বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে দুই দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সক্ষমতা বাড়ানো, অপরাধী হস্তান্তর, সেফ সিটি নির্মাণসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, ‘গত সেপ্টেম্বরের শেষ দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পাকিস্তান সফর করেছেন। এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হয়েছে। সিনিয়র সচিব পা‍কিস্তানের অবকাঠামো উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে তাদের “সেফ সিটি” প্রকল্প আমাদের দেশেও বাস্তবায়ন করা যেতে পারে।’ উপদেষ্টা বলেন, ‘আমরা সে লক্ষ্যে কাজ করছি।’

দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর করা হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, দুই দেশের অপরাধীদের পারস্পরিক বিনিময় বা হস্তান্তরে বর্তমানে কোনো আইনি কাঠামো নেই। ২০০৪ সালে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হলেও পরে তা কার্যকর করা হয়নি। তিনি বলেন, এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের জন্য পুনরায় উদ্যোগ গ্রহণ করা হবে।

হাইকমিশনার এ সময় বাংলাদেশ পুলিশের জন্য সাঁজোয়া নিরাপত্তা যানবাহন, ড্রোন সংগ্রহ ও ক্রয় এবং কৃষি যান্ত্রিকীকরণে পাকিস্তান সহযোগিতা করতে আগ্রহী বলে জানান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো.

মাহবুবুর রহমান, পাকিস্তান দূতাবাসের কাউন্সেলর কামরান দাঙ্গাল উপস্থিত ছিলেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স বর ষ ট র সহয গ ত উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

অলরাউন্ড নেওয়াজ জেতালেন পাকিস্তানকে

জিম্বাবুয়ের চোখরাঙানি উপেক্ষা করে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে টসে হেরে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ে তুলেছিল ৮ উইকেটে ১৪৭ রান। জবাবে ৩০ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান এই রান তাড়া করেছে শেষ ওভারে, ৫ উইকেট হাতে রেখে।

পাকিস্তান ১৪৭ রান তাড়া করেছে মূলত মিডল অর্ডারের কল্যাণে। আজ ২৭ রানে প্রথম উইকেট হারায় দলটি, ব্রাড ইভান্সের বলে বোল্ড হন শাহিবজাদা ফারহান। এরপর একই ওভারে শূন্য রানে ফেরেন বাবর আজমও।

আরও পড়ুনমোরছালিনের গোলে বাংলাদেশে উৎসবের রাত৩৪ মিনিট আগে

অধিনায়ক সালমান আগাও ফেরেন পরের ওভারে, ১ রান করে। এরপর মিডল অর্ডারে নামা ফখর জামানের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন ওপেনার সাইম আইয়ুব। তবে ২২ রান করে তিনি যখন ফেরেন তখন পাকিস্তানের রান ৯.৩ ওভারে ৪ উইকেটে ৫৪।

ম্যাচসেরা হয়েছেন নেওয়াজ

সম্পর্কিত নিবন্ধ