সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা জাসাস নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব মোহাম্মদ আকাশ প্রধান এর নেতৃত্বে শতাধিক নেতা কর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন। 

সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে তাদের প্রতিক্রিয়া জানান এবং অভিলম্বে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি কর্তৃক ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে শিক্ষিত ও পরীক্ষিত ত্যাগী নেতাকে মনোনয়ন দেয়ার আহ্বান জানান তারা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ঢাবি অধ্যাপকের বিচারের দাবিতে মানববন্ধন

ছাত্রদের যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমের দ্রুত বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এ মানববন্ধনে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারাও।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তাঁরা। পরে প্রক্টরের আশ্বাসে রাতে কর্মসূচি শেষ করেন।

শিক্ষার্থীদের দাবি, দুই কার্যদিবসের মধ্যে এরশাদের বিরুদ্ধে অভিযোগের তদন্তের প্রতিবেদন দিতে হবে এবং তাঁকে চার কার্যদিবসের মধ্যে স্থায়ী বহিষ্কার করতে হবে। এ সময় তাঁরা রসায়ন বিভাগে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর করা যৌন নিপীড়নের মামলায় গত বৃহস্পতিবার অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছাত্রদের যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার এই শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার সন্ধ্যায় মানববন্ধনে সংহতি জানিয়ে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, একজন অপরাধী যখন বিশ্ববিদ্যালয়ে কোনো অপরাধে অভিযুক্ত হয় এবং প্রমাণিত হয়, তখন দুটি জায়গা থেকে তার মৌলিক শাস্তি আসা উচিত। একটি হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আরেকটি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। কিন্তু দুই জায়গাতেই যথেষ্ট গাফিলতি দেখা যাচ্ছে। শুধু গাফিলতি নয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা বিষয়টি উপক্ষা করছে।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মাদ বলেন, ‘আপনারা জানেন অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেপ্তার করার পরে রাষ্ট্রের দায়িত্ব ছিল তাঁকে রিমান্ডে নিয়ে জবাবদিহি করা। কিন্তু তাঁর রিমান্ডের আবেদনই করা হলো না। এটি একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ। তাঁকে কোনো রাজনৈতিক গোষ্ঠী শেল্টার দিচ্ছে।’

এদিকে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করলে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এসে তাঁদের আশ্বস্ত করেন। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে অভিযোগ আসার পর রসায়ন বিভাগে দ্রুত একাডেমিক মিটিং করে গত বৃহস্পতিবার অধ্যাপক এরশাদ হালিমকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যৌন নিপীড়নবিরোধী সেল থেকে তদন্ত প্রতিবেদন আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • মানববন্ধনে অংশগ্রহকারীরা স্বেচ্ছাসেবক দলের নয়, গিয়াসের লোক : রিপন
  • দলীয় নেতা-কর্মীদের ‘চাঁদাবাজ’ বলে মন্তব্য করার অভিযোগে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ
  • ট্রাভেল এজেন্সি নিবন্ধন খসড়া আইন সংশোধনের দাবি
  • চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী ওয়াসার কর্মচারীদের বিক্ষোভ
  • হাসপাতালের কর্মচারীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন, কর্মবিরতির ডাক
  • পদোন্নতি-নিয়োগ নিয়ে অসন্তোষ, আজ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন
  • সিরাজগঞ্জে ‘যমুনা’ নামে নতুন উপজেলার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
  • পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবিতে মানববন্ধন
  • যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ঢাবি অধ্যাপকের বিচারের দাবিতে মানববন্ধন