পেলের ব্র্যান্ড কিনল নেইমারের বাবার প্রতিষ্ঠান
Published: 19th, November 2025 GMT
নেইমারের বাবার মালিকানাধীন এনআর স্পোর্টস নামের কোম্পানি দীর্ঘ দর-কষাকষির পর ১৮ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০ কোটি ২৫ লাখ টাকা) কিনে নিয়েছে কিংবদন্তি পেলের ব্র্যান্ড। এর আগে ব্র্যান্ডটি ছিল ‘স্পোর্টস ১০’ নামে একটি আমেরিকান এজেন্সির কাছে।
ব্র্যান্ড হস্তান্তরের আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল বুধবার সান্তোসের পেলে জাদুঘরে দেওয়া হবে। এই দিনটি পেলের এক হাজারতম গোলের বার্ষিকীও বটে। ফুটবলের রাজা খ্যাত পেলে ঐতিহাসিক গোলটি করেছিলেন ৫৬ বছর আগে ভাস্কো ও সান্তোসের মধ্যেকার একটি ম্যাচে।
পেলে ব্র্যান্ডটি সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের ছবি, নাম, পণ্যের লাইসেন্স, ঐতিহাসিক আর্কাইভ এবং অন্যান্য সম্পদ ব্যবহারের অধিকার অন্তর্ভুক্ত করে। তবে নতুন অংশীদারত্বের জন্য কোনো কৌশলগত পরিকল্পনা করা হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।
আরও পড়ুনপেলে: বার্থ অব আ লেজেন্ড—‘জিঙ্গা’ মাতালেও দর্শকের মন ভরল না১৭ নভেম্বর ২০২৫নেইমারের বাবার এই ব্র্যান্ড কিনতে আগ্রহী হওয়ার অন্যতম একটি কারণ হলো পেলের ছবির সীমিত ব্যবহার। এনআর স্পোর্টসের ধারণা, পেলের ব্র্যান্ড ২৯ ডিসেম্বর ২০২২ সালে তাঁর মৃত্যুর পর থেকে যথাযথভাবে ব্যবহৃত হয়নি।
ফুটবলের রাজা পেলে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পেলের ব্র্যান্ড কিনল নেইমারের বাবার প্রতিষ্ঠান
নেইমারের বাবার মালিকানাধীন এনআর স্পোর্টস নামের কোম্পানি দীর্ঘ দর-কষাকষির পর ১৮ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০ কোটি ২৫ লাখ টাকা) কিনে নিয়েছে কিংবদন্তি পেলের ব্র্যান্ড। এর আগে ব্র্যান্ডটি ছিল ‘স্পোর্টস ১০’ নামে একটি আমেরিকান এজেন্সির কাছে।
ব্র্যান্ড হস্তান্তরের আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল বুধবার সান্তোসের পেলে জাদুঘরে দেওয়া হবে। এই দিনটি পেলের এক হাজারতম গোলের বার্ষিকীও বটে। ফুটবলের রাজা খ্যাত পেলে ঐতিহাসিক গোলটি করেছিলেন ৫৬ বছর আগে ভাস্কো ও সান্তোসের মধ্যেকার একটি ম্যাচে।
পেলে ব্র্যান্ডটি সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের ছবি, নাম, পণ্যের লাইসেন্স, ঐতিহাসিক আর্কাইভ এবং অন্যান্য সম্পদ ব্যবহারের অধিকার অন্তর্ভুক্ত করে। তবে নতুন অংশীদারত্বের জন্য কোনো কৌশলগত পরিকল্পনা করা হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।
আরও পড়ুনপেলে: বার্থ অব আ লেজেন্ড—‘জিঙ্গা’ মাতালেও দর্শকের মন ভরল না১৭ নভেম্বর ২০২৫নেইমারের বাবার এই ব্র্যান্ড কিনতে আগ্রহী হওয়ার অন্যতম একটি কারণ হলো পেলের ছবির সীমিত ব্যবহার। এনআর স্পোর্টসের ধারণা, পেলের ব্র্যান্ড ২৯ ডিসেম্বর ২০২২ সালে তাঁর মৃত্যুর পর থেকে যথাযথভাবে ব্যবহৃত হয়নি।
ফুটবলের রাজা পেলে