গোপালগঞ্জে থানায় ককটেল হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
Published: 18th, November 2025 GMT
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পৌর মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘাঘর বাজারের চৌরঙ্গীতে এসে শেষ হয়।
আরো পড়ুন:
মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা: চিকিৎসাধীন অবস্থায় সোহলের মৃত্যু
কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে ককটেল বিস্ফোরণ, ৩ পুলিশ আহত
পরে সেখানে প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সাধারণ সম্পাদক নিলয় হাওলাদার মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।
গত সোমবার (১৭ নভেম্বর) রাতে কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে সন্ত্রাসীরা ককটেল হামলা করে। এ হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়।
ঢাকা/বাদল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ মল ব এনপ ব এনপ র উপজ ল ককট ল
এছাড়াও পড়ুন:
পিএসজির কাছে ২৬ কোটি ইউরো দাবি এমবাপ্পের, পিএসজি উল্টো এমবাপ্পের কাছে চায় ৪৪ কোটি
পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে চলে গেছেন ১৬ মাসের বেশি হয়ে গেছে। কিন্তু কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তাঁর সাবেক ক্লাবের আইনি লড়াই যেন শেষ হওয়ার লক্ষণই নেই। উল্টো দিনকে দিন সেটা আরও জটিল হচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ফরাসি ফরোয়ার্ড এখন তাঁর সাবেক ক্লাবের কাছে ২৬ কোটি ইউরো ক্ষতিপূরণ চেয়ে বসেছেন! যার জবাবে পিএসজি বলছে, ২৬ কোটি তো দূরের কথা, তারাই উল্টো এমবাপ্পের কাছে ৪৪ কোটি ইউরো পাবে! দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, বিশ্বাস ভঙ্গ এবং অন্যায় আচরণের অভিযোগ এনেছে।
বর্তমানে মামলাটি চলছে প্যারিসের শ্রম আদালতে। সর্বশেষ শুনানি ছিল গতকাল সোমবার। ইএসপিএনের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার সেই শুনানিতে উপস্থিত না থাকলেও তাঁর ক্ষতিপূরণের প্রাথমিক দাবি ৫ কোটি ৫০ লাখ ইউরো থেকে বাড়িয়ে এখন ২৬ কোটি ইউরো চেয়েছেন।
পিএসজির কাছে ২৬ কোটি ইউরো দাবি এমবাপ্পের