গ্রেপ্তার দেখানো হলো মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে
Published: 7th, August 2025 GMT
ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করবেন তদন্তকারী কর্মকর্তা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ জানায়, সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় জাফরিনের কী ভূমিকা ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এই ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবোদে নতুন নতুন তথ্য সামনে আসছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
ঢাকার বসুন্ধরায় একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগে বুধবার সন্ধ্যায় সুমাইয়া জাফরিনকে হেফাজতে নেয় ডিবি পুলিশ।
গত ১০ জুলাই রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৮ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মিলে প্রায় ৩০০-৪০০ জন অংশ নেন।
গত ১ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১৭ জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তাকে উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
ঢাকা/এমআর/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত জ ফর ন
এছাড়াও পড়ুন:
মেয়েদের ফিটনেসের অবস্থা ভালো নয়, তাই শুরু হয়ে গেল অনুশীলন
ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে জাতীয় নারী ফুটবল দল ও অনূর্ধ্ব–২০ নারী দল। আজ শুরু হয়েছে তাদের প্রস্তুতি, অনুশীলনের দায়িত্বে যথারীতি কোচ পিটার বাটলার।
ভুটানে লিগ খেলতে যাওয়ায় আজকের অনুশীলনে ছিলেন না ৯ ফুটবলার—ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মনিকা চাকমা, শিউলি আজিম, মারিয়া মান্দা, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, নিলুফা ইয়াসমিন ও রুপনা চাকমা। প্রথম দিনের অনুশীলনে অংশ নিয়েছেন ৩৪ নারী ফুটবলার।
দীর্ঘ ছুটির পর কোচ বাটলার গত বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন। একই দিনে বাফুফে ভবনের ক্যাম্পে যোগ দিয়েছেন নারী জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলের মেয়েরা। বাফুফের পরিকল্পনা অনুযায়ী, এবার ক্যাম্প ঢাকার বাইরে হতে পারে। এ জন্য দুটি জেলাকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল—চট্টগ্রাম ও যশোর।
আরও পড়ুনচীন ও উত্তর কোরিয়াকে পেয়ে ঋতুপর্ণা বললেন ‘আমরা হাল ছাড়ব না’২৯ জুলাই ২০২৫শেষ পর্যন্ত চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডকেই ক্যাম্পের জন্য পছন্দ করেছে বাফুফে। কোচ বাটলার নিজেই জায়গাটা পরিদর্শন করে চূড়ান্ত সম্মতি দিলে, মেয়েরা ঢাকা থেকে সেখানে চলে যাবেন। যত দূর জানা গেছে, বাটলার আগামী মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন। সেখানকার সুযোগ-সুবিধা সম্পর্কে নিশ্চিত হয়ে তিনি ‘হ্যাঁ’ বললেই পুরো দল চলে যাবে চট্টগ্রামে। তার আগপর্যন্ত বাফুফের টার্ফেই চলবে অনুশীলন।
ঢাকার বাইরে হতে পারে মেয়েদের ক্যাম্প