বন্দরে জুলেখা বেগম ওরফে  হেনা আক্তার (৩১) নামে এক গৃহবধূকে হত্যার পর স্বামী সজিব মাহমুদ (৩৩) ও তার পরিবারের বিরুদ্ধে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।  

রোববার (১৬ নভেম্বর)  রাতে বন্দর উপজেলার  পিচকামতাল এলাকায় এ  ঘটনা ঘটে।  এ ব্যাপারে  নিহতের মা আয়েশা খাতুন বাদী হয়ে স্বামীসহ ৫ জনকে আসামী করে থানায় এ মামলা দায়ের করেছেন। লাশের  সুরতহাল প্রতিবেদন পুলিশ আসামীদের পক্ষপাতের অভিযোগ তুলেছেন  নিহতের পরিবার ও এলাকাবাসী।

নিহতের মা আয়েশা খাতুন জানান, গত ১৪ বছর পূর্বে আমার মেয়ে জুলেখা বেগম হেনা আক্তারের সাথে একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে  সজিব মাহমুদের পারিবারিক ভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে  আবু বক্কর (৭) ও সানজিদা (১২) দুই সন্তান রয়েছে।

জামাতা আয়েশা (২৮) নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। তার  পর থেকে আমার মেয়ের সংসারে চলে অশান্তি ও পারিবারিক  কলহ। এর ধারাবাহিকতায় গত রোববার রাতে যে কোনো সময় আমার মেয়েকে মারধরের পর  হত্যা করে।  

পরে ঘরের আড়াঁর সঙ্গে  লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরদিন সোমবার সকালে এক  পা মাঠিতে ঠেকানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখে আশপাশের লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে  চলে গেছে।   তবে পুলিশ আসামীদের পক্ষপাত করছেন তিনি অভিযোগ করেন।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী জানান,  আত্নহত্যার প্ররোচনায় মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ গ হবধ

এছাড়াও পড়ুন:

‎ব্রাকসুর তফসীল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ি আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (‎১৮ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন ব্রাকসু নির্বাচন কমিশনার ড. মোহসিনা আহসান।

আরো পড়ুন:

ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ব্রাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ

২৪ ঘণ্টার মধ্যে ব্রাকসুর তফসিল ঘোষণার দাবি

তফসিলে বলা হয়েছে, ১৮ নভেম্বর আচরণবিধি (প্রস্তাবিত) সিন্ডিকেট সভাপতি বরাবর প্রেরণ, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৪ নভেম্বর ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২ ও ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে।

এছাড়া ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট, ১৩ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সবশেষ ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্রাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে‌।

ঢাকা/সাজ্জাদ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ