সম্মেলনে যোগ দিতে দিল্লি গেলেন খলিলুর
Published: 18th, November 2025 GMT
কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে গেছেন। পূর্বের পরিকল্পনা অনুযায়ী বুধবার যাওয়ার কথা থাকলেও তিনি মঙ্গলবারই যাত্রা করেন। বৃহস্পতিবার দিল্লিতে সিএসসির সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে। মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয় এবং দুই দেশের সম্পর্ক নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার আলোচনার সম্ভাবনা রয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পিএসজির কাছে ২৬ কোটি ইউরো দাবি এমবাপ্পের, পিএসজি উল্টো এমবাপ্পের কাছে চায় ৪৪ কোটি
পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে চলে গেছেন ১৬ মাসের বেশি হয়ে গেছে। কিন্তু কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তাঁর সাবেক ক্লাবের আইনি লড়াই যেন শেষ হওয়ার লক্ষণই নেই। উল্টো দিনকে দিন সেটা আরও জটিল হচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ফরাসি ফরোয়ার্ড এখন তাঁর সাবেক ক্লাবের কাছে ২৬ কোটি ইউরো ক্ষতিপূরণ চেয়ে বসেছেন! যার জবাবে পিএসজি বলছে, ২৬ কোটি তো দূরের কথা, তারাই উল্টো এমবাপ্পের কাছে ৪৪ কোটি ইউরো পাবে! দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, বিশ্বাস ভঙ্গ এবং অন্যায় আচরণের অভিযোগ এনেছে।
বর্তমানে মামলাটি চলছে প্যারিসের শ্রম আদালতে। সর্বশেষ শুনানি ছিল গতকাল সোমবার। ইএসপিএনের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার সেই শুনানিতে উপস্থিত না থাকলেও তাঁর ক্ষতিপূরণের প্রাথমিক দাবি ৫ কোটি ৫০ লাখ ইউরো থেকে বাড়িয়ে এখন ২৬ কোটি ইউরো চেয়েছেন।
পিএসজির কাছে ২৬ কোটি ইউরো দাবি এমবাপ্পের