বন্দরে আওয়ামীলীগ নেতা কবির হোসেন গ্রেপ্তার
Published: 18th, November 2025 GMT
বন্দরে অপারেশন ডেবিল হান্ট অভিযানে ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেন (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আওয়ামীলীগ নেতা হাজী কবির হোসেন বন্দর থানার কুড়িপাড়া এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে বন্দর থানার দায়েরকৃত ১৮(২)২৫ নং মামলায় মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১৭ নভেম্বর) রাতে বন্দর থানার কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে,গত ৫ আগস্ট ২০২৪ ইং সকাল ১১টায় বন্দর থানার একরামপুরস্থ কদম রসুল কলেজের সামনে ধৃত স্বেচ্ছাসেবকলীগের নেতা তাহাজ্জদসহ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির দোসররা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী আশিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে আহত আশিক বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
মুশফিকুরের ‘সেঞ্চুরির’ রঙে রাঙানো ক্যানভাস
খোলসটা মুশফিকুর রহিমেরই ভাঙার প্রয়োজন ছিল। নিকট অতীতে তাকে পরিচিতরা কেউ নিজের মতো করে পাননি! অচেনা অভিমান, অজানা কারণে নিজেকে আটকে রেখেছিলেন। যেখানে শুধু প্রবেশাধিকারই নয়, উঁকি-ঝুঁকি দেওয়ার অলিখিত নিষেধাজ্ঞাও ছিল। সেই দেয়ালটা অবশেষে ভাঙল।
বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের ২৫ বছরে যা হয়নি, সেই উপলক্ষ পেয়েছে তার বদৌলতে। বাংলাদেশের কেউ একশ টেস্ট খেলবে এই বিশ্বাস অনেকেরই ছিল। কিন্তু কেউ তো ধারে কাছেও যেতে পারেননি! মুশফিকুর রহিম পেরেছেন। তার টেস্টের সংখ্যা এখন ৯৯।
আরো পড়ুন:
মুশফিকুরের শততম টেস্ট: যেসব আয়োজন রেখেছে বিসিবি
বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা
রাত পোহালেই তার সাফল্যের মুকুটে যোগ হচ্ছে শততম টেস্টের পালক। এমন একটি উপলক্ষ মুশফিকুর নিজেকে গুটিয়ে রাখবেন, খোলা মনে থাকবেন না তা কী করে হয়? নিজের প্রয়োজনে বা বাকিদের চাওয়াতে ওই খোলসটা ভাঙলেন তিনি।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার কিছু সময় পরে বাংলাদেশের ড্রেসিংরুম থেকে বেরিয়ে এলেন চনমনে মুশফিকুর। চিকচিক করা সবুজ ঘাস, সোনামাখা রোদ স্বাগত জানায় তাকে। শততম টেস্ট খেলার মাহেন্দ্রক্ষণে থাকা মুশফিকুরের মুখে অন্য রকম এক হাসি। যে হাসি বলে দিচ্ছিল, এই ক্ষণ, এই সময়, এই অর্জন তার অযুত-নিযুত ঘামবিন্দু ঝরিয়ে কেনা।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এগিয়ে গিয়ে ওই মুহূর্তটা স্মৃতিবন্দি করে নিলেন। এরপর যখন যেখানে যার সঙ্গে দেখা হয়েছে মুশফিকুরের, হাত বাড়িয়ে মুখে চওড়া হাসি নিয়ে ওই মুহূর্তটা উপভোগ করেছেন। ছবি তুলেছেন আপন মনে।
গা গরমের পর সোজা ইনডোরের আউটার মাঠে অনুশীলনে চলে যান। সেখানে চলে ঘণ্টাখানেক অনুশীলন। ড্রাইভ, সুইপ, পুল, হুক কী খেলেননি…। অনুশীলনের ২২ গজকে মনে হচ্ছিল ম্যাচের ২২ গজই বানিয়ে ফেলেছেন। ঘর্মাক্ত মুখ নিয়ে অনুশীলন শেষে বেরিয়ে এলেন তখনো যেন ক্লান্তি নেই। অচেনা হাসি তার মুখে। সিনেমা ব্লকবাস্টার হিট হওয়ার পর হিরোর মুখে যেই হাসি, সেরকম।
কিন্তু আজকের এই অনুশীলন ছিল কেবল ট্রেইলার। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট হচ্ছে তার আসল পরীক্ষা। শততম টেস্টের মঞ্চ। যেখানে পুরো ক্যানভাস সাজছে শুধু তাকেই কেন্দ্র করে। বিসিবি তার এই উপলক্ষ রাঙিয়ে দিতে রেখেছে নানা আয়োজন। সতীর্থরাও দেবে ট্রিবিউট।
মুশফিকুরের এই অর্জন, তার খেলার মাঠের গর্জনে প্রধান কোচ ফিল সিমন্স তাকে কিংবদন্তিদের কাতারে রাখতে বাধ্য হন, ‘‘সে অবশ্যই একজন কিংবদন্তি। যতগুলো ডাবল সেঞ্চুরি সে করেছে, খুব বেশি ক্রিকেটার তা করেনি। সবকিছুর আগে তার পেশাদারিত্বের কথা বলতে হবে আমাদের। ওর সঙ্গে স্বল্প সময়ে কাজ করার যে অভিজ্ঞতা, তাতে বলতে পারি ওর পেশাদারিত্ব দারুণ উঁচুমানের এবং কালকে যখন উপলক্ষটি আসবে, আমার অনেক ভালো লাগবে ওর জন্য।”
মুশফিকুর শ্রদ্ধা পেয়েছেন প্রতিপক্ষ আয়ারল্যান্ড দল থেকেও। হ্যারি টেক্টর বলেছেন, ‘‘সে এত ভালো খেলোয়াড়…এটি (একশ টেস্ট) তার জন্য একটি চমৎকার অর্জন, প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে। অভূতপূর্ব অর্জন। এমন কিছু যার জন্য তার গর্বিত হওয়া উচিত। সে ২০ বছরের ক্যারিয়ারে এটি করেছে। যা আমার মনে হয় খুবই রোমাঞ্চকর। এজন্য তাকে অভিনন্দন।’’
বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তার ব্যাটে রান মানেই বাংলাদেশের মুখে হাসি। সেই হাসিটাই আরেকবার পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। ঢাকা টেস্টে সব আলো তার উপরই থাকবে। তবে মাঠে জয় চায় দুই দলই। মুশফিকুরের টেস্ট ছাপিয়ে কিছুটা আলোচনা মিরপুরের উইকেট নিয়ে।
বাংলাদেশ দল সকালে অনুশীলন করেছে। আয়ারল্যান্ড দুপুরে। দুই দল যখন মাঠ ছেড়েছে তারপর কিছুটা ঘাস কাটা হয়েছে। আগামীকাল সকালে আরো একবার ঘাস কাটা হবে। তবে আশার কথা, উইকেট কালচে নয়। তা বেশ হাসিমুখেই বললেন বাংলাদেশের কোচ সিমন্স,
‘‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের উইকেটের মতো নয়। মোটামুটি ভালোই মনে হচ্ছে। কাল (বুধবার ) সকালে এসে আসল ছবিটা বুঝতে পারব। এখন যেটা দেখছি, প্রথম দুই দিন বা আড়াই দিন ব্যাটসম্যানদের জন্য যথেষ্ট ভালো থাকবে।”
আইরিশ অলরাউন্ডার টেক্টরও প্রায় একই কথা বললেন মিরপুরের উইকেট নিয়ে, ‘‘মিরপুরের উইকেট আসলে একরকম থাকে না। এখানে আমি চতুর্থ বা পঞ্চমবার খেলছি, যতদূর মনে পড়ে, প্রতিবারই ভিন্ন ধরনের পিচ পেয়েছি। মানে, এখানে সব রকমের উইকেটই দেখা যায়। সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দেখেছেন, উইকেট তো সময়ের সঙ্গে ক্রমে ভালো হচ্ছিল। যদিও ওটা ছিল ৫০ ওভারের ক্রিকেট।’’
এসব আয়োজন, সব প্রস্তুতি মুশফিকুরের শততম টেস্টকে ঘিরেই। তাকে গণমাধ্যম সংবাদ সম্মেলনে পায়নি। তবে, গণমাধ্যমের ডাকে সাড়া দিয়ে ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসেছিলেন। শততম টেস্ট খেলার এই মাহেন্দ্রক্ষণে সংবাদকর্মীরা তার সঙ্গে ছবি তোলার আবদার করেছিলেন। খোলস ছেড়ে বেরিয়ে মুশফিকুর শুধু আবদারই মেটাননি। হাসিমুখে কথা বলেছেন, অটোগ্রাফ দিয়েছেন কার্ডে, ব্যাটে।
‘এমআরফিফটিন’ - মুশফিকুরের ব্র্যান্ডিং নেইম। যা ভোরের সূর্যোদয়ের সঙ্গে ছুঁয়ে ফেলবে সেঞ্চুরির ল্যান্ডমার্ক।
ঢাকা/ইয়াসিন