গাজীপুরের শ্রীপুর উপজেলার বকুলতলা এলাকার একটি তুলার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গুদামে থাকা তিনটি গরু মারা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সারোয়ার হোসেনের মালিকানাধীন গুদামে মঙ্গলবার মধ্যরাতে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়তে শুরু করে। শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাহ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটিসহ মোট পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গুদামে থাকা তিনটি গরু মারা গেছে।

আরো পড়ুন:

আশুলিয়ায় মসলা ভর্তি পিকআপে আগুন

টঙ্গীতে আগুনে পুড়ল বস্তার গুদাম

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.

মামুন বলেন, “আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির হিসাব জানা যায়নি।”

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, “রাত ১২টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তদন্ত শেষে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।”

ঢাকা/রফিক/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন ইউন ট

এছাড়াও পড়ুন:

ফ্যান্টাসি কিংডমে কৃতী শিক্ষার্থী উৎসব শুরু

ছবি: তানভীর আহাম্মেদ

সম্পর্কিত নিবন্ধ