসহ ৬ শিক্ষার্থী
ঢাবি উপাচার্য-প্রক্টরসহ ৩ জনকে আইনি নোটিশ
নিয়োগপত্রে বলা হয়েছে, ডাকসু গঠনতন্ত্রের ৬(এ) অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাপক মোশারফকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন দিয়েছেন উপাচার্য।
ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটিতে পদের সংখ্যা ৩০টি। এর মধ্যে ২৮টি পদে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের থেকে নেতৃত্ব বাছাই করা হয়। বাকি দুটি পদের মধ্যে পদাধিকারবলে উপাচার্য সভাপতি হন এবং কোষাধ্যক্ষ পদে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে মনোনীত করেন উপাচার্য।
নির্বাচিত পদগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় ভিপি (সহ-সভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদ। এরপর ১২টি সম্পাদকীয় পদ রয়েছে। বাকি ১৩টি কার্যনির্বাহী সদস্য পদ।
এবারের নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম ভিপি, এস এম ফরহাদ জিএস ও মহিউদ্দীন খান এজিএস পদে জয়ী হন।
ঢাকা/সৌরভ/মেহেদী