যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ২০২৬ বিশ্বকাপের টিকিটধারীদের ভিসা অ্যাপয়েন্টমেন্টে অগ্রাধিকার দেবে তাঁর দেশের দূতাবাস।

গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ফিফার অগ্রাধিকারপ্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং সিস্টেম (PASS), ‘দীর্ঘ অপেক্ষায় থাকা বিশ্বকাপের টিকিটধারীদের ফিফার মাধ্যমে প্রাধান্যভিত্তিক সাক্ষাৎকারের জন্য আবেদন করার সুযোগ দেবে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রসচিব মার্কো রুবিও জানিয়েছেন, আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে টিকিটধারীরা স্বয়ংক্রিয়ভাবে পর্যটক ভিসা পাবেন না। কিন্তু রুবিও আরও বলেন, যেসব বিদেশি নাগরিকের কাছে বিশ্বকাপ ফুটবল ম্যাচের টিকিট আছে, তাঁরা আবেদন করার ছয় থেকে আট সপ্তাহের মধ্যে কোনো দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের সুযোগ পেতে পারেন।

গত সোমবার হোয়াইট হাউসে রুবিও বলেন, ‘আপনার টিকিট ভিসা নয়, এটি যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না। আমরা অন্য সবার মতোই তাদের যাচাই-বাছাই করব। একমাত্র পার্থক্য হলো আমরা সারিতে তাদের কিছুটা এগিয়ে দিচ্ছি।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র ব শ বক প

এছাড়াও পড়ুন:

বক্স অফিসে রাশমিকার সিনেমার হালচাল কী?

ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত বছরের শেষ থেকে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী। টানা দুটি হিট সিনেমা উপহার দিয়েছেন। গত মাসে মুক্তি পায় তার হরর-কমেডি ঘরানার ‘থাম্মা’ সিনেমা। বক্স অফিসে গড়পড়তা পারফর্ম করেছে এটি।  

এদিকে, নতুন সিনেমা নিয়ে পর্দায় হাজির হয়েছেন রাশমিকা মান্দানা। রাহুল রবীন্দ্রন নির্মিত তেলেগু ভাষার ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমা ৭ নভেম্বর বিশ্বের ৫৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক-সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যদিও বক্স অফিসে শুরুটা খুব একটা নজরকাড়া হয়নি। তবে সময়ের সঙ্গে সিনেমাটির আয়ে ভাটা পড়েছে। ১২ দিনে কত টাকা আয় করেছে রাশমিকার এই সিনেমা?  

আরো পড়ুন:

রাশমিকাকে বিজয়ের চুম্বন, ভিডিও ভাইরাল

কত টাকা আয় করেছে রাশমিকার নতুন সিনেমা?

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ১২ দিনে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমা ভারতে আয় করেছে ১৮.১৫ কোটি রুপি, বিদেশে আয় করেছে ৭ কোটি রুপি। সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৫.১৫ কোটি রুপি (৩৪ কোটি ৮০ লাখ টাকা)।  

বলি মুভি রিভিউজ জানিয়েছে, ১২ দিনে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ২৬.০৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৬ কোটি টাকার বেশি)।  

একজন তরুণী কলেজ জীবনে ভালোবাসা, সামঞ্জস্যতা ও আত্ম-অন্বেষণের পথে এগিয়ে যায়, যেখানে সে সম্পর্কের জটিলতা ও ব্যক্তিগত বিকাশের অভিজ্ঞতা অর্জন করে—এমন গল্প নিয়ে এগিয়েছে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার কাহিনি। রাশমিকার হৃদয়স্পর্শী অভিনয় ভক্তদের মনে নাড়া দিয়েছে।    

রাশমিকা মান্দানা বলেন, “এই সিনেমার চিত্রনাট্য রাহুল যখন আমাকে শুনিয়েছিলেন, তখন আমার চোখে জল এসেছিল। এমন অনেক মুহূর্ত ছিল, যা আমার হৃদয় ছুঁয়েছিল; যা আমি ব্যাখ্যা করতে পারিনি। সেই মির্টিং থেকে দু’টি জিনিস নিয়ে বেরিয়েছিলাম। এক. একটি চিত্রনাট্য, যা না করলে পাপ হতো। দুই. আজীবনের জন্য একজন বন্ধু।”  

৪২ কোটি রুপি বাজেটের এ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছে ধীরাজ মোগিলিনিনি এন্টারটেইনমেন্ট, মাস মুভি মেকার্স এবং গীতা আর্টস। রাশমিকা ছাড়াও এতে অভিনয় করেছেন—ধীক্ষিত শেঠি, অনু ইমানুয়েল, রাও রমেশ, রোহিণী প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ