সাভারে মহাসড়ক অবরোধ করে ইটভাটা শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
Published: 19th, November 2025 GMT
ঢাকার সাভারে আমিনবাজারের ভাঙাব্রিজ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইটভাটার মালিক ও শ্রমিকেরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। বেলা পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় ওই কর্মসূচি চলছিল।
আন্দোলনকারী শ্রমিকেরা জানান, সাভারের বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটায় জরিমানা, ইটভাটার চিমনি গুড়িয়ে দেয়াসহ ইটবাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইটভাটা চালুসহ অভিযান বন্ধের দাবিতে আজ সকাল সাড়ে ৯টার দিকে আমিনবাজারের ভাঙাব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকেরা। পরে তাঁরা মহাসড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানযটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন পরিবহনের যাত্রীরা।
বেলা ১১ টার দিকে গিয়ে দেখা যায়, সড়কের উভয় পাশে প্রায় ২ কিলোমিটার এলাকায় যানজট। আটকা পড়েছেন বিভিন্ন পরিবহনের যাত্রীরা। অনেকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন। হ্যান্ড মাইক দিয়ে শ্রমিকেরা বলছেন, ‘ইট ভাটা চলবে, গাড়ির চাকা ঘুরবে’।
আনিসুর রহমান নামের এক শ্রমিক বলেন, ‘আমরা ৬ মাস ইটভাটায় কাজ করি। বাকি ৬ মাস বাড়িতে কাজ করি। ভাটা বন্ধ করলে খামু কি?’ সোহাগ নামের আরেক জন বলেন, ‘পরিবার নিয়ে ইটভাটায় কাজ করি। সরকারি লোকজন আইসা ভাটা বন্ধ করে; জরিমানা নেয়। ইট ভাটা চালাইতে দিতে হবে।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ প্রথম আলোকে বলেন, ইটভাটা চালু রাখার দাবিতে ইটভাটার মালিক-শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাঁদের সড়ক থেকে যাওয়ায় অনুরোধ জানানো হয়েছে। তবে তাঁরা অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন।
সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। গত ১৭ আগস্ট পরিবেশ অধিদপ্তর এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। এতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রগুলোর তথ্য-উপাত্ত বিশ্লেষণে সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় বার্ষিক নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ অতিক্রম করেছে। জনগোষ্ঠীর স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাব বিবেচনায় ঢাকা জেলার অন্তর্ভুক্ত সাভার উপজেলা মারাত্মক বায়ুদূষণযুক্ত এলাকায় পরিণত হয়েছে। শুষ্ক মৌসুমে প্রায় ৫ মাস উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমে বায়ু প্রবাহিত হয়। ফলে সাভার উপজেলায় সৃষ্ট বায়ুদূষণ ঢাকা শহরে প্রবেশ করে। এটি ঢাকা শহরের বায়ুদূষণের তীব্রতা অনেক বাড়িয়ে দেয়। ফলে ঢাকার ঘনবসতিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যের ওপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলে। এই প্রেক্ষাপটে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ক্ষমতাবলে সমগ্র সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হলো।
পরিপত্র অনুযায়ী, ডিগ্রেডেড এয়ারশেড ঘোষিত এলাকাটিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বায়ুদূষণ সৃষ্টিকারী কতকগুলো বিষয় পরিচালনা বা সম্পাদন নিষিদ্ধ করা হয়। এগুলো হলো, আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলার অন্তর্গত সব ধরনের ইটভাটায় (টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া) ইট পোড়ানোসহ ইট প্রস্তুতের কার্যক্রম পরিচালনা। উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো। বায়ুদূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে– এমন সব ধরনের নতুন শিল্পকারখানার অনুকূলে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান।
ওই সময় পরিবেশ অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছিল, সাভার উপজেলায় ১০৭টি ইটভাটা আছে। এর মধ্যে মাত্র দুটি ইটভাটায় পরিবেশবান্ধব উপায়ে ইট তৈরি করা হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ভ র উপজ ল উভয় প শ ইটভ ট র ইটভ ট য় এল ক য়
এছাড়াও পড়ুন:
শ্রীপুরে গভীর রাতে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মিনিবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে চালক আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে একটি আসনের আংশিক পুড়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রাতে এমসি বাজার এলাকায় প্রভাতী নামের একটি মিনিবাস রাস্তার পাশে দাঁড় করিয়ে ভেতরে ঘুমিয়ে পড়েন চালক। রাত দুইটার দিকে বাসটির সামনের দিকের একটি আসনে পাশে আগুন দেখতে পেয়ে দ্রুত সেটি নিভিয়ে ফেলেন চালক।
মিনিবাসটি দিয়ে গার্মেন্টসের শ্রমিক আনা-নেওয়া হয় বলে জানান মালিক আবদুস সামাদ। তিনি বলেন, গতকাল রাতে তাঁকে ফোন করে ঘটনাটি জানান চালক। কিন্তু কীভাবে আগুন লেগেছে, তা জানাতে পারেননি।
অন্যদিকে আজ বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই মিনিবাসে আগুন দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বাসটিতে আগুন দিচ্ছে। একপর্যায়ে আগুন ধরিয়ে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
আরও পড়ুনশ্রীপুরে মধ্যরাতে যুবদল নেতার ঝুটগুদামে অগ্নিকাণ্ড২ ঘণ্টা আগে১১ সেকেন্ডর ওই ভিডিও দেখে আবদুস সামাদ জানান, অগ্নিসংযোগের ঘটনাটি তাঁর বাসের কি না, তা তিনি নিশ্চিত হতে পারছেন না। আগুনে তাঁর বাসের একটি আসনের সামান্য অংশ পুড়েছে। তবে বাসটির গঠন, রং ও অন্য বৈশিষ্ট্য দেখে ধারণা করা হচ্ছে, ভিডিওতে দেখানো বাসটিই এটি।
ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা সেখানে গিয়েছিলাম। এমন কোনো ঘটনার অস্তিত্ব পাইনি। কেউ কিছু বলতেও পারছে না। ক্ষতিগ্রস্ত গাড়িটিও পাইনি।’