মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
Published: 19th, November 2025 GMT
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এমইউজে খুলনার কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় বিদায়ী কমিটির নেতারা নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
আরো পড়ুন:
ভুয়া তথ্য প্রচার ঠেকাতে গণমাধ্যমের ভূমিকা জরুরি: স্বরাষ্ট্র উপদেষ্টা
এমইউজের সভাপতি রাশেদ, সম্পাদক রানা
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন।
গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই দাবি করে তিনি বলেন, “সাংবাদিকদের বিভেদ ও অনৈক্যের সুযোগ নিয়ে আর কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেওয়া হবে না। বিগত ১৬ বছরের নির্যাতন ও জুলুমের শিকার সাংবাদিকদের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। এ জন্য ইউনিয়নকে গতিশীল করতে নবনির্বাচিতদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
এমইউজে খুলনার বিদায়ী সভাপতি মো.
দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর নবন র ব চ ত ল ইসল ম কম ট র সদস য
এছাড়াও পড়ুন:
এমইউজের সভাপতি রাশেদ, সম্পাদক রানা
খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা ও কোষাধ্যক্ষ পদে এসএ টিভির খুলনা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম মতি বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডিডটকম-এর নিজস্ব প্রতিবেদক (খুলনা) মুহাম্মদ নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদে একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কেএম জিয়াউস সাদাত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আরো পড়ুন:
ট্রাম্পের কাছে ক্ষমা চাইল বিবিসি, ক্ষতিপূরণ দিতে নারাজ
বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
রবিবার (১৬ নভেম্বর) ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে সাতটি পদের বিপরীতে অন্য প্রার্থী না থাকায় সাতজনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
এমইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সিনিয়র সদস্য ও দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের খুলনা ব্যুরো প্রধান জিএম রফিকুল ইসলাম। অপর দুই সদস্য হলেন, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালেরকণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন ও ইউনিয়নের সদস্য দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন।
নবনির্বাচিতরা চলমান ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষাসহ বিএফইউজে ঘোষিত ৩৯ দফা আন্দোলনে সাংবাদিক সমাজের ভূমিকা আরো বলিষ্ঠ ও বেগবান করবেন বলে ঘোষণা দেন।
গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী তিন দিনের মধ্যে বর্তমান সভাপতি মো. আনিসুজ্জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়সহ বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
ঢাকা/নুরুজ্জামান/বকুল