প্রথমে প্রবাসীদের তথ্য সংগ্রহ, এরপর অনুসরণ করে ডাকাতি
Published: 7th, August 2025 GMT
দেশে আসা প্রবাসীদের তথ্য সংগ্রহ করা হয় হোয়াটসঅ্যাপে। বিমানবন্দরে নামার পর অনুসরণ করা হয়। এরপর নির্জন সড়কে গাড়ি থামানো হয় ধাক্কা দিয়ে। কেড়ে নেওয়া হয় যাবতীয় মালামাল। ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তারের পর দেশে আসা প্রবাসীদের মালামাল ডাকাতির এ তথ্য জানায় পুলিশ। এক প্রবাসীর ডাকাতির মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ চক্রটির সন্ধান পায়। গ্রেপ্তার সাতজন হলেন মো.
পুলিশ জানায়, সামসু উদ্দিন নামের দুবাই থেকে আসা এক প্রবাসী গত ২১ জুলাই সকাল আটটার দিকে নগরের অলংকার এলাকায় বাসায় আসার সময় বন্দর লিংক রোডে ডাকাতির শিকার হন। ডাকাত দল তাঁর কাছে থাকা ১৯ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসী বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। তদন্ত করতে গিয়ে পুলিশ ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাসটির মাধ্যমে চালককে শনাক্ত করে। পরে একে একে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়।
নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) কবির হোসাইন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আসামিদের মধ্যে মজিবুল হক দুবাইপ্রবাসী মো. ফয়সালের কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশে আসা যাত্রীদের আগমনের তারিখ, ছবিসহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন।
কবির হোসাইন ভূঁইয়া প্রবাসীর মালামাল লুটের ঘটনাও তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসী সামসু উদ্দিন ২১ জুলাই বিমানবন্দর থেকে বের হয়ে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। তাঁর আসার কথা আগেই জেনেছিলেন আসামি মনির উদ্দিন। এ কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটকেও অবস্থান নেন তিনি। এরপর মনির, আলীম হাওলাদার, রুবেলসহ আসামি একটি মাইক্রোবাস নিয়ে প্রবাসী সামসু উদ্দিনের অটোরিকশা অনুসরণ করতে থাকেন। প্রবাসীকে বহনকারী অটোরিকশাটি বন্দর লিংক রোডের বারুণীঘাট ব্রিজের ওপর পৌঁছালে পেছন থাকা মাইক্রোবাস দিয়ে অটোরিকশায় ধাক্কা দেওয়া হয়। হঠাৎ ধাক্কা লাগায় অটোরিকশাটি বন্ধ হয়ে যায়। তখন মাইক্রোবাস থেকে নেমে আসামিরা প্রবাসীর কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১৯ লাখ টাকার মালামাল নিয়ে যান। পরে চান্দগাঁও এলাকায় স্বর্ণালংকার বিক্রি করেন। বাকি মালামাল বিক্রি করে তাঁরা টাকা ভাগ-বাঁটোয়ারা করে নেন। এভাবে সুযোগ বুঝে প্রবাসীদের মালামাল ডাকাতি করে চক্রটি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রব স দ র
এছাড়াও পড়ুন:
ছয় বছর পর আবার সভাপতি হচ্ছেন সৌরভ
ভারতীয় ক্রিকেটের রাজপুত্র সৌরভ গাঙ্গুলী ফের নিজের ঘরেই ফিরছেন। ছয় বছর আগে যেখান থেকে ক্রিকেট প্রশাসনে পা রাখেন, সেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) শীর্ষ পদে আবার দেখা যাবে তাকে। সাবেক এই অধিনায়ক চলতি বছরই সংগঠনটির সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। এমনটাই নিশ্চিত করেছেন তিনি নিজেই।
‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘‘তিনি এবারের সিএবি নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন। এমনকি সংগঠনের ভেতরে থেকে জানা গেছে, কোনো নির্বাচন ছাড়াই সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করার চিন্তা চলছে। বর্তমান সভাপতি, সৌরভের ভাই স্নেহাশীষ গাঙ্গুলীর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পদটি শূন্য হচ্ছে। ফলে দীর্ঘ ছয় বছর পর আবার বেঙ্গল ক্রিকেটের হাল ধরতে চলেছেন সৌরভ।
আগামী ১৪ আগস্ট সিএবির অ্যাপেক্স কাউন্সিলের চূড়ান্ত সভা এবং ২০ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যেই সৌরভের নাম ঘিরে তৈরি হয়েছে আলোচনার ঝড়। প্রশাসনের অভিজ্ঞতা তো আছেই, সঙ্গে রয়েছে তার অতীত সফল নেতৃত্বের নজিরও।
আরো পড়ুন:
সৌরভের বায়োপিক: রাজকুমার বললেন, নার্ভাস লাগছে
দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলির গাড়ি বহর
২০১৫ সালে প্রথমে সিএবির সচিব, এরপর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৌরভ। তার হাত ধরেই বেঙ্গল ক্রিকেটে আসে পেশাদারিত্বের ছোঁয়া। উন্নত কোচিং স্ট্রাকচার, ট্যালেন্ট হান্ট, রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্স; সব কিছুতেই ছিল তার প্রত্যক্ষ নজরদারি। এরপর ২০১৯ সালে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সভাপতি হন এবং দেশীয় ক্রিকেটকে পৌঁছে দেন নতুন উচ্চতায়।
বিসিসিআইয়ের সভাপতি হিসেবে সৌরভের মেয়াদকালে ভারত আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ একটি ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) পায়, যেখানে তরুণ ও চোটপ্রাপ্ত খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা গড়ে ওঠে। তার নেতৃত্বেই আইপিএলের সম্প্রচার চুক্তি হয় ইতিহাস গড়া। যেখানে ২০২৩-২০২৭ মেয়াদে বিসিসিআই রাজস্ব পেয়েছে ৪৮ হাজার কোটি টাকারও বেশি।
আবার যখন তিনি সিএবিতে ফিরছেন, প্রশ্ন উঠছে—বেঙ্গল ক্রিকেট কী নতুন করে জাগরণ দেখবে? সম্ভাবনার দরজা যেমন উন্মুক্ত, তেমনি প্রত্যাশার চাপও কম নয়। তবে যাকে ঘিরে এত আলোচনার কেন্দ্রবিন্দু, সেই সৌরভের ওপর আস্থা রাখতেই চাইছে ক্রিকেট মহল।
ঢাকা/আমিনুল