দলের কার্যক্রম ‘জুলাই বিপ্লবের পরিপন্থী’ অভিযোগ করে ফরিদপুরে এনসিপির এক সদস্যের পদত্যাগ
Published: 11th, August 2025 GMT
‘দলীয় কর্মকাণ্ডে অনিয়ম ও জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী’ অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সমন্বয় কমিটির এক সদস্য পদত্যাগ করেছেন। মো. রুবেল মিয়া ওরফে হৃদয় নামের ওই সদস্য গতকাল রোববার রাতে এনসিপির ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার কাছে পদত্যাগপত্র দেন।
পদত্যাগপত্রে মো.
রুবেল মিয়া পদত্যাগপত্রে আরও লেখেন, ‘এমতাবস্থায়, আমি আর দলের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারছি না। তাই আমি বিনীতভাবে জাতীয় নাগরিক পার্টি, ফরিদপুর জেলার সকল কার্যক্রম ও পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছি।’
গত ৫ জুন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে ফরিদপুর এনসিপির ২৩ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে প্রধান সমন্বয়কারী করা হয় সৈয়দা নীলিমা দোলাকে। এ ছাড়া আরও পাঁচজনকে যুগ্ম সমন্বয়কারী এবং বাকি ১৭ জনকে সদস্য করা হয়।
রুবেল মিয়ার পদত্যাগের বিষয়ে সৈয়দা নীলিমা প্রথম আলোকে বলেন, ‘আমি ওকে পূার্ণাঙ্গ কমিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলাম। যারা আন্দোলন–সংগ্রামের মধ্যে উঠে এসেছে, তাদের নিয়েই এ আহ্বায়ক কমিটি করা হয়েছিল। নতুন দলে অনেক টানাপোড়েন থাকে, টাকার সংকট, লোকবলের সংকট—এসব তো রয়েছে। যারা এ বাস্তবতা মেনে টিকে থাকবে, তারাই এনসিপি করবে। অনেকে অনেক আকাঙ্ক্ষা নিয়ে দলে যুক্ত হয়েছিল, তাদের চাওয়া–পাওয়া সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হবে, এ স্বপ্ন ছিল। কিন্তু এমনটা না হওয়ায় অনেকের মধ্যে হয়তো হতাশা ও আশাভঙ্গের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রুবেল হয়তো সেই অবস্থায় পড়ে গিয়েছে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পদত য গ এনস প র দল র ক সদস য
এছাড়াও পড়ুন:
এভাবে চমকে দিল ছবিটি
মোহিত সুরির ‘সাইয়ারা’ সিনেমার দাপটের সামনে অন্য কোনো সিনেমা দাঁড়াতেই পারছিল না। ‘সন অব সরদার ২’ বা ‘ধড়ক ২’ কোনোটিই বলার মতো ব্যবসা করতে পারছে না। সেখানে চমকে দিল একটি অ্যানিমেশন সিনেমা। কোন ছবি? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
‘ডিজনি-মার্ভেল’কে পেছনে ফেলে ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেশন ছবির খেতাব এখন অশ্বিন কুমারের ‘মহাবতার নরসিমা’র দখলে। ২৫ জুলাই মুক্তির পর থেকেই পৌরাণিক এই অ্যানিমেশন ছবিটি বক্স অফিসে রেকর্ডের পর রেকর্ড গড়ছে। প্রযোজকদের হিসাবে, মুক্তির ১৮ দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ২১০ কোটি রুপি। এর আগে ‘হনুমান’ ও ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’-কেও পেছনে ফেলেছে এটি।
বক্স অফিসের সাফল্যের ধারা
আজ সোমবার ছবির প্রযোজনা সংস্থা হম্বালে ফিল্মস জানিয়েছে, ‘বিশ্বব্যাপী ২১০ কোটি রুপির বেশি আয় এবং চলছে... “মহাবতার নরসিমা”র জয়ের পথে দুরন্ত ছুটছে, ভাঙছে রেকর্ড, জয় করছে কোটি কোটি দর্শকের মন।’
শুধু বৈশ্বিক আয়ই নয়, ভারতের বক্স অফিসেও ছবিটি সমান দাপটে চলছে। মুক্তির তৃতীয় সপ্তাহেও থামার কোনো লক্ষণ নেই। তৃতীয় রোববারেই ছবিটি আয় করেছে ২৩ কোটি রুপি। মুক্তির ১৮ দিনে কেবল ভারতেই আয় দাঁড়িয়েছে ১৭১.৯২ কোটি রুপিতে।
অশ্বিন কুমারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন শিলপা ধাওয়ান, কুশল দেশাই ও চৈতন্য দেশাই। হম্বালে ফিল্মসের ব্যানারে ক্লিম প্রোডাকশনস উপস্থাপন করেছে ছবিটি। ৩ডি ও ২ডি—দুই সংস্করণেই মুক্তি পেয়েছে হিন্দি ও দক্ষিণ ভারতীয় ভাষায়।
নির্মাতারা ইতিমধ্যে ঘোষণা করেছেন, আসছে ‘মহাবতার পরশুরাম’ ও ‘মহাবতার কাল্কি’, যা গড়ে তুলবে ভারতের অ্যানিমেশন জগতে নতুন পৌরাণিক ফ্র্যাঞ্চাইজি।