শামসুল হক

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শততম টেস্টে মুশফিকের জন্য মিরপুরে থাকবে যে বিশেষ আয়োজন

সব মিলিয়ে মিনিট পনেরোর আনুষ্ঠানিকতা। তবে এই মিনিট পনেরোতে যা হবে, সেটাই আগে কখনো দেখেনি বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের কেউ যে এর আগে শততম টেস্টই খেলেননি!

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সে চূড়ায় উঠে যাবেন মুশফিকুর রহিম। উপলক্ষটা উদ্‌যাপন করতে ম্যাচের আগে মাঠেই হবে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা।

মুশফিকের মাথায় বিশেষ টেস্ট ক্যাপ পরিয়ে দেবেন তাঁর প্রথম অধিনায়ক হাবিবুল বাশার, ২০০৫ সালের ২৬ মে লর্ডসে হাবিবুলের হাতেই মুশফিক পরেছিলেন প্রথম টেস্ট ক্যাপ। শততম টেস্টে তিনি এরপর আরেকটি বিশেষ টেস্ট ক্যাপ পরবেন বাংলাদেশের ১ নম্বর টেস্ট ক্রিকেটার আকরাম খানের কাছ থেকে।

বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম মুশফিককে উপহার দেবেন বিশেষ ক্রেস্ট। মুশফিক তাঁর প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল ও শততম টেস্টের অধিনায়ক নাজমুল হোসেনের হাত থেকে নেবেন তাঁদের অটোগ্রাফ দেওয়া একটি জার্সিও। এরপর নাজমুল ও মুশফিকের বক্তৃতা শুনে এবং গ্রুপ ছবি তুলে মাঠে নেমে যাবেন ক্রিকেটাররা।

কাল অনুশীলনে মুশফিক

সম্পর্কিত নিবন্ধ

  • শততম টেস্টে শতভাগ দেওয়ার প্রতিশ্রুতি মুশফিকের
  • মুশফিকের শততম টেস্ট নিয়ে সাকিব বললেন, ‘ম্যাচটি যদি আপনার সঙ্গে খেলতে পারতাম’
  • মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • শততম টেস্টে মুশফিকের জন্য মিরপুরে থাকবে যে বিশেষ আয়োজন
  • ‘ক্রিকেটের প্রতি ভালোবাসা যে কারও চেয়ে মুশফিকের বেশি’
  • মুশফিকের শততম টেস্ট বিনা মূল্যে দেখতে পারবেন শিক্ষকেরাও
  • ছবির আবদার, অনুশীলন— শততম টেস্টের আগে আর কী করলেন মুশফিক
  • মুশফিকের মধ্যে ১৫০ টেস্টের ক্ষুধা দেখেন সিমন্স
  • মুশফিকুরের পর্দার আড়ালের পরিশ্রমের গল্প শোনালেন আয়ারল্যান্ডের কোচ